পঞ্চম শ্রেণির বিজ্ঞান
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
চতুর্দশ অধ্যায়
১০. আমাদের দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য কোন শিক্ষা গ্রহণ প্রয়োজন বলে তুমি মনে কর?
ক. আরবি শিক্ষা খ. আধুনিক শিক্ষা
গ. বাংলা শিক্ষা ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি
উত্তর :ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি
১১. বেশি খাদ্য শস্য ও ফসল ফলানোর জন্য একই জমি বছরে একাধিকবার চাষ করার ফলে কী ঘটে বলে তোমার মনে হয়?
ক. জমি আগাছানাশক হয়
খ. জমির উর্বরতা নষ্ট হয়
গ. জমির উর্বরতা বাড়ে
ঘ. কর্মসংস্থান সৃষ্টি হয়
উত্তর :খ. জমির উর্বরতা নষ্ট হয়
১২. মাছসহ অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যাওয়ার জন্য তুমি কোনটিকে দায়ী মনে কর?
ক. বায়ু দূষণ খ. পানিদূষণ
গ. মাটি দূষণ ঘ. শব্দ দূষণ
উত্তর :খ. পানিদূষণ
১৩. অপরিকল্পিতভাবে বাড়িঘর ও রাস্তাঘাট তৈরি করতে বনজঙ্গল কাটার ফলে কী হচ্ছে বলে তোমার ধারণা?
ক. জলজ প্রাণী হ্রাস খ. জীববৈচিত্র্য হ্রাস
গ. কার্বন-ডাইঅক্সাইড হ্রাস ঘ. প্রচুর বৃষ্টিপাত
উত্তর :খ. জীববৈচিত্র্য হ্রাস
১৪. একটি দেশের জীববৈচিত্র্য হ্রাস পায় কেন বলে তুমি মনে কর?
ক. বাড়িঘর তৈরির জন্য খ. বনজঙ্গল ধ্বংসের জন্য
গ. স্কুলঘর নির্মাণের জন্য ঘ. রাস্তাঘাট তৈরির জন্য
উত্তর :খ. বনজঙ্গল ধ্বংসের জন্য
১৫. মাটি দূষণ কীভাবে রোধ করা যায়- সে বিষয়ে তোমার মতামত কী?
ক. অধিক মাত্রায় খাদ্যশস্য ফলিয়ে
খ. রাসায়নিক সার ব্যবহার করে
গ. পরিবেশ আইনের বাস্তবায়ন করে
ঘ. কীটনাশক বেশি ব্যবহার করে
উত্তর :গ. পরিবেশ আইনের বাস্তবায়ন করে
১৬. জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যার সমাধান কে দিতে পারে বলে তুমি মনে কর?
ক. মানসম্মত পাঠ্যবই খ. মানসম্মত বিজ্ঞান শিক্ষক
গ. মৌলিক জ্ঞান ও কলাকৌশল ঘ. উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা
উত্তর : ঘ. উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা
১৭. কাঠ, কয়লা, পেট্রোল ইত্যাদি বাতাসে পোড়ালে কী গ্যাস উৎপন্ন হয় তা কি তুমি জানো?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. নাইট্রিক অক্সাইড ঘ. কার্বন-ডাইঅক্সাইড
উত্তর:ঘ. কার্বন ডাইঅক্সাইড
১৮. তোমার দেখা অভিজ্ঞতা অনুযায়ী বাড়তি জনসংখ্যা জীববৈচিত্র্যের ওপর কী প্রভাব বিস্তার করছে?
ক. কর্মসংস্থানের সুযোগ ব্যাহত হচ্ছে
খ. পশুপাখির সংখ্যা হ্রাস পাচ্ছে
গ. কলকারখানার বর্জ্য পানিতে মিশছে
ঘ. মৌলিক চাহিদা পূরণে ব্যাঘাত ঘটছে
উত্তর : খ. পশুপাখির সংখ্যা হ্রাস পাচ্ছে
১৯. বর্তমানে যাতায়াতের জন্য হাইব্রিড গাড়ি উদ্ভাবন করা হয়েছে। উক্ত গাড়ির জ্বালানি কোনটি?
