বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

শূন্যস্থান পূরণ

৫৪. বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে - জেলায় ময়নামতি অবস্থিত।

উত্তর : কুমিলস্না

৫৫. পাহাড়পুর - বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত।

উত্তর : রাজশাহী

৫৬. সুতা বাণিজ্যর কেন্দ্র হিসেবে - সোনারগাঁওয়ে গড়ে ওঠে।

উত্তর : পানাম নগর

৫৭. ১৬১০ সালে সোনারগাঁওয়ের পরিবর্তে - রাজধানী স্থাপন করা হয়।

উত্তর : ঢাকায়

৫৮ . বাংলাদেশের - মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।

উত্তর : শতকরা প্রায় ৮০ ভাগ

৫৯. বাংলাদেশ একটি - দেশ।

উত্তর : কৃষিপ্রধান

৬০. বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে - ভাগ করা যায়।

উত্তর : দুই ভাগে

৬১. বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল -।

উত্তর : ধান

৬২. বাংলাদেশে - ধরনের ধান হয়।

উত্তর : তিন

৬৩. পাটকে - বলা হয়।

উত্তর : সোনালি আঁশ

৬৩. বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত পাটের পরিমাণ - মেট্রিক টন।

উত্তর : প্রায় ৪৫ লাখ

৬৪. বাংলাদেশের - জেলায় চা প্রচুর উৎপন্ন হয়।

উত্তর : সিলেট

৬৫. বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি - চাষের উপযোগী।

উত্তর : ধান

৬৬. বাংলাদেশের - অঞ্চলে ডাল চাষ হয়।

উত্তর : উত্তর ও পশ্চিম

৬৭. বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্প -।

উত্তর : পোশাকশিল্প

৬৮. বাংলাদেশের পোশাকশিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক প্রতি বছর প্রচুর - অর্জন করে।

উত্তর : বৈদেশিক মুদ্রা

৬৯. - বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য।

উত্তর : ভাত

৭০. - গমের চাষ করা হয়।

উত্তর : শীতকালে

৭১. ঢাকা জেলার ধামরাই - শিল্পের জন্য বিখ্যাত।

উত্তর : কাঁসা

৭২. রংপুর জেলায় বেশি - উৎপন্ন হয়।

উত্তর : তামাক

৭৩. গৃহস্থালির নানা কাজে - তৈরি জিনিস ব্যবহার করা হয়।

উত্তর : কাঁসার

৭৪. বাংলাদেশের তৈরি - কাপড় বিশ্ববিখ্যাত ছিল।

উত্তর : মসলিন

৭৫. কাগজ কলগুলোতে - থেকে কাগজ তৈরি করা হয়।

উত্তর : গাছের গুঁড়ি

৭৬. মৌলিক চাহিদা -।

উত্তর : পাঁচটি

৭৭. বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারণ - কমে যাওয়া।

উত্তর : কৃষিজমি

৭৮. কৃষিজমির পরিমাণ - কারণে কমে যাচ্ছে।

উত্তর : অতিরিক্ত জনসংখ্যার

৭৯. জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশের প্রায় - লোক গৃহহীন।

উত্তর : ১০ লাখ

৮০. বাংলাদেশে প্রতি - জন্য মাত্র একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন।

উত্তর : ৪,০৪৩ জনের

\হ৮১. নারী উন্নয়নের জন্য - প্রসার দরকার।

উত্তর : নারী শিক্ষার

৮২. বাংলাদেশের চিরচেনা পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন ঘটছে -।

উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে

৮৩. শ্রমশক্তির দক্ষতা বৃদ্ধির পূর্বশর্ত শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে তাদের কর্মক্ষমতা ও - বৃদ্ধি।

উত্তর : গুণগতমান

৮৪. - ওপর মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে।

উত্তর : দক্ষ জনসম্পদের

৮৫. মানবসম্পদ উন্নয়নের মূল উপাদান -।

উত্তর : শিক্ষা

৮৬. দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও - প্রয়োজন।

উত্তর : বাস্তবায়ন

৮৭. মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে -।

উত্তর : বস্ত্র

৮৮. আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ - করতে হবে।

উত্তর : বৃদ্ধি

৮৯. শহরে আসা - মানুষ মানবেতর জীবনযাপন করছে।

উত্তর : ছিন্নমূল

৯০. কোনো স্থানের ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে - বলে।

উত্তর : আবহাওয়া

৯১. দুর্যোগ একটি - পরিস্থিতি।

উত্তর : মারাত্মক

৯২. বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ার -।

উত্তর : পিছিয়ে পড়ে

৯৩. বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা -।

উত্তর : অনাবৃষ্টি

৯৪. পরিবেশ বিশেষজ্ঞদের মতে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের - সমুদ্রতলে তলিয়ে যাবে।

উত্তর : ২০ শতাংশ এলাকা

৯৫. বন্যার সময় - রোগ বেশি হয়।

উত্তর : পানিবাহিত

৯৬. পানিবাহিত রোগগুলো ডায়রিয়া, আমাশয় -।

\হউত্তর : চর্মরোগ ইত্যাদি

৯৭. জলবায়ু পরিবর্তনের ফলে খরাপীড়িত অঞ্চলে বায়ুর প্রবণতা -।

উত্তর : উত্তপ্ত হয়

৯৮. বাংলাদেশের - বেশির ভাগ মানুষ বৃষ্টির পানির ওপর নির্ভরশীল।

উত্তর : উত্তরাঞ্চলের

৯৯. খরার কারণে - ডায়রিয়া, হাম, ইনফ্লুয়েঞ্জা, আমাশয়সহ নানা রোগ দেখা দেয়।

উত্তর : জ্বর

১০০. ভূমিকম্পের সময় - বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হয়।

উত্তর : কাঠের টেবিল

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে