বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শূন্যস্থান পূরণ

১৫১. খাসিয়াদের প্রধান দেবতার নাম -।

উত্তর : 'উবস্নাই নাংথউ'

১৫২. ম্রোরা - ধর্মাবলম্বী।

উত্তর : বৌদ্ধ

১৫৩. বাংলাদেশের ত্রিপুরারা - সমাজের অধিকারী।

উত্তর : পিতৃতান্ত্রিক

১৫৪. পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরারা - ধর্মের অনুসারী।

উত্তর : সনাতন

১৫৫. ত্রিপুরারা গ্রামের সব লোকের মঙ্গলের জন্য - পূজা করে।

উত্তর : কের

১৫৬. ত্রিপুরারা বাংলা বছরের শেষ দুই দিন - উৎসব পালন করে।

উত্তর : বৈসু

১৫৭. ওঁরাওদের প্রধান উৎসবের নাম -।

উত্তর : 'ফাগুয়া'

১৫৮. পৃথিবীতে মোট দেশ রয়েছে -।

উত্তর : ১৯৬টি

১৫৯. নিজ দেশের বাইরে যেসব দেশ রয়েছে এসব দেশকে - বলে।

উত্তর : বহির্বিশ্ব

১৬০. সার্ক - সংস্থা।

উত্তর : আঞ্চলিক সহযোগিতা সংস্থা।

১৬১. বিশ্বে এ পর্যন্ত - বিশ্বযুদ্ধ হয়েছে।

উত্তর : দু'টি

১৬২. ১৯৪৫ সালের - জাতিসংঘ গঠিত হয়

উত্তর : ২৪ অক্টোবর

১৬৩. বাংলাদেশ ১৯৭৪ সালের - জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

উত্তর : ১৭ সেপ্টেম্বর

১৬৪. বর্তমানে জাতিসংঘের সদস্যসংখ্যা -।

উত্তর : ১৯৩

১৬৫. জাতিসংঘের - শাখা রয়েছে।

উত্তর : ছয়টি

১৬৬. - বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।

উত্তর : ১৯৮৬ সালে

১৬৭. জাতিসংঘের স্থায়ী সদস্যরাষ্ট্র -।

উত্তর : পাঁচটি

১৬৮. ইউনিসেফ বিশ্বের উন্নয়নে কাজ করে।

উত্তর : শিশুদের

১৬৯. ইউনিসেফের সদর দপ্তর - অবস্থিত।

উত্তর : নিউইয়র্কে

১৭০. ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত -।

উত্তর : প্যারিসে

১৭১. সার্ক গঠিত হয় ১৯৮৫ সালের - তারিখ।

উত্তর : ৮ ডিসেম্বর

১৭২. সার্কের বর্তমান সদস্য দেশ -।

উত্তর : ৮টি

১৭৩. সার্কের সর্বশেষ সদস্য দেশ -।

উত্তর : আফগানিস্তান।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায়।

প্রশ্ন : বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল কী?

উত্তর : বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল ধান।

প্রশ্ন : বাংলাদেশে কয় ধরনের ধান হয়?

উত্তর : বাংলাদেশে তিন ধরনের ধান হয়। যথা- আউশ, আমন ও বোরো।

প্রশ্ন : পাটকে কী বলা হয়?

উত্তর : পাটকে সোনালি আঁশ বা এড়ষফবহ ঋরনবৎ বলা হয়।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প কোনটি?

উত্তর : বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প পোশাকশিল্প।

প্রশ্ন : চাষাবাদের জন্য আমাদের দেশের মাটি উপযোগী কেন?

উত্তর :বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল বলে।

প্রশ্ন : জাতীয় অর্থনীতির কত ভাগ কৃষি থেকে আসে?

উত্তর : শতকরা ২০ ভাগ।

প্রশ্ন : বাংলাদেশের কত ভাগ লোক চাষাবাদের ওপর নির্ভরশীল?

উত্তর :৮০ ভাগ।

প্রশ্ন : অর্থকরী ফসল কাকে বলে?

উত্তর :যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা হয়, তাকে অর্থকরী ফসল বলে।

প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চলে চা বেশি উৎপন্ন হয়?

উত্তর : সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে।

প্রশ্ন : পাটকে সোনালি আঁশ বলা হয় কেন?

উত্তর :পাট ও পাটজাতদ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য পাটকে সোনালি আঁশ বলা হয়।

প্রশ্ন : তামাক চাষকে নিরুৎসাহিত করার কারণ কী? দুটি বাক্য লেখ।

উত্তর : ক. স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ও খ. জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায়।

প্রশ্ন : ঘোড়াশালে কোন ধরনের শিল্পকারখানা অবস্থিত?

উত্তর : সার কারখানা।

প্রশ্ন : বাংলাদেশের দুটি বৃহৎশিল্পের নাম লেখ।

উত্তর :সার ও সিমেন্ট শিল্প।

প্রশ্ন : কুটির শিল্প কী?

উত্তর : যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে খুব অল্প পরিমাণে তৈরি করা হয় তখন সেটিকে কুটির শিল্প বলে।

প্রশ্ন : বাংলাদেশের দুটি কুটির শিল্পের নাম লেখ।

উত্তর কাঠশিল্প ও কাঁসাশিল্প।

প্রশ্ন : টাঙ্গাইল জেলার কাগমারী কোন শিল্পের জন্য বিখ্যাত?

উত্তর : কাঁসাশিল্প।

প্রশ্ন : মৌলিক চাহিদা কয়টি?

উত্তর : মৌলিক চাহিদা পাঁচটি। যথা- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা।

প্রশ্ন : কৃষিজমির পরিমাণ কেন কমে যাচ্ছে?

উত্তর : অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের কারণে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে।

প্রশ্ন : নারী উন্নয়নের জন্য কীসের প্রসার দরকার?

উত্তর : নারী উন্নয়নের জন্য নারী শিক্ষার প্রসার দরকার।

প্রশ্ন : বাংলাদেশের চিরচেনা পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন ঘটছে কেন?

উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে এ দেশের চিরচেনা পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন ঘটছে।

প্রশ্ন : শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত কী?

উত্তর : শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত হলো শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে তাদের কর্মক্ষমতা ও গুণগত মান বৃদ্ধি।

প্রশ্ন : কীসের ওপর মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে?

উত্তর : দক্ষ জনসম্পদের ওপর মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে।

প্রশ্ন : গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন?

উত্তর : নিরাপত্তা ও কাজের খোঁজে।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে