চট্টগ্রাম বিভাগ
চিংগ্রী নদী
চিংগ্রী ত্রিপুরার (ভারত) পূর্বাঞ্চলীয় পাহাড় শ্রেণি থেকে উৎসারিত কিছুসংখ্যক ক্ষুদ্র স্রোতধারা খাগড়াছড়ি জেলার পানছড়িতে এসে মিলিত হয়েছে। এ মিলিত প্রবাহ চিংগ্রী নামে পরিচিত। এ পাহাড়ি নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পানছড়ি, খাগড়াছড়ি, মহালছড়ির মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার কাছে কাপ্তাই লেকে পতিত হয়েছে। নদীটি খরস্রোতা এবং দৈর্ঘ্য প্রায় ৮৫ কিমি।
ঈদগাঁও নদী
ঈদগাঁও নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের বান্দরবান ও কক্সবাজার জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪১ কিলোমিটার, গড় প্রস্থ ১১০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
নদীটি ঈদগড় ইউনিয়ন হতে প্রবাহিত হয়ে মহেশখালী চ্যানেলে পতিত হয়েছে।
মাতামুহুরী
মাতামুহুরী বান্দরবান জেলাধীন আলিকদম উপজেলায় অবস্থিত ময়ভার পাহাড় থেকে উৎসারিত একটি খরস্রোতা নদী। নদীটি বান্দরবান জেলার আলিকদম ও লামা উপজেলা এবং কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার মধ্য দিয়ে উত্তর পশ্চিমাভিমুখে প্রবাহিত হয়ে সাফলাপুরের (চকোরিয়া, কক্সবাজার) কাছে মহেশখালী চ্যানেলে পতিত হয়েছে। মাতামুহুরীর মোট দৈর্ঘ্য ১৪৮ কিমি। ইয়াঞ্চা খাল এবং রামু খাল মাতামুহুরীর ২টি গুরুত্বপূর্ণ উপনদী। বাপাউবো ২টি জলপরিমাপন কেন্দ্রের মাধ্যমে এ নদীর পানির স্তর সম্পর্কিত উপাত্ত সংগ্রহ করে।
নাফ নদী
নাফ দেশের সর্ব দক্ষিণে মায়ানমার ও বাংলাদেশের মধ্যকার সীমান্তরেখা বরাবর প্রবাহিত ৬২ কিমি দীর্ঘ একটি নদী। নাফ মায়ানমারের উত্তরাঞ্চলীয় পর্বত শ্রেণি থেকে উৎসারিত হয়ে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার পালংখালির কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অতঃপর দক্ষিণদিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ১.৬১ কিমি থেকে ৩.২২ কিমি প্রস্থ বিশিষ্ট এ নদী জোয়ারভাটা প্রবণ।