জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ১৩ অক্টোবর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
স্বামী বিবেকানন্দ
প্রশ্ন : আলোক তরঙ্গ কি ধরনের তরঙ্গ? উত্তর : তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। প্রশ্ন : মানব মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফন্ড দুটি কি দ্বারা যুক্ত থাকে? উত্তর : করপাস কলোসাম। প্রশ্ন : আয়োডিনের অভাবে মানব শরীরে কোন ব্যাধি হয়? উত্তর : গলগন্ড। প্রশ্ন : ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন কোথায় অবস্থিত? উত্তর : হায়দ্রাবাদে। প্রশ্ন : মানুষের বক্ষগহ্‌বর ও উদরগহ্‌বরের মাঝখানে যে পেশিটি থাকে তার নাম কি? উত্তর : ডায়াফ্রাম। প্রশ্ন : বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? উত্তর : ২৪ অক্টোবর। প্রশ্ন : রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর :ফুটবল। প্রশ্ন : কৃষ্ণা নদীর উপনদীগুলোর নাম কি? উত্তর : বীমা, কয়লা ও ঘাটপ্রভা। প্রশ্ন : সর্দার সরোবর প্রকল্প অন্যটির উপর তৈরি? উত্তর : নর্মদা। প্রশ্ন : যদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? উত্তর : ইউরেনিয়াম। প্রশ্ন : সূর্যের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে? উত্তর : হাইড্রোজেন। প্রশ্ন : মনসবদারী প্রথা ভারতের কে চালু করেন? উত্তর : আকবর। প্রশ্ন :'ঝরী সধপযরহব: ও ফড়হ'ঃ ষরশব পৎরপশবঃ.. ও ষড়াব রঃ' এটি কোন বিখ্যাত ক্রিকেটারের জীবনীর নাম? উত্তর : ক্রিস গেইল। প্রশ্ন :বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়? উত্তর : ওয়াশিংটন, আমেরিকা। প্রশ্ন : ভারতের কোন শহরকে আরব সাগরের রানী বলা হয়? উত্তর : কোচি। প্রশ্ন : বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কে করেছিল? উত্তর : অশ্বঘোষ। প্রশ্ন : 'সংগ্রামী জীবন সংগ্রাম হীনতা মৃতু্য' কার উক্তি? উত্তর : স্বামী বিবেকানন্দ। প্রশ্ন : চাণক্য সেন কার ছদ্মনাম? উত্তর : ভবানী সেনগুপ্ত।