পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
দ্বাদশ অধ্যায় ৫৯. গ্রিন হাউজ প্রভাবের ফলে- ক. গাছপালা বৃদ্ধি পাচ্ছে খ. জলবায়ু পরিবর্তন হচ্ছে গ. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ঘ. পুকুরের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে উত্তর : খ. জলবায়ু পরিবর্তন হচ্ছে ৬০. প্রতিকূল অবস্থায় নিজেকে ধাপ খাইয়ে নেওয়ার উপায়কে কী বলা হয়? ক. অভিবাসন খ. পরিব্যাপ্তি গ. অভিক্ষেপণ ঘ. অভিযোজন উত্তর : ঘ. অভিযোজন ৬১. বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে কোনটি হয়? ক. জলবায়ুর পরিবর্তন খ. আবহাওয়ার পরিবর্তন গ. আর্দ্রতার পরিবর্তন ঘ. জলোচ্ছ্বাস উত্তর : ক. জলবায়ুর পরিবর্তন ৬২. বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টিতে কোনটির পরিবর্তন প্রধান ভূমিকা পালন করে? ক. আর্দ্রতা খ. আবহাওয়া গ. জলবায়ু ঘ. জলোচ্ছ্বাস উত্তর : গ. জলবায়ু ত্রয়োদশ অধ্যায় ১. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ? ক. বালি খ. কাগজ গ. কাচ ঘ. বিদু্যৎ উত্তর : ক. বালি ২. কোন সম্পদটি সীমিত? ক. সূর্যের আলো খ. কয়লা গ. বায়ু ঘ. পানি উত্তর : খ. কয়লাচ ৩. সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? ক. সৌর প্যানেল খ. টারবাইন গ. বাঁধ ঘ. বৈদু্যতিক পাখা উত্তর : ক. সৌর প্যানেল ৪. নিচের কোনটি মানবসৃষ্ট সম্পদ? ক. পাথর খ. পশুপাখি গ. গাছপাখি ঘ. কাচ উত্তর : ঘ. কাচ ৫. নির্বিচারে গাছ কাটার ফলে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে, এ সমস্যা সমাধানে তুমি কী করবে? ক. গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করবে খ. কাঠের আসবাবপত্র বর্জন করবে গ. রান্নার কাজে কাঠের ব্যবহার বন্ধ করবে ঘ. বৃক্ষ রোপণ করার জন্য জনগণকে সচেতন করবে উত্তর : ঘ. বৃক্ষ রোপণ করার জন্য জনগণকে সচেতন করবে ৬. নিচের কোন সারির প্রাকৃতিক সম্পদগুলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ? ক. ধাতু, কয়লা ও প্রাকৃতিক গ্যাস খ. গাছপালা, পশুপাখি ও খনিজ দ্রব্য গ. পানি, বায়ু ও সৌরশক্তি ঘ. পানি, বায়ু ও তেল উত্তর : গ. পানি, বায়ু ও সৌরশক্তি ৭. তোমার বন্ধু নাহিদ গ্রামে বাস করে। তাদের অনেক গরু ও ছাগল আছে। গরু ও ছাগলের গোবরগুলো কী করা উচিত? ক. সার হিসেবে ব্যবহার করা খ. পুড়িয়ে ফেলা গ. শুকিয়ে সংরক্ষণ করা ঘ. পুকুরে বা নদীতে ফেলে দেয়া উত্তর : ক. সার হিসেবে ব্যবহার করা ৮. দৈনন্দিন জীবনে লেখাপড়ার জন্য কাগজ, কলম পেনসিল ব্যবহার করা হয়। এগুলো কোন ধরনের সম্পদ? ক. প্রাকৃতিক সম্পদ খ. মানবসৃষ্ট সম্পদ গ. কৃত্রিম সম্পদ ঘ. সম্পদের বিকল্প উৎস উত্তর : খ. মানবসৃষ্ট সম্পদ ৯. দৌলতপুর একটি গ্রাম যেখানে বিদু্যৎ নেই। এজন্য গ্রামবাসী সম্পদের বিকল্প উৎস থেকে বিদু্যৎ শক্তি পায়। কীভাবে গ্রামবাসী বিদু্যৎ পায় বলে তুমি মনে কর? ক. উইন্ডমিল খ. সৌর প্যানেল গ. সৌর চুলিস্ন ঘ. জীবাশ্ম জ্বালানি উত্তর : খ. সৌর প্যানেল ১০. তুলি বাড়িতে রান্নার জন্য ক্লিনহিট গ্যাস ব্যবহার করে। এ গ্যাস কোন ধরনের সম্পদ? ক. কৃত্রিম খ. অনবায়নযোগ্য গ. মানবসৃষ্ট ঘ. নবায়নযোগ্য উত্তর : খ. অনবায়নযোগ্য ১১. পদ্মা নদীর চরে প্রচুর বালি পাওয়া যায়। এটি কোন ধরনের সম্পদ? ক. জীবাশ্ম খ. উদ্ভিজ্জ গ. প্রাকৃতিক ঘ. মানবসৃষ্ট উত্তর : গ. প্রাকৃতিক ১২. তোমার বাড়ির জানালায় যে কাচ রয়েছে তা কী দিয়ে তৈরি? ক. তন্তু খ. পস্নাস্টিক গ. বালুকণা ঘ. সার উত্তর : গ. বালুকণা ১৩. আমরা বায়ু, পানি, খাদ্য ছাড়া বাঁচতে পারি না। এসবের উৎস কী? ক. প্রকৃতি খ. কলকারখানা গ. পরিবার ঘ. মানুষ উত্তর : ক. প্রকৃতি ১৪. প্রকৃতিতে কিছু সম্পদ আছে যা ব্যবহার করতে থাকলে এক সময় ফুরিয়ে যাবে। এ ধরনের সম্পদকে কী বলে? ক. নবায়নযোগ্য সম্পদ খ. অনবায়নযোগ্য সম্পদ গ. প্রাকৃতিক সম্পদ ঘ. মানবসৃষ্ট সম্পদ উত্তর : খ. অনবায়নযোগ্য সম্পদ ১৫. মাহিদের বাড়িতে গত সপ্তাহে সৌর প্যানেল কেনা হয়েছে। এখন তারা টিভি, বাতি ইত্যাদি সৌর প্যানেলের সাহায্যে চালাতে পারে। বস্তুটি থেকে কী ধরনের সম্পদ পাওয়া যায়? ক. মানবসৃষ্ট সম্পদ খ. অর্থনৈতিক সম্পদ গ. নবায়নযোগ্য সম্পদ ঘ. অনবায়নযোগ্য সম্পদ উত্তর : গ. নবায়নযোগ্য সম্পদ পরবর্তী অংশ আগামী সংখ্যায়