পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
ত্রয়োদশ অধ্যায় ৩৫. কোনটি প্রাকৃতিক সম্পদ? ক. কাচ খ. বিদু্যৎ গ. কাগজ ঘ. জীবাশ্ম জ্বালানি উত্তর :ঘ. জীবাশ্ম জ্বালানি ৩৬. উইন্ডমিল কী কাজে ব্যবহার করা হয়? ক. গাড়ি নির্মাণ খ. লোহা উৎপাদন গ. বিদু্যৎ উৎপাদন ঘ. কাচ তৈরি উত্তর :গ. বিদু্যৎ উৎপাদনচ ৩৭. নিচের কোনটি নির্মল জ্বালানির উৎস? ক. বায়ু খ. গাছপালা গ. কয়লা ঘ. গ্যাস উত্তর :ক. বায়ু ৩৮. বালি পাওয়া যায় কোথায়? ক. আকাশে খ. পাতালে গ. প্রকৃতিতে ঘ. বায়ুতে উত্তর :গ. প্রকৃতিতে ৩৯. কাচ তৈরি হয় কোনটি থেকে? ক. মাটি খ. বালি গ. বায়ু ঘ. চুনাপাথর উত্তর :খ. বালিচ ৪০. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি? ক. প্রাকৃতিক গ্যাস খ. বায়ু গ. ডিজেল ঘ. কয়লা উত্তর :খ. বায়ু ৪১. কোনটি অনবায়নযোগ্য সম্পদ? ক. সূর্যের আলো খ. পানির স্রোত গ. বায়ু প্রবাহ ঘ. কয়লা উত্তর :ঘ. কয়লা ৪২. উইন্ডমিলের কোনটি ঘোরানোর মাধ্যমে বায়ু প্রবাহ থেকে বিদু্যৎ উৎপন্ন হয়? ক. কাঁটা খ. দন্ড গ. পাখা ঘ. চরকা উত্তর :গ. পাখা ৪৩. সবচেয়ে গরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কী? ক. চুনাপাথর খ. সূর্যরশ্মি গ. কয়লা ঘ. প্রাকৃতিক গ্যাস উত্তর :খ. সূর্যরশ্মি ৪৪. সৌর শক্তিকে বৈদু্যতিক শক্তিতে রূপান্তরিত করা হয় কোথায়? ক. সৌর প্যানেলে খ. টারবাইনে গ. কারখানায় ঘ. উইন্ড মিলে উত্তর : ক. সৌর প্যানেলে ৪৫. সৌর বিদু্যৎ ব্যবহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি? ক. খরচ কম হয় খ. পরিবেশের কোনো ক্ষতি হয় না গ. সহজে বহন করা যায় ঘ. কোনো যন্ত্রপাতি লাগে না উত্তর : খ. পরিবেশের কোনো ক্ষতি হয় না চতুর্দশ অধ্যায় ১. নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা? ক. বিনোদন খ. খাদ্য গ. হাইব্রিড গাড়ি ঘ. খেলাধুলা উত্তর : খ. খাদ্য ২. জনসংখ্যার ঘনত্ব হলো- ক. প্রতি একক জায়গায় লোকসংখ্যা খ. প্রতি মানুষের জন্য ভূমির পরিমাণ গ. প্রতি একক ক্ষেত্রফলে মানুষের ওজন ঘ. প্রতি মানুষের ওজনের জন্য ভূমির পরিমাণ উত্তর : ক. প্রতি একক জায়গায় লোকসংখ্যা ৩. কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? ক. পানি খ. গাছ গ. বাতাস ঘ. কয়লা উত্তর : ঘ. কয়লা ৪. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে? ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. জনসংখ্যা বৃদ্ধি গ. ভূমিকম্প ঘ. ভূমিক্ষয় উত্তর : ক. বৈশ্বিক উষ্ণায়ন ৫. রানীনগর ইউনিয়নের ক্ষেত্রফল ৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব ১৫২৫ জন হলে মোট জনসংখ্যা কত? ক. ১০৬৭৫ খ. ১৬০৭৫ গ. ১৬৭০৫ ঘ. ১৭০৬৫ উত্তর : ক. ১০৬৭৫ ৬. তোমাদের গ্রামে ১৯৯০ সালে লোকসংখ্যা ছিল ১৫০০ জন যা ২০১৫ সালে বেড়ে হয়েছে ৬০০০ জন। তাহলে জনসংখ্যা কতগুণ বেড়েছে? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উত্তর : গ. ৪ ৭. আবুল সাহেব গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হয়। এতে কী দূষিত হয়? ক. পানি খ. মাটি গ. বায়ু ঘ. শব্দ উত্তর :গ. বায়ু ৮. তোমাদের এলাকায় বেশ কয়েকটি ইটের ভাটা রয়েছে। এখানে যা ঘটতে পারে- ক. জলজ প্রাণীর মৃতু্য খ. নদী ভাঙন গ. গাছাপলা বৃদ্ধি ঘ. এসিড বৃষ্টি উত্তর :ঘ. এসিড বৃষ্টি ৯. তোমার এলাকায় যদি ইটের ভাটা, শিল্প ইত্যাদি স্থাপন করা হয়। তবে কোনটি ধ্বংস হবে? ক. পশুপাখি খ. জমি গ. বাড়িঘর ঘ. বনজঙ্গল উত্তর : ঘ. বনজঙ্গল হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়