প্রথম অধ্যায়
ঘ. ভূগোল পাঠের উপকারিতা সম্পর্কে মাসুমের বাবা বলেন, 'ভূগোল পাঠ মানেই বিশ্বের সমস্ত তথ্য হাতের মুঠোয় থাকা।' ভূগোল বিজ্ঞাননির্ভর তথ্যকেন্দ্রিক বিষয়। ভূগোলের সাহায্যে আমরা বিশ্বের কোথায় কি হচ্ছে, তা সহজেই জানতে ও বুঝতে পারি। ভূগোল পাঠের মাধ্যমে আমরা একটি দেশ বা অঞ্চলের অবস্থান, আয়তন, আবহাওয়া, জলবায়ু, তাপমাত্রা, বৃষ্টিপাত, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগব্যবস্থা, সাংস্কৃতিক পরিবেশ, জীবিকা নির্বাহ ও জীবনযাপনের মান, তাদের অর্থনৈতিক কর্মকান্ড ও মানবিক বিষয় প্রভৃতি জানতে পারি। এসব জ্ঞানার্জন একজন শিক্ষার্থীকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। একজন যোগ্য নাগরিক হিসেবে তাকে আন্তর্জাতিক সদ্ভাব ও সম্প্রীতি অর্জন করতে হয় এবং তা ভূগোল পাঠের মাধ্যমেই সম্ভব। বর্তমান বিশ্বে চলছে তথ্য বিপস্নব। ভূগোল শিক্ষার্থীকে কৌতূহল-উদ্দীপক করে তোলে। ফলে সে ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর নানা তথ্যের সঙ্গে পরিচিত হয়ে জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করতে পারে। ভূগোল পাঠের মাধ্যমে একজন শিক্ষার্থী সহজেই পরিচিত হতে পারে পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থানসমূহের সঙ্গে। সেই সঙ্গে মানুষের বিচিত্র সংস্কৃতির পরিচয় পেতে পারে। কাজেই মাসুমের বাবা যথার্থই বলেছেন 'ভূগোল পাঠ মানেই বিশ্বের সমস্ত তথ্য হাতের মুঠোয় থাকা।'
প্রশ্ন: নয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে অনার্স কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়। তাই নয়ন কলেজের ভূগোল শিক্ষক জনাব মনজুর মোর্শেদের সঙ্গে দেখা করে। তিনি একটি সার্বিক, ব্যাপক, সমষ্টিগত বিষয় হিসেবে তাকে ভূগোল বিষয়ে পড়াশোনার পক্ষে যুক্তি দেন। তিনি আরও বলেন, ভূগোল প্রকৃতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয়। নয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়।
ক. সামাজিক পরিবেশ কাকে বলে?
খ. প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোলের দুটি পার্থক্য লিখ।
গ. জনাব মনজুর মোর্শেদ নয়নকে ভূগোল বিষয়ে পড়াশোনার পক্ষে কেন যুক্তি দেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব মনজুর মোর্শেদ ভূগোলকে প্রকৃতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয় বলার কারণ মূল্যায়ন কর।
উত্তর :
ক. মানুষের আচার-আচরণ, উৎসব-অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে, তা হলো সামাজিক পরিবেশ।
খ. প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোলের দুটি পার্থক্য :
১. ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এতে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে, তাকে প্রাকৃতিক ভূগোল বলে। অন্যদিকে ভূগোলের যে শাখায় পৃথিবীর বিভিন্ন পরিবেশে মানুষের বসবাস পদ্ধতি, জীবনযাত্রা নির্বাহের ধরন এবং এর কার্যকারণ অনুসন্ধান করা হয়, তাকে মানব ভূগোল বলে।
২. প্রাকৃতিক ভূগোল ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, পাহাড়-পর্বত, হ্রদ, সাগর, গাছপালা, জীবজন্তু প্রভৃতি আলোচিত হয়। আর মানব ভূগোলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার তারতম্যের কারণ, অভিগমন, মানববসতির ধরন, বিন্যাস, নগর ও নাগরিকতা প্রভৃতি আলোচিত হয়।
গ. জনাব মনজুর মোর্শেদ নয়নকে ভূগোল বিষয়ে পড়াশোনার পক্ষে যুক্তি দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভূগোল একটি সার্বিক ব্যাপক ও সমষ্টিগত বিষয়। মানুষ আজ অজানাকে জানতে ভূগোলের জ্ঞানকে কাজে লাগাচ্ছে প্রতিনিয়ত। আমরা যেখানে বাস করি, সে স্থানের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জ্ঞান থাকা আমাদের প্রয়োজন। আবার কোন ধরনের মাটি কোন জাতীয় ফসলের জন্য উপযোগী, তা জানা গুরুত্বপূর্ণ। ভূঅভ্যন্তরীণ তত্ত্ব ও তথ্য জানা এবং তা প্রয়োগ করতে গেলে ভূগোলের জ্ঞান অনস্বীকার্য। এ ছাড়া জীবজগৎ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে ভূগোল বিষয়ের অবদান যথেষ্ট। মানুষের বিভিন্ন কার্যাবলি সম্পাদনের জন্য ভূগোল অতি প্রয়োজনীয় বিষয়। সর্বোপরি ভূগোল সমগ্র পৃথিবী এবং এর অধিবাসী নিয়ে আলোচনা করে। সাধারণত অন্যান্য বিষয় একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ কিন্তু ভূগোল বিভিন্ন বিষয়ের সমষ্টিগত রূপ হওয়ায় এর পরিসর বা পরিধি ব্যাপক ও বিস্তৃত। জনাব মনজুর মোর্শেদ এসব বিবেচনা করেই নয়নের ভূগোল বিষয়ে পড়াশোনার পক্ষে কথা বলেন।
ঘ। জনাব মনজুর মোর্শেদ ভূগোল সম্পর্কে বলেন, এটি প্রকৃতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয়। ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতি ও পরিবেশকে বাদ দিয়ে এই পৃথিবীতে মানুষ বাঁচতে পারে না। ভূগোল ও পরিবেশ হলো সব প্রকৃতি বিজ্ঞানের জননী। ভূগোল ও পরিবেশ পাঠে জানা যায়, পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ কেমন, কোথায় আছে পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি। ভূগোল ও পরিবেশ পাঠে পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে, সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করা যায়। এ ছাড়া জানা যায় পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং তাদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য। ভূগোল ও পরিবেশ পাঠে আমরা কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহণ ও যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে, তা জানতে পারি। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব জানতে ভূগোল ও পরিবেশ পাঠ করা প্রয়োজন। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক জীবন কীভাবে গড়ে উঠেছে, তাও ভূগোল ও পরিবেশ পাঠে জানা যায়। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য ভূগোল ও পরিবেশ বিষয়ের জ্ঞান প্রয়োজন। এ জন্যই জনাব মনজুর মোর্শেদ বলেন, ভূগোল প্রকৃতি ও পরিবেশের বিজ্ঞান।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়