ত্রয়োদশ অধ্যায়
প্রশ্ন : বন্যার প্রকোপ কোথায় দেখা যায়?
উত্তর : উত্তরাঞ্চলে।
প্রশ্ন : কোন কোন অঞ্চলে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে?
উত্তর : উপকূলীয় অঞ্চলে অর্থাৎ সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, কক্সবাজার, নোয়াখালী ইত্যাদি অঞ্চলে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশ্ন : দুর্যোগ সম্পর্কে লোককাহিনী সৃষ্টি হয়েছিল কীভাবে?
উত্তর : ভৌগোলিক বিষয়াদির সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব এবং কুসংস্কারে বিশ্বাসের কারণে দুর্যোগ নিয়ে লোককাহিনীর সৃষ্টি হয়েছিল।
প্রশ্ন : দুর্যোগ সম্পর্কে সৃষ্টি লোককাহিনী লিখ।
উত্তর :
বন্যা : বাংলাদেশে বন্যার প্রধান কারণ অতিবৃষ্টি। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে পানি সরতে বেশ কয়েক দিন লেগে যায়। যার ফলে বন্যা হয়। আবার উজান থেকে নেমে আসা বৃষ্টির পানিও অনেক সময় বন্যার কারণ হয়ে দাড়ায়। বাংলাদেশে বর্ষাকালে বন্যা হয়।বন্যা নিয়ে যে লোককাহিনী প্রচলিত তা হলো পাহাড়ের উপরে থাকা গ্রামবাসীকে সতর্ক করে দেওয়ার পরেও তারা একটি ড্রাগনকে কেটে খেয়ে ফেলেছিল এবং তার শাস্তি হিসেবে গভীর রাতে মাটি ফেটে পানি বের হয়ে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়।
খরা: খরা হওয়ার অন্যতম কারণ দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া থাকা এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়া। অপর একটি কারণ গভীর নলকূপের সাহায্যে ভূগর্ভের পানির মাত্রাতিরিক্ত উত্তোলনের ফলে পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়া। খরা মূলত শীতকালের শেষেও গ্রীষ্মকালে হতে দেখা যায়। খরা রাক্ষস ও দেবতাদের যুদ্ধ বাঁধলে খরা রাক্ষস পৃথিবীর সকল জলকে জড়ো করে পৃথিবীবাসীবে জল থেকে বঞ্চিত করেছিলেন। ফলে খরা দেখা গিয়েছিল।
ঘূর্ণিঝড় : সমুদ্রপৃষ্ঠের কোনো স্থানে বায়ুর তাপ বৃদ্ধি পেলে সেখানকার বায়ু উপরে উঠে যায়। যার ফলে বায়ুচাপ ব্যাপকভাবে কমে যায়। ফলে আশপাশের অঞ্চল থেকে প্রবল বেগে ঘুরতে ঘুরতে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে এসে তৈরি করে ঘূর্ণিঝড়ের।বর্ষাকালের শুরুতে এপ্রিল-মে মাসে এবং বর্ষার শেষে অক্টোবর-নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা যায়। ঘূর্ণিঝড় সংক্রান্ত যে লোককথাটি চালু আছে তা হলো যখন দাস ব্যবসা প্রচলিত ছিল তখন দাস ব্যবসায়ীরা জোর করে নিরীহ আফ্রিকান মানুষদের দাস হিসাবে বন্দি করে নিয়ে যেত। ধারণা করা হয় এসব দাসদের অভিলাপ ঝড়ের দেবতা ঘূর্ণিঝড় সৃষ্টি করেছিল দাস ব্যবসায়ীদের ধ্বংস করার জন্য।
ভূমিকম্প : ভূ-অভ্যন্তরের টেকটোনিক পেস্নট স্থানান্তরিত হলে ভূমিকম্পের সৃষ্টি হয়। বছরের যেকোনো সময় ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প সম্পর্কে লোককথাটি এমন যে জীবন টিকে আছে একটি দৈত্যের মাথার মধ্যে, গাছপালা সেই দৈত্যের চুল। মানুষ ও অন্যান্য প্রাণী হচ্ছে পরজীবীর মতো। যারা দৈত্যের ত্বক, জুড়ে ঘুড়ে বেড়ায়। মাঝে মধ্যে দৈত্যটি মাথা এদিক ওদিক ঘুরায় তখন ভূমিকম্প হয়।
প্রশ্ন : খরা হওয়ার প্রধান কারণ কী?
