বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

চতুর্দশ অধ্যায়

৩০. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে প্রয়োজন-

ক. মানসম্মত বিজ্ঞান শিক্ষা

খ. মানসম্মত পাঠ্যবই

গ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল

ঘ. বাস্তবভিত্তিক বিজ্ঞান শিক্ষা

উত্তর : ঘ. বাস্তবভিত্তিক বিজ্ঞান শিক্ষা

৩১. আত্মকর্মসংস্থান বলতে কী বুঝায়?

ক. সরকারি চাকরি

খ. নিজের উদ্যোগে অর্থ উপার্জন

গ. শিল্প কারখানায় চাকরি

ঘ. বেসরকারি চাকরি

উত্তর :খ. নিজের উদ্যোগে অর্থ উপার্জন

৩২. একটি শিশুর জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মৌলিক চাহিদা হচ্ছে-

ক. পোশাক খ. চিকিৎসা

গ. মাতৃদুগ্ধ ঘ. বাসস্থান

উত্তর :গ. মাতৃদুগ্ধ

৩৩. ১৮০০ সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা কত ছিল?

ক. প্রায় ১৫০ কোটি খ. প্রায় ২০০ কোটি

গ. প্রায় ১০০ কোটি ঘ. প্রায় ৩০০ কোটি

উত্তর : গ. প্রায় ১০০ কোটি

৩৪. বর্তমানে পৃথিবীতে কত লোক বসবাস করে?

ক. প্রায় ৭০০ কোটি খ. প্রায় ৬০০ কোটি

গ. প্রায় ৮০০ কোটি ঘ. প্রায় ৭৫০ কোটি

উত্তর : ক. প্রায় ৭০০ কোটি

৩৫. ২০০ বছরে বিশ্বে জনসংখ্যা বেড়েছে কত?

ক. ৫০০ কোটি খ. ৫৫০ কোটি

গ. ৬৫০ কোটি ঘ. ৬০০ কোটি

উত্তর : ঘ. ৬০০ কোটি

৩৬. ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

ক. ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন

খ. ১৪ কোটি ৯০ লক্ষ ৭০ হাজার ৩৬০ জন

গ. ১৪ কোটি ৯৩ লক্ষ ৭১ হাজার ৩৬২ জন

ঘ. ১৪ কোটি ৯৬ লক্ষ ৭৩ হাজার ৩৬৩ জন

উত্তর : ক. ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন

৩৭. প্রায় ৭ কোটি ৬০ লক্ষ জনসংখ্যা ছিল কত সালে?

ক. ১৯৭৫ খ. ১৯৭০চ

গ. ১৯৭৭ ঘ. ১৯৭১

উত্তর : খ. ১৯৭০

৩৮. ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে কত?

ক. প্রায় তিনগুণ খ. প্রায় দ্বিগুণ

গ. প্রায় চার গুণ ঘ. প্রায় তিনগুণ

উত্তর :খ. প্রায় দ্বিগুণ

৩৯. প্রতি একক জায়গায় বসবাসরত লোকসংখ্যা কী প্রকাশ করে?

ক. জনসংখ্যার বৃদ্ধি খ. জনসংখ্যার ঘনত্ব

গ. জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ঘ. জনসংখ্যা সমস্যা

উত্তর :খ. জনসংখ্যার ঘনত্ব

৪০. জনসংখ্যা বৃদ্ধিতে মানুষ সহজেই কিসে আক্রান্ত হয়?

ক. রোগে খ. জীবাণুতে

গ. ছত্রাকে ঘ. ব্যাকটেরিয়ায়

উত্তর : ক. রোগে

৪১. কোনটি বেশি হলে জীবাণু দ্রম্নত ছড়ায়?

ক. জনসংখ্যার ঘনত্ব খ. জনসংখ্যা সমস্যা

গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. জন্মহার

উত্তর :ক. জনসংখ্যার ঘনত্ব

৪২. কোনটির জন্য বাস্তুসংস্থানের পরিবর্তন হয়?

