বাংলাদেশের নদ-নদী

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
চট্টগ্রাম বিভাগ ফেনী নদী ফেনী ত্রিপুরার পূর্বাঞ্চলীয় পর্বত থেকে উৎপন্ন হয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশের পর নদীটি খাগড়াছড়ি জেলার রামগড়, চট্টগ্রামের ফটিকছড়ি ও মিরসরাই এবং ফেনী জেলার ছাগলনাইয়া, ফেনী সদর ও সোনাগাজী উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। প্রবাহপথের অনেকটুকু জুড়েই নদীটি চট্টগ্রাম ও ফেনী জেলার সীমান্ত বরাবর প্রবাহিত হয়েছে। নদীটির মোট দৈর্ঘ্য ১১৬ কিমি। বাপাউবো ৬টি জলপরিমাপন কেন্দ্রের মাধ্যমে নদীটির পানির স্তর সম্পর্কিত উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করে। কুতুবদিয়া চ্যানেল কুতুবদিয়া চ্যানেল বাংলাদেশের মূল ভূখন্ড (কক্সবাজার) এবং উপকূলবর্তী দ্বীপ কুতুবদিয়ার মধ্যবর্তী নদীখাতটি কুতুবদিয়া চ্যানেল নামে পরিচিত। এর দৈর্ঘ্য ২৪ কিমি। নদীখাতটির উভয় প্রান্ত বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত। মহেশখালী চ্যানেল মহেশখালী চ্যানেল বাংলাদেশের মূল ভূখন্ড (কক্সবাজার) এবং মহেশখালী দ্বীপের মধ্যবর্তী নদীখাতটির নাম মহেশখালী চ্যানেল। নদীখাতটি মাতামুহুরী নদী ও এর উপনদীসমূহ এবং ভারুয়াখালি খাল, বড়া মাতামুহুরী, মংলা খাল, মানিকছড়ি খাল ইত্যাদিসহ অন্যান্য কিছুসংখ্যক ছোট ছোট নদীর সম্মিলিত প্রবাহ বহন করে। নদী খাতটির দৈর্ঘ্য ৩৫ কিমি এবং এটি বঙ্গোপসাগরের সঙ্গে সংযুক্ত।