উত্তর : দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া থাকা এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়া।
প্রশ্ন :ভূ-অভ্যন্তরের টেকটোনিক পেস্নট স্থানান্তরিত হলে কী সৃষ্টি হয়?
উত্তর : ভূমিকম্প।
প্রশ্ন : ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা যায় কখন?
উত্তর : বর্ষার শুরুতে (এপ্রিল-মে মাসে) এবং বর্ষার শেষে (অক্টোবর-নভেম্বর মাসে)।
প্রশ্ন : লোককাহিনী অনুযায়ী দাসদের অভিশাপে কোন দুর্যোগ সৃষ্টি হয়?
উত্তর : ঘূর্ণিঝড়।
প্রশ্ন : ভূমির গঠন, সমুদ্রের অবস্থান, সূর্যের অবস্থান থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগের কারণ অনুসন্ধান করে ছকে লিখে রাখি।
উত্তর :
১. প্রাকৃতিক দুর্যোগ : বন্যা
পৃথিবীর যেসব অঞ্চলে সংঘটিত হয় : নদী পাড়ের অঞ্চল, ও সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলোতে বন্যা হয়। যেমন : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, চীন ইত্যাদি।
যে কারণে দুর্যোগ সংঘটিত হয় বলে তোমাদের মনে হয়েছে :
নদীর নাব্যতা নষ্ট হয়ে যাওয়া, পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকা এবং অতিবৃষ্টির কারণে বন্যা হয়ে থাকে।
২. প্রাকৃতিক দুর্যোগ :ঘূর্ণিঝড়
পৃথিবীর যেসব অঞ্চলে সংঘটিত হয় :
মধ্যসাগর বা সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উপকূলে আঘাত হানে। তাই সমুদ্রতীরবর্তী সকল দেশেই ঘূর্ণিঝড় হয়।
যে কারণে দুর্যোগ সংঘটিত হয় বলে তোমাদের মনে হয়েছে :
সমুদ্রপৃষ্ঠের কোনো স্থানে বায়ুর তাপ বৃদ্ধি পেলে সেখানকার বায়ু উপরে উঠে নিম্নচাপ সৃষ্টি করে। ফলে আশপাশের অঞ্চল থেকে প্রবলবেগে ঘুরতে ঘুরতে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে এসে ঘূর্ণিঝড় সৃষ্টি করে।
৩. প্রাকৃতিক দুর্যোগ :জলোচ্ছ্বাস
পৃথিবীর যেসব অঞ্চলে সংঘটিত হয় :
উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস।
যে কারণে দুর্যোগ সংঘটিত হয় বলে তোমাদের মনে হয়েছে :
ঘূর্ণিঝড় ও সুনামির কারণে সমুদ্রের পানি ফুলে উঁচু হয়ে উপকূলে আঘাত হানলে তাকে জলোচ্ছ্বাস বলে।
৪. প্রাকৃতিক দুর্যোগ :টর্নেডো
পৃথিবীর যেসব অঞ্চলে সংঘটিত হয় : এন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রায় সর্বত্রই টর্নেডো দেখা গেলেও সবচেয়ে টর্নেডো সংঘটিত হয় যুক্তরাষ্ট্রে। এ ছাড়া কানাডা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার দক্ষিণাংশ, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টর্নেডো হতে দেখা যায়।
যে কারণে দুর্যোগ সংঘটিত হয় বলে তোমাদের মনে হয়েছে :
কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে ওই স্থানের উচ্চ বাতাস উপরের দিকে উঠে যায় এবং তখনই ওই শূন্য জায়গা পুরণের জন্য চারদিকের শীতল বাতাস দ্রম্নত বেগে ধাবিত হয়। এভাবে টর্নেডো সৃষ্টি হয়।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়