ত্রয়োদশ অধ্যায়
১৬. কাচ, কোদাল, পানি, চাল, ডাল, আলো ও বায়ু এ তালিকার কোনটি কৃত্রিম সম্পদ?
ক. কাঠ ও পানি খ. চাল ও ডাল
গ. কাচ ও কোদাল ঘ. আলো ও বায়ু
উত্তর :গ. কাচ ও কোদাল
১৭. গ্যাস, তেল, পানি, বায়ু, কয়লা, চুনাপাথর, লোহা ও তামা এ তালিকার কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. গ্যাস ও কয়লা খ. তেল ও চুনাপাথর
গ. লোহা ও তামা ঘ. পানি ও বায়ু
উত্তর :ঘ. পানি ও বায়ু
১৮. আমাদের উপকূলীয় এলাকায় সবুজ শক্তি ব্যবহারের সম্ভাবনা কোনটি হতে পারে?
ক. বায়ু শক্তি খ. সৌরশক্তি
গ. পানি শক্তি ঘ. জোয়ার ভাটা
উত্তর :ক. বায়ু শক্তি
১৯. নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে আজকাল কী বিবেচনা করা হচ্ছে?
ক. কয়লা ও পেট্রোল খ. ডিজেল ও কেরোসিন
গ. সৌরশক্তি ও সমুদ্রের ঢেউ ঘ. কাঠ ও খড়কুটো
উত্তর :গ. সৌরশক্তি ও সমুদ্রের ঢেউ
২০. ঘুড়ি উড়ানোর সময় কোন শক্তিকে কাজে লাগানো হয়?
ক. তাপ শক্তি খ. বায়ু শক্তি
গ. বিদু্যৎ শক্তি ঘ. সৌরশক্তি
উত্তর :খ. বায়ু শক্তি
২১. সোলার প্যানেলে সৌর শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়?
ক. চুম্বক শক্তি খ. আলোক শক্তি
গ. বিদু্যৎ শক্তি ঘ. তাপশক্তি
উত্তর :গ. বিদু্যৎ শক্তি
২২. কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. তেল খ. পানি
গ. গ্যাস ঘ. জীবাশ্ম জ্বালানি
উত্তর :খ. পানি
২৩. সবুজ শক্তি বলতে বুঝায় কোনটি?
ক. গ্যাস খ. বায়ুপ্রবাহ
গ. তেল ঘ. কয়লা
উত্তর :খ. বায়ুপ্রবাহ
২৪. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. বালু খ. কাচ
গ. লোহা ঘ. কাস্তে
উত্তর : ক. বালু
২৫. কোনটি অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ?
ক. বায়ু খ. কাঠ
গ. তেল ঘ. পানি
উত্তর :গ. তেল
২৬. নিচের কোন দুটি কৃত্রিম সম্পদ?
ক. চেয়ার ও আলমারি খ. মাটি ও পানি
গ. প্রাকৃতিক গ্যাস ও কয়লা ঘ. চুনাপাথর ও সূর্যরশ্মি
উত্তর :ক. চেয়ার ও আলমারি
২৭. বিকল্প জ্বালানি সন্ধানের কারণ কী?
ক. জনসংখ্যার বৃদ্ধি
খ. প্রচলিত শক্তির নিঃশেষ হয়ে যাওয়া
গ. জমির উর্বরতা কমে যাওয়া
ঘ. আবহাওয়ায় বিপর্যয় নেমে আসা
উত্তর :খ. প্রচলিত শক্তির নিঃশেষ হয়ে যাওয়া
২৮. একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় এমন প্রাকৃতিক সম্পদের উদাহরণ কোনটি?
ক. মাটি খ. কয়লা
গ. গাছপালা ঘ. বায়ু
উত্তর :খ. কয়লা
২৯. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক. খনিজ তেল খ. বাড়ি
গ. ইট ঘ. কাচ
উত্তর:ক. খনিজ তেল
৩০. সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৫ ঘ. ৪
উত্তর :ক. ২
৩১. কোনটি মানবসৃষ্ট সম্পদ?
ক. সূর্যের আলো খ. পশুপাখি
গ. গাছপালা ঘ. পস্নাস্টিক
উত্তর :ঘ. পস্নাস্টিক
৩২. আবাহওয়া ও জলবায়ুর ভিন্নতার কারণ কী?
ক. আবহাওয়া খুব দ্রম্নত বা ঘনঘন পরিবর্তন হয়
খ. আবহাওয়া খুব কমই পরিবর্তন হয়
গ. আবহাওয়া দীর্ঘ সময় ধরে পরিবর্তন হয়
ঘ. জলীয় বাষ্পের কারণে জলবায়ু পরিবর্তন হয়
উত্তর :ক. আবহাওয়া খুব দ্রম্নত বা ঘনঘন পরিবর্তন হয়চ
৩৩. মানবসৃষ্ট সম্পদ আসে কোথা থেকে?
ক. গাছ খ. কাঠ
গ. প্রকৃতি ঘ. পস্নাস্টিক
উত্তর :গ. প্রকৃতি
৩৪. সূর্যের আলো কোন ধরনের সম্পদ?
ক. অনবায়নযোগ্য খ. প্রাকৃতিক সম্পদ
গ. কৃত্রিম সম্পদ ঘ. বায়ু সম্পদ
উত্তর :খ. প্রাকৃতিক সম্পদ
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়