বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শূন্যস্থান পূরণ

১০১. ভূমিকম্পের সময় পুরোপুরি - থাকতে হয়।

উত্তর : শান্ত

১০২. খরার ফলে গবাদিপশুর - দেখা দেয়।

উত্তর : খাদ্য সংকট

১০৩. - দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।

উত্তর : মানবসৃষ্ট

১০৪. মানবাধিকার মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ ও সুবিধা পাওয়ার -।

উত্তর : অধিকার

১০৫. ১৯৪৮ সালের - জাতিসংঘে মানবাধিকারসংক্রান্ত ঘোষণাপত্রটি অনুমোদন লাভ করে।

উত্তর : ১০ ডিসেম্বর

১০৬. মানবাধিকার মানুষের - ভালোভাবে গড়ে তুলতে করতে সাহায্য করে।

উত্তর : জীবনকে

১০৭. সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য - বাস্তবায়ন প্রয়োজন।

উত্তর : মানবাধিকারের

১০৮. আমাদের সমাজে - খাদ্য, মজুরি, চাকরির ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য করা হয়।

উত্তর : শিক্ষা

১০৯. মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের বিভিন্ন কাজে - করা উচিত।

উত্তর : অংশগ্রহণ

১১০. - শিশুরা অন্যদের মতো হইচই না করে একা একা থাকতে চায়।

\হউত্তর : অটিস্টিক

১১১. অটিজম - সমস্যা।

উত্তর : বিকাশগত

১১২. - মাধ্যমে অটিস্টিক শিশুকে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব।

উত্তর : শিক্ষার

১১৩. যেসব শিশুর আচরণে - নামক একটি বিকাশগত সমস্যা দেখা যায় তাদের অটিস্টিক শিশু বলা হয়।

উত্তর : অটিজম

১১৪. বেগম রোকেয়া - জেলায় জন্মগ্রহণ করেন।

উত্তর : রংপুর

১১৫. বেগম রোকেয়া - সালে মৃতু্যবরণ করেন।

উত্তর : ১৯৩২

১১৬. প্রতি বছর - রোকেয়া দিবস পালন করা হয়।

উত্তর : ৯ ডিসেম্বর

১১৭. ক্লারা জেটকিন হলেন - সমাজতাত্ত্বিক।

উত্তর : জার্মান

১১৮. যৌতুকের জন্য নারীরা - হচ্ছেন।

উত্তর : নির্যাতিত

১১৯. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় - প্রতিরোধে কাজ করে।

উত্তর : নারী নির্যাতন

১২০. সমাজের প্রকৃত উন্নয়নে - উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।

উত্তর : নারী-পুরুষ

১২১. ১৯৭৭ সালে - জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে।

উত্তর : ৮ মার্চকে

১২২. - প্রতিবেদনে বিভিন্ন নারী নির্যাতন সম্পর্কে জানা যায়।

উত্তর : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

১২৩. - সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।

উত্তর : ২০১২

১২৪. বাংলাদেশের জনসংখ্যার শতকরা - নারী।

উত্তর : ৪৯ ভাগ

১২৫. নারী জাগরণের অগ্রদূত বলা হয় -।

উত্তর : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে

১২৬. নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও - রয়েছে।

উত্তর : কর্তব্য

১২৭. আইন অমান্য করলে ভোগ করতে হয় -।

উত্তর : শাস্তি

১২৮. নাগরিকদের রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য নিয়মিত - দেওয়া উচিত।

উত্তর : কর

১২৯. আমাদের দেশে নাগরিকরা - বছর বয়স হলে ভোট দিতে পারে।

উত্তর : ১৮

১৩০. দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের - ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া উচিত।

উত্তর : সৎ

১৩১. সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা - দায়িত্ব।

উত্তর : প্রত্যেক মা-বাবার

১৩২. - পথচলা দুর্ঘটনার অন্যতম কারণ।

উত্তর : অসাবধানে

১৩৩. দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং রাস্তায় চলার নিয়মগুলো মেনে চলার - করতে হবে।

উত্তর : অভ্যাস

১৩৪. রাস্তা পারাপারের - ব্যবহার করা উচিত।

উত্তর : ফুটওভার ব্রিজ

১৩৫. আমরা - ব্যবহারে সতর্ক থাকব।

উত্তর : আগুন

১৩৬. অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকেই - মনোভাব বলে।

উত্তর : গণতান্ত্রিক

১৩৭. সবার - ভিত্তিতে দলনেতা নির্বাচন করা উচিত।

উত্তর : ঐকমত্যের

১৩৮. শ্রেণিকক্ষে গণতন্ত্রচর্চার একটি উপায় হলো সবার মতামতের ভিত্তিতে শিক্ষক নির্বাচিত করবেন -।

উত্তর : শ্রেণিনেতা

১৩৯. গণতন্ত্র শাসন -।

উত্তর : জনগণের

১৪০. গণতন্ত্রের মূলকথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে - নেওয়া।

উত্তর : সিদ্ধান্ত

১৪১. - আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

উত্তর : গণতন্ত্র

১৪২. গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো অন্যের - সম্মান করা।

উত্তর : মতামতকে

১৪৩. দলে কাজ করতে হলে - নির্বাচন করতে হয়।

উত্তর : দলনেতা

১৪৪. বাড়িতে সকলে মিলে আলোচনা করে - নিব।

উত্তর : সিদ্ধান্ত

১৪৫. আমরা সকল ক্ষেত্রে - আচরণ করব।

উত্তর : গণতান্ত্রিক

১৪৬. বাংলাদেশে গারোরা - ও উত্তর-পূর্বাঞ্চলে বাস করে।

উত্তর : উত্তর

১৪৭. গারো সমাজ -।

উত্তর : মাতৃতান্ত্রিক

১৪৮. গারোদের অধিকাংশ বর্তমানে -।

উত্তর : খ্রিষ্ট ধর্মাবলম্বী

১৪৯. গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম -।

উত্তর : বাঁশ কোড়ল

১৫০. গারোদের প্রধান উৎসবের নাম-।

উত্তর : ওয়াংগালা'

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে