দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
দশম অধ্যায়
প্রশ্ন :বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর : বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
প্রশ্ন :বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত?
উত্তর : বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন ৯,৪০৫ বর্গকিলোমিটার।
প্রশ্ন :বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
উত্তর : বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
প্রশ্ন :বাংলাদেশের অর্থনৈতিক একান্ত অঞ্চল কত নটিক্যাল মাইল?
উত্তর : বাংলাদেশের অর্থনৈতিক একান্ত অঞ্চল ২০০ নটিক্যাল মাইল।
প্রশ্ন :বাংলাদেশ ২০০৯ সালে কোথায় জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মিয়ানমারের বিপক্ষে মামলা করে?
উত্তর : বাংলাদেশ ২০০৯ সালে জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জার্মানির হামবুর্গ আদালতে মায়ানমারের বিপক্ষে মামলা করে।
প্রশ্ন :বাংলাদেশ কত সালে জলসীমা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে ভারতের বিপক্ষে মামলা করে?
উত্তর : বাংলাদেশ ১৪ ডিসেম্বর, ২০০৯ সালে জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে মিয়ানমারের বিপক্ষে মামলা করে।
প্রশ্ন : কোন তারিখে বাংলাদেশের জলসীমা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জার্মানির হামবুর্গ আদালত মিয়ানমারের বিপক্ষে দায়েরকৃত মামলার রায় প্রদান করে?
উত্তর : ১৪ই মার্চ, ২০১২ সালে জলসীমা নির্ধারণ ও সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জার্মানির হামবুর্গ আদালত মায়ানমারের বিপক্ষে বাংলাদেশের দায়েরকৃত মামