বাকৃবিতে বৃক্ষরোপণ

প্রকাশ | ১০ অক্টোবর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। উপাচার্য ৩ অক্টোবর বোটানিক্যাল গার্ডেনটি পরিদর্শন করে 'বাওবাব' নামক গাছের চারা রোপণ করেন। এসময় ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবি বোটানিক্যাল গার্ডেনের বোর্ড অব ম্যানেজম্যান্ট এর সভাপতি অধ্যাপক ড. এ কে এম আজাদ-উদ-দৌলা প্রধান, সাবেক কিউরেটর অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, অধ্যাপিক ড. শাহানারা বেগম, কিউরেটর অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন, অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, অধ্যাপক ড. মো. মুনির হোসেন, অধ্যাপক ড. মো. আনিসুর রহমান মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপাচার্যসহ উপস্থিত ব্যক্তিরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী মিলে বোটানিক্যাল গার্ডেনের পটহাউস এবং ক্যাকটাস হাউস পরিদর্শন করেন। এসময় ক্যাকটাস হাউসের বিভিন্ন প্রজাতির বাহারি ক্যাকটাস এবং বোটানিক্যাল গার্ডেনের নানাবিধ বৃক্ষের বিষয়ে নবনিযুক্ত উপাচার্যকে জানানো হয়। বাকৃবির কিউরেটর প্রফেসর ড. মো. নেছার উদ্দীন বোটানিক্যাল গার্ডেনকে আরও সমৃদ্ধ করতে উপাচার্যের সহযোগিতা কামনা করেন।