পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ | ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
১. - সালে ভাষা আন্দোলন হয়েছিল। উত্তর : ১৯৫২ ২. ৬ দফা আন্দোলন - সালে হয়েছিল। উত্তর : ১৯৬৬ ৩. - বাংলাদেশের স্বাধীনতা দিবস। উত্তর : ২৬ মার্চ ৪. - সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। উত্তর : ১৯৪৭ ৫. মুক্তিযুদ্ধ শুরু হয় ১৯৭১ সালের -। উত্তর : ২৬ মার্চ ৬. ১৯৭১ সালের - মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। উত্তর : ১৬ ডিসেম্বর ৭. ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের - গঠন করা হয়। উত্তর : অস্থায়ী সরকার ৮. - মুজিবনগর সরকার গঠিত হয়। উত্তর : ১০ এপ্রিল ৯. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন -। উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০. মুক্তিবাহিনী গঠন করা হয় -। উত্তর : ১১ জুলাই ১১. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল -। উত্তর : মুহম্মদ আতাউল গণি ওসমানী ১২. মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে ব্রিগেড ফোর্সে - ভাগ করা হয়েছিল। উত্তর : তিনটি ১৩. বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে মুক্তিবাহিনীর - বাহিনী গঠিত হয়েছিল। উত্তর : নিয়মিত ১৪. আমরা - শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। উত্তর : ১৪ ডিসেম্বর ১৫. মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সহায়তাকারী বাহিনীকে - বলা হতো। উত্তর : মিত্রবাহিনী ১৬. যৌথবাহিনী মুক্তিবাহিনী ও - সমন্বয়ে গঠিত হয়। উত্তর : মিত্রবাহিনীর ১৭. ফেব্রম্নয়ারি আমাদের ভাষা শহীদ দিবস বিশ্ব মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে - সহায়তায়। উত্তর : ইউনেস্কোর ১৮. ঋঅঙ-এর সদর দপ্তর - অবস্থিত। উত্তর : ইতালির রোমে ১৯. বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় - তারিখে। উত্তর : ৭ এপ্রিল ২০. ১৯৭১ সালের - যৌথবাহিনী গঠন করা হয়। উত্তর : ২১ নভেম্বর ২১. সর্বোচ্চ বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি -। উত্তর : বীরশ্রেষ্ঠ ২২. বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় ১৭৫৭ সালের -। উত্তর : ২৩ জুন ২৩. ইংরেজরা কত সময় ধরে এ দেশে রাজত্ব করে - বছর ধরে। উত্তর : প্রায় ২০০ ২৪. বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন -। উত্তর : সিরাজউদ্দৌলা ২৫. সিরাজউদ্দৌলা - মৃতু্যর পর বাংলার নবাব হন। উত্তর : নবাব আলীবর্দি খাঁর ২৬. ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল -। উত্তর : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২৭. ১৭৫৭ সালের - পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। উত্তর : ২৩ জুন ২৮. - বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। উত্তর : ১৭৬৪ সালে ২৯. - সিপাহি বিদ্রোহ দেখা দেয়। উত্তর : ১৮৫৭ সালে ৩০. ব্রিটিশ সরকার সরাসরি নিজ হাতে এ দেশ শাসন করে ১৮৫৭ থেকে - পর্যন্ত। উত্তর : ১৯৪৭ সাল ৩১. - শাসনামলে বাংলায় নবজাগরণ ঘটে। উত্তর : ইংরেজ (উনিশ শতকে) ৩২. বাঁশের কেলস্না - নির্মাণ করেন। উত্তর : তিতুমীর ৩৩. প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম ১৮৫৭ সালের - উত্তর : সিপাহি বিদ্রোহ ৩৪. সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে - করা। উত্তর : স্বাধীন ৩৫. ১৮৫৭ সালে সিপাহিদের নেতৃত্বে - প্রথম বিদ্রোহ সংঘটিত হয়। উত্তর : ব্যারাকপুরে ৩৬. - বিদ্রোহের ফলে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান হয়। উত্তর : সিপাহি ৩৭. ভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয় -। উত্তর : ১৮৮৫ সালে ৩৮. ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয় - আন্দোলন দমন করার জন্য। উত্তর : বাংলার জাতীয়তাবাদী ৩৯. বঙ্গভঙ্গ রদ করা হয় -। উত্তর : ১৯১১ সালে ৪০. পুন্ড্রনগর - প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর : মৌর্য আমলে ৪১. মহাস্থানগড় অবস্থিত বগুড়া শহর থেকে উত্তরে - করতোয়া নদীর তীরে। উত্তর : ১৩ কিলোমিটার ৪২. বাংলার প্রাচীনতম শিলালিপি -। উত্তর : ব্রাহ্মী শিলালিপি ৪৩. - নির্মিত হয় রাজা ধর্মপালের শাসনামলে। উত্তর : সোমপুর মহাবিহার ৪৪. ময়নামতি কুমিলস্না শহর থেকে - দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। উত্তর : ৮ কিলোমিটার ৪৫. সোনারগাঁও বাংলার রাজধানী ছিল - মুসলিম শাসনামলে। উত্তর : মধ্যযুগে ৪৬. লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের - অবস্থিত। উত্তর : সোনারগাঁওয়ে ৪৭. লোকশিল্প জাদুঘর - প্রতিষ্ঠা করেন। উত্তর : শিল্পাচার্য জয়নুল আবেদীন ৪৮. লালবাগ দুর্গ বর্তমান পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে - নদীর তীরবর্তী স্থানে অবস্থিত। উত্তর : বুড়িগঙ্গা ৪৯. লালবাগ দুর্গে শায়েস্তা খানের কন্যা - মাজার রয়েছে। উত্তর : পরী বিবির ৫০. আহসান মঞ্জিল নির্মাণ করেন -। উত্তর : জমিদার শেখ এনায়েতউলস্নাহ ৫১. 'খোদাই পাথর' লম্বায় - মিটার। উত্তর : ৩.৩৫ ৫২. ওয়ারী ও বটেশ্বর সভ্যতাটি বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল -। উত্তর : সমুদ্র ৫৩. রাজা মানিক চন্দ্রের স্ত্রীর নাম -। উত্তর : ময়নামতি হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়