প্রশ্ন : উত্তর আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ?
উত্তর : ১৪.৮%।
প্রশ্ন : উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর : পশ্চিম গোলার্ধে।
প্রশ্ন : আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : কানাডা (৯০,৯৩,৫৭০ বর্গ কি.মি.)
প্রশ্ন : লোকসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন : আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর : বারমুডা; (৫২ কি.মি.)।
প্রশ্ন : লোকসংখ্যায় উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর : গ্রানাডা।
প্রশ্ন :উত্তর আমেরিকা কে আবিষ্কার করেন?
উত্তর :ইটালির বিখ্যাত নাবিক কলম্বাস।
প্রশ্ন :কলম্বাস কবে আমেরিকা আবিষ্কার করেন?
উত্তর : ১৪৯২।
প্রশ্ন : উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসী কাদের বংশধর?
উত্তর :ইউরোপীয়দের।
প্রশ্ন :এস্কিমোরা কোথায় বসবাস করে?
উত্তর : তুন্দ্রা অঞ্চলে।
প্রশ্ন : উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি?
উত্তর :সুপিরিয়র (৩১,৭০০ বর্গমাইল)।
প্রশ্ন :উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
উত্তর :মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)।
প্রশ্ন : উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি?
উত্তর : ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.)।
প্রশ্ন : উত্তর আমেরিকার আদি অধিবাসীদের নাম কী?
উত্তর : রেড ইন্ডিয়ান ও এস্কিমো।
প্রশ্ন : উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৭৫,৬০০ বর্গ কি.মি.)।
প্রশ্ন : উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর : ম্যাককিনলি, যুক্তরাষ্ট্র (উচ্চতা-৬১৯৪ মিটার)।
প্রশ্ন :উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি?
উত্তর :ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র (গভীরতা-৮৫.৯ মিটার)।