ক. পেট্রোল খ. ডিজেল
গ. তেল ও বিদু্যৎ ঘ. ব্যাটারি
উত্তর :গ. তেল ও বিদু্যৎ
২০. নাফিস এলাকার বিভিন্ন বেকার যুবক দেখে পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলছে। তার কী করা উচিত?
ক. সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়া
খ. লেখাপড়া ছেড়ে দেওয়া
গ. কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া
ঘ. সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা
উত্তর :গ. কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া
২১. বাড়তি জনসংখ্যা জীববৈচিত্র্যের ওপর কী প্রভাব বিস্তার করেছে?
ক. পশুপাখি অভিযোজিত হচ্ছে খ. পশুপাখির সংখ্যা হ্রাস পাচ্ছে
গ. পশুপাখি স্থান ত্যাগ করছে ঘ. নতুন পশুপাখির আগম ঘটে
উত্তর :খ. পশুপাখির সংখ্যা হ্রাস পাচ্ছে
২২. গতকাল আফরোজা সন্তান জন্ম দিয়েছে। শিশুটির প্রথম ও প্রধান মৌলিক চাহিদা কোনটি?
ক. কাপড়-চোপড় খ. থাকার জায়গা
গ. চিকিৎসা ঘ. খাবার
উত্তর :ঘ. খাবার
২৩. কোনটির বিস্তারের মাধ্যমে জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সম্ভব?
ক. কৃষি ও কারিগরি
খ. কম্পিউটার ও চিকিৎসা
গ. কৃষি ও কম্পিউটার
ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা
উত্তর :ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা
২৪. সম্পদের সীমাবদ্ধতা ও স্থানের অপ্রতুলতা কাটিয়ে উঠার একমাত্র পথ কোনটি বলে তুমি মনে কর?
ক. জ্ঞান ও শিক্ষার চর্চা
খ. বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা
গ. আধুনিকতার চর্চা
ঘ. জ্ঞান ও বুদ্ধির চর্চা
উত্তর :খ. বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা
২৫. কোন শক্তির ব্যবহার কমিয়ে আমরা শক্তি সংরক্ষণ ও দূষণ কমাতে পারি?
ক. নবায়নযোগ্য
খ. অনবায়নযোগ্য
গ. সৌরশক্তি ঘ. প্রাকৃতিক শক্তি
উত্তর :খ. অনবায়নযোগ্য
২৬. বাংলাদেশ একটি জনসংখ্যাবহুল দেশ এবং এর সম্পদ সীমিত। তাই দেশে দক্ষ জনসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কী প্রয়োজন?
ক. আবাদি জমি খ. কারিগরি শিক্ষা
গ. উন্নত শিল্পকারখানা ঘ. উন্নত পরিবহন
উত্তর : খ. কারিগরি শিক্ষা
২৭. পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মূল কারণ কোনটি বলে তুমি মনে কর?
ক. গাছ কাটা খ. অধিক যানবাহন
গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. পাহাড় ধ্বংস
উত্তর : গ. জনসংখ্যা বৃদ্ধি
২৮. তোমাদের এলাকায় বনভূমি ধ্বংস করা হচ্ছে এর ফলে কোনটির পরিবর্তন হবে?
ক. বাস্তুসংস্থান খ. আবাসস্থল
গ. খাদ্যশৃঙ্খল ঘ. খাদ্যজাল
উত্তর: ক. বাস্তুসংস্থান
২৯. সম্প্রতি তোমাদের গ্রামের পরিবেশ মারাত্মক দূষিত হয়েছে। এর প্রধান কারণ কোনটি?
ক. বৃক্ষ নিধন খ. মাটি ক্ষয়
গ. জনসংখ্যা বৃদ্ধি ঘ. রাসায়নিক সার ব্যবহার
উত্তর : গ. জনসংখ্যা বৃদ্ধি
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়