ক. বনভূমি সৃষ্টি খ. বনভূমি ধ্বংস

গ. বনভূমি বৃদ্ধি ঘ. বনভূমি সংরক্ষণ

উত্তর :খ. বনভূমি ধ্বংস

৪৩. কেন বাংলাদেশের জীববৈচিত্র্য হ্রাস পায়?

ক. বাড়িঘর তৈরি জন্য খ. রাস্তা-ঘাট তৈরির জন্য

গ. বনজঙ্গল ধ্বংসের জন্য ঘ. স্কুলঘর নির্মাণের জন্য

উত্তর :গ. বনজঙ্গল ধ্বংসের জন্য

৪৪. জনসংখ্যা বৃদ্ধি কোনটির উপর ব্যাপক প্রভাব ফেলে?

ক. প্রাকৃতিক সম্পদ খ. পরিবেশ

গ. পশু-পাখি ঘ. রাস্তাঘাট

উত্তর :খ. পরিবেশ

৪৫. বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণের জন্য কৃষি জমিতে কোনটির ব্যবহার বাড়ছে?

ক. পানি খ. জৈব সার

গ. রাসায়নিক সার ঘ. পাওয়ার টিলার

উত্তর :গ. রাসায়নিক সার

৪৬. জীব ধীরে ধীরে বিলুপ্ত হয় কোনটি ধ্বংসের প্রভাবে?

ক. বাসস্থান খ. বনভূমি

গ. ভূমিক্ষয় ঘ. ভূমিধ্বস

উত্তর :খ. বনভূমি

৪৭. বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনটি?

ক. বনভূমির স্বল্পতা খ. রাস্তাঘাটের স্বল্পতা

গ. অধিক জনসংখ্যা ঘ. পরিবেশ দূষণ

উত্তর :গ. অধিক জনসংখ্যা

৪৮. মানুষ কোনটিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে?

ক. যানবাহনে খ. বাড়িঘর তৈরিতে

গ. সার তৈরিতে ঘ. কীটনাশক তৈরিতে

উত্তর :ক. যানবাহনে

৪৯. বর্তমান মানুষ কিসের পরিবর্তে সৌরশক্তি ও পারমাণবিক শক্তি ব্যবহার করছে?

ক. সিলিকন, অ্যান্টিমনি, নিয়ন

\হখ. আলো, বায়ু, পানি

গ. তেল, গ্যাস, কয়লা

ঘ. খাদ্য, বস্ত্র বাসস্থান

উত্তর :গ. তেল, গ্যাস, কয়লা

৫০. মানুষের মৌলিক চাহিদা কোনগুলো?

ক. রাস্তাঘাট ও যানবাহন খ. শিক্ষা ও বাসস্থান

গ. উদ্ভিদ ও প্রাণিজগৎ ঘ. বইখাতা ও বিদ্যালয়

উত্তর :খ. শিক্ষা ও বাসস্থান

৫১. কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি হয়েছে কীভাবে?

ক. সরকারি প্রচেষ্টায় খ. জনশক্তি বৃদ্ধির মাধ্যমে

গ. বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগেচ

ঘ. আবাদি জমি বৃদ্ধির কারণে

উত্তর : গ. বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে

৫২. জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যার সমাধান দিতে পারে কোনটি?

ক. মানসম্মত পাঠ্যবই খ. মানসম্মত বিজ্ঞান শিক্ষক

গ. বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ঘ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল

উত্তর :গ. বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা

৫৩. 'হাইব্রিড' গাড়ি কোনটির ব্যবহার কমাতে ভূমিকা রাখছে?

ক. জীবাশ্ম জ্বালানি খ. ডিজেল

গ. বিদু্যৎ ঘ. ব্যাটারি

উত্তর :ক. জীবাশ্ম জ্বালানি

\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে