এলএলবি শেষ পর্বের ফরম পূরণ শুরু
প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০২২ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ অনলাইনে ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম শেষ হবে ৩১ অক্টোবর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে। পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যঃঃঢ়://িি.িহঁ.ধপ.নফ থেকে ডাউনলোড করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা ২০২২ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
২০২১ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় যেসব পরীক্ষার্থী সব পর্বে অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছেন অথবা ৪৫ শতাংশের কম নম্বর পেয়ে তৃতীয় বিভাগের উত্তীর্ণ হয়েছেন, তারা এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এ ক্ষেত্রে যেসব পত্রে ৪৫ শতাংশের কম নম্বর পেয়েছেন, শুধু সেসব পত্রে অংশগ্রহণ করতে হবে।