পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
প্রশ্ন : কোন কোন অটিস্টিক শিশু কী কী চমৎকার প্রতিভার অধিকারী হয়? উত্তর : কোন কোন অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয় যেমন- ছবি আঁকা, অংক করা বা গান গাওয়া। প্রশ্ন : অটিস্টিক শিশু কোন কোন ক্ষেত্রে সংবেদনশীল থাকে? উত্তর : অটিস্টিক শিশু আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। প্রশ্ন : কী কারণে অটিস্টিক শিশু কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না? উত্তর : সংবেদনশীল ত্বকের কারণে অটিস্টিক শিশু কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না। প্রশ্ন : কী কারণে অটিস্টিক শিশু খুবই উত্তেজিত হয়? উত্তর : সব কাজ বা বিষয় অটিস্টিক শিশু একই নিয়মে করতে চায়। দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়। প্রশ্ন : অটিস্টিক শিশুরা খেলনা নিয়ে না খেলে কী করে? উত্তর : অটিস্টিক শিশুরা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে। গন্ধ নেয় বা ঘণ্টার পর ঘণ্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন : অটিস্টিক শিশু প্রবল আকর্ষণের জিনিস কী করে? উত্তর : অটিস্টিক শিশু কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সব সময় সঙ্গে রাখে। প্রশ্ন : অটিস্টিক শিশুর প্রতি আমাদের কেমন আচরণ করা উচিত? উত্তর : অটিস্টিক শিশুর সঙ্গে সবার মিলেমিশে থাকা উচিত। আমরা এমন আচরণ করব না, যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। প্রশ্ন : অনেক শিশু পরিবারের অসচ্ছলতার কারণে কোন অধিকার থেকে বঞ্চিত হয়? উত্তর : অনেক শিশু পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। প্রশ্ন : বাংলাদেশে ১৮ বছরের নিচে শিশুশ্রম বেআইনি। তবুও অনেক শিশু কাজ করে। তারা কোথায় কাজ করে? উত্তর : অনেক শিশু ক্ষেত-খামারে, ইটভাটায়, দোকানে, কল-কারখানায় কাজ করে। প্রশ্ন : শহরে অনেক শিশু গৃহহীন কেন? উত্তর : পরিবারে সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। প্রশ্ন : শিশুদের শারীরিক নির্যাতন ও বিদেশে পাচার কোন ধরনের কাজ? উত্তর : শিশুদের শারীরিক নির্যাতন ও বিদেশ পাচার মানবাধিকার বিরোধী কাজ। প্রশ্ন : নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন কেন? উত্তর : নারী ও শিশু পাচার মানবাধিকার বিরোধী কাজ। তাই নারী ও শিশু পাচার বন্ধ হওয়া প্রয়োজন। প্রশ্ন : অটিস্টিক শিশুদের একটি বৈশিষ্ট্য লেখ। উত্তর : অটিস্টিক শিশুদের একটি বৈশিষ্ট্য হলো- কারও সঙ্গে সহজে বন্ধুত্ব করতে চায় না। প্রশ্ন : 'অটিজম' কী? উত্তর : অটিজম একটি বিকাশগত সমস্যা। প্রশ্ন : অটিস্টিক শিশুদের আদর করতে গেলে রেগে যায় কেন? উত্তর : অটিস্টিক শিশুদের আদর করতে গেলে রেগে যায়, কারণ তারা অন্যের স্পর্শ সহ্য করতে পারে না। প্রশ্ন : অটিস্টিক বন্ধুরা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না কেন? উত্তর : অটিস্টিক বন্ধুরা অনেক শব্দ মনে রাখতে পারে না বলে তারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। প্রশ্ন : অটিস্টিক শিশুদের অস্বাভাবিক আচরণের কারণ কী? উত্তর : অটিস্টিক শিশুদের অস্বাভাবিক আচরণের কারণ হলো 'অটিজম' নামের এক বিকাশগত সমস্যা। প্রশ্ন : অটিস্টিক শিশু শারীরিকভাবে কেমন? উত্তর : অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। প্রশ্ন : মানবাধিকার বিরোধী কাজ বন্ধের জন্য কী করা উচিত? উত্তর : মানবাধিকার রক্ষায় আমাদের সচেতন হতে হবে। প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। ০৮ : নারী-পুরুষ সমতা প্রশ্ন : নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? উত্তর : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। প্রশ্ন : বেগম রোকেয়া কত সালে মৃতু্যবরণ করেন? উত্তর : বেগম রোকেয়া ১৯৩২ সালে মৃতু্যবরণ করেন। প্রশ্ন : কত সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে? উত্তর : ১৯১০ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। প্রশ্ন : কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? উত্তর : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। প্রশ্ন : বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ নারী? উত্তর : বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৪৯ ভাগ নারী। প্রশ্ন : ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন কে? উত্তর : জার্মান নারী নেতা 'কারা জেটকিন' ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। প্রশ্ন : কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? উত্তর : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। প্রশ্ন : নারী নির্যাতনের ফলে কী খর্ব হয়? উত্তর : নারীর মানবাধিকার। প্রশ্ন : নারী নির্যাতনের দুটি কুফল লেখ। উত্তর : ক. মেয়েরা শিক্ষা গ্রহণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। খ. বাইরে কাজের দক্ষতা হারাচ্ছে। প্রশ্ন : সমাজের প্রকৃত উন্নয়নে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? উত্তর : নারী-পুরুষের উভয়ের। প্রশ্ন : ১৮৫৭ সালে ৮ মার্চ নিউইয়র্ক আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? উত্তর : পুরুষের সমান মজুরি ও দৈনিক আট ঘণ্টা শ্রমের দাবি। প্রশ্ন : কত সালে 'জাতীয় নারী উন্নয়ন নীতি' প্রবর্তন করা হয়? উত্তর : ২০১২ সালে। প্রশ্ন : কোন মন্ত্রণালয় এই নারী উন্নয়ন নীতি প্রবর্তন করেন? উত্তর : বাংলাদেশ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।