দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
একাদশ অধ্যায়
প্রশ্ন :বাংলাদেশের প্রথম কাগজ কল প্রথম কোথায় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : বাংলাদেশের প্রথম কাগজ কল চন্দ্রঘোনায় ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন :বর্তমানে বাংলাদেশে কতটি কাগজকল রয়েছে?
উত্তর : বর্তমানে বাংলাদেশে ৬টি কাগজকল রয়েছে।
প্রশ্ন :বাংলাদেশে প্রথম সার কারখানা কোথায় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : বাংলাদেশে প্রথম সার কারখানা সিলেটের ফেঞ্চুগঞ্জে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন :ঢাকা অঞ্চলে কত ভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প ইউনিট রয়েছে।
উত্তর : ঢাকা অঞ্চলে ৭৫ ভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প ইউনিট রয়েছে।
প্রশ্ন :২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ পোশাক শিল্পে কত বৈদেশিক মুদ্রা আয় করে?
উত্তর : ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ পোশাক শিল্পে ৮০৯০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে।
প্রশ্ন :বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ কোনগুলো?
উত্তর : বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ কৃষি, বনজসম্পদ, তেল, গ্যাস, কয়লা ইত্যাদি।
প্রশ্ন :বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প কোনটি?
উত্তর : কার্পাস বয়নশিল্প বাংলাদেশের দ্বিতীয় প্রধান গুরুত্বপূর্ণ শিল্প।
প্রশ্ন :পোশাক শিল্পকে এখন কী বলা হয়?
উত্তর : পোশাক শিল্পকে এখন বলা হয় 'বিলিয়ন ডলার শিল্প'।
প্রশ্ন :কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পূর্বশর্ত কী?
উত্তর : কোনো দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পূর্বশর্ত হচ্ছে শিল্পায়ন।
প্রশ্ন : কোথায় দুইটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে?
উত্তর : চট্টগ্রাম ও ঢাকা ইপিজেডে দুইটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রশ্ন :বাংলাদেশের পাটশিল্পজাত দ্রব্য কোনগুলো?
উত্তর : বাংলাদেশের পাটশিল্পজাত দ্রব্য হচ্ছে চট, বস্তা, কার্পেট, দড়ি, ব্যাগ, স্যান্ডেল, ম্যাট, পুতুল, শোপিস।
প্রশ্ন : কোথা থেকে বৈদেশিক সহযোগিতায় শিলা উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে?
উত্তর : রংপুরের রাণীপুকুর থেকে বৈদেশিক সহযোগিতায় শিলা উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে।
প্রশ্ন : পোশাক শিল্পে উৎপাদিত পোশাকের নাম লেখ।
উত্তর : পোশাক শিল্পে ট্রাউজার, জিন্স প্যান্ট, স্কার্টস, সোয়েটার, জ্যাকেট, মেয়েদের পুলওভার, কার্ডিগ্যান বস্নাউস, টি-শার্ট প্রভৃতি উৎপাদিত হয়।
প্রশ্ন :প্রখ্যাত চৈনিক পরিব্রাজক কবি হিউয়েন সাং কত শতাব্দীতে বাংলাদেশে এসেছিলেন?
উত্তর : প্রখ্যাত চৈনিক পরিব্রাজক কবি হিউয়েন সাং সপ্তম শতাব্দীতে বাংলাদেশে এসেছিলেন।
প্রশ্ন :নাটোরের দুটি দর্শনীয় স্থানের নাম লিখ।
উত্তর : নাটোরের দুটি দর্শনীয় স্থানের নাম হলো রানি ভবানীর বাড়ি ও দিঘাপাতিয়া রাজবাড়ি (উত্তরা গণভবন)।
প্রশ্ন : বেগম রোকেয়ার বাড়ির ধ্বংসাবশেষ কোথায় অবস্থিত?
উত্তর : বেগম রোকেয়ার বাড়ির ধ্বংসাবশেষ পায়রাবন্দে
অবস্থিত।
প্রশ্ন :কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?
উত্তর : কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোরের সাগরদাড়িতে।
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন :ইক্ষু চাষের অন্যতম পূর্বশর্ত কী?
উত্তর : চিনি উৎপাদনের কাঁচামাল ইক্ষু বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফসল। ইক্ষু চাষের জন্য সমতল ভূমি প্রয়োজন। ইক্ষু উৎপাদনের জন্য ১৯ ক্ক থেকে ৩০ ক্ক সেলসিয়াস উত্তাপ এবং কমপক্ষে ১৫০ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। বেলে দোআঁশ ও কর্দমাময় দোআঁশ মাটিতে ইক্ষু চাষ ভালো হয়।
প্রশ্ন :বনভূমির প্রাকৃতিক গুরুত্ব লেখ।
উত্তর : পরিবেশের উপাদান বায়ু, পানি, মাটি, উদ্ভিদ, প্রাণী ও মানুষ একে অপরের ওপর নির্ভরশীল। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পরিবেশের একটি উপাদান বনভূমি গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণ রোধ, ভূমির উর্বরতা বৃদ্ধি, ভূমির ক্ষয়রোধ, মরুকরণ প্রক্রিয়া রোধ, বন্যা নিয়ন্ত্রণ, ঝড়-তুফানের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা, আর্দ্রতা নিয়ন্ত্রণ ও বৃষ্টিপাত সংঘটন এবং গ্রিনহাউস গ্যাস প্রতিরোধের মাধ্যমে বনভূমি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
প্রশ্ন :বনজ সম্পদের মাধ্যমে কীভাবে শিল্পের উন্নয়ন ঘটেছে?
উত্তর : বাংলাদেশে বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের ভূমিকা অপরিহার্য। বাংলাদেশে কাগজ, রেয়ন, দিয়াশলাই, ফাইবার বোর্ড, খেলনার সরঞ্জাম প্রভৃতির উৎপাদন কাজে বনজসম্পদ ব্যবহৃত হয়ে শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করেছে। কর্ণফুলী কাগজকল, খুলনার নিউজপ্রিন্ট কারখানা বনজ সম্পদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।