সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : মার্টিন লুথার সংস্কার শুরু করেন- উত্তর :১৫১৭ সালে প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল- উত্তর :১৯৪৫ প্রশ্ন :চেঙ্গিস খান এশিয়া জয় শুরু করেন- উত্তর :১২০৬ সালে প্রশ্ন :বুদ্ধের জন্ম- উত্তর :৪৮৬ইঈ প্রশ্ন : ওশেনিয়া কাকে বলে? উত্তর :দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে। প্রশ্ন :ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত? উত্তর : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া। প্রশ্ন :ওশেনিয়া মহাদেশের আয়তন কত? উত্তর :৮৪,২৮,৭০২ বর্গ কি.মি.। প্রশ্ন :ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি? উত্তর :অস্ট্রেলিয়া। প্রশ্ন :ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তর :নাউরু (২১ বর্গ কি.মি.)। প্রশ্ন :অস্ট্রেলিয়ার আয়তন কত? উত্তর :৭৬,১৭,৯৩০ বর্গ কি.মি.। প্রশ্ন :বিচিত্র জীব-জন্তু ক্যাঙ্গারু, পস্নাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায়? উত্তর :অস্ট্রেলিয়া। প্রশ্ন :ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি? উত্তর : মারে ডালিং, অস্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.)। প্রশ্ন :ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর :কোসিয়াস্কা, অস্ট্রেলিয়া (২২২৮.১ মিটার)। প্রশ্ন :ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি? উত্তর :লেক আয়ার (১৫.৮ মিটার)। প্রশ্ন :গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত? উত্তর :প্রশান্ত মহাসাগরে। প্রশ্ন :অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত? উত্তর :দক্ষিণ গোলার্ধে। প্রশ্ন :ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি? উত্তর :নিউগিনি (৭,৮৫,০০০ বর্গ কি.মি.)। প্রশ্ন :তাহিতি, সামোয়া, ইস্টার, টোঙ্গা ও টওমোতু প্রভৃতি দ্বীপগুলোকে কি বলে? উত্তর :পলিনেশিয়া। প্রশ্ন :সান্তাক্রুজ, ফিজি, নিউগিনি, বিসমার্ক, সলোমান, নিউক্যালিডোনিয়া নিয়ে গঠিত হয়েছে? উত্তর :মেলেনিশিয়া। প্রশ্ন :মার্শাল, ক্যারোলিনা, মেরিয়ানা নিয়ে গঠিত হয়েছে? উত্তর :মাইক্রোনেশিয়া।