জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ফি জমা এবং ২০ থেকে ২৩ অক্টোবরের মধ্যে নির্ধারিত কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে নির্দেশনা
দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪ অক্টোবর এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ভর্তিকৃত ও মাইগ্রেশনের মাধ্যমে গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের ৫ অক্টোবর রাত ১২টা থেকে ১ মিনিট থেকে ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করতে হবে। পরে প্রাথমিক ভর্তি ফি বাবদ ইতিপূর্বে জমাকৃত পাঁচ হাজার টাকা বাদ দিয়ে বাকি (চূড়ান্ত) ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। এছাড়াও আগামী ২০ থেকে ২৩ অক্টোবর তারিখ পর্যন্ত সরাসরি সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিভাগ থেকে কাগজপত্র জমাদানের স্স্নিপ নিয়ে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত ভর্তি ফি জমাদানের রশিদ (গুচ্ছের অন্য বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তির পর মাইগ্রেশন করে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে), প্রাথমিক ভর্তি নিশ্চিতকরণ বাবদ প্রদত্ত মূল নম্বরপত্র জমাদানের স্স্নিপের ফটোকপি, গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম ও দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে সংশ্লিষ্ট বিভাগে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (যঃঃঢ়ং://ধফসরংংরড়হ.লহঁ.ধপ.নফ/) পাওয়া যাবে।