বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১
সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

  ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
মাদাগাস্কার

প্রশ্ন : উত্তর আমেরিকার বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি?

উত্তর : পোক্যাটেপেটল, মেক্সিকো (৫৪৫২ মিটার)।

প্রশ্ন : মিসিগান, ইরি,সুপিরিয়র, হিউরন ও অন্টারিও হ্রদগুলোর একত্রে নাম কী?

উত্তর : গ্রেটলেকস।

প্রশ্ন : মধ্য আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে কি বলে?

উত্তর :পৃথিবীর রুটির ঝুড়ি।

প্রশ্ন :পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তর :আফ্রিকা।

প্রশ্ন : আফ্রিকার আয়তন কত?

উত্তর :২,৯৮,০৫,০৪৮ বর্গ কি.মি.।

২,৯৮,০৫,০৪৮ বর্গ কি.মি.।

প্রশ্ন : আফ্রিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ?

উত্তর :২০.৬%।

প্রশ্ন :আফ্রিকা মহাদেশের অবস্থান?

উত্তর :নিরক্ষরেখার দুই পাশে।

প্রশ্ন :প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি বলা হতো?

উত্তর :অন্ধকারাচ্ছন্ন মহাদেশ।

প্রশ্ন :আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি?

উত্তর :দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন :আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কী?

উত্তর :মাদাগাস্কার।

প্রশ্ন :আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তর :কিলিমাঞ্জারো (৫৮৯৪ মিটার)।

প্রশ্ন : কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত?

উত্তর :তাঞ্জানিয়া।

প্রশ্ন :আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি?

উত্তর :ভিক্টোরিয়া (২৬,৮২৮ বর্গ কি.মি.)।

প্রশ্ন :আফ্রিকার সর্বনিম্ন বিন্দু কোনটি?

উত্তর :লেক আসাই, জিবুতি (গভীরতা-১৫৬.১ মিটার)।

প্রশ্ন :আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর :নীলনদ (৬৬৫০ কি.মি.)।

প্রশ্ন :আফ্রিকার বিখ্যাত নদীগুলোর নাম কী?

উত্তর :নীলনদ ৬৬৫০ কি.মি.), কঙ্গো (৪৮০০ কি.মি.), নাইজার (৪১৮০ কি.মি.), জাম্বেসি (৩৫৪০ কি.মি.)।

প্রশ্ন :আফ্রিকা তথা পৃথিবীর (আয়তনে) বৃহত্তম জলপ্রপাত কোনটি?

উত্তর :নায়াগ্রা (উচ্চতা ৫১ মিটার)।

শিক্ষা জগৎ ডেস্ক য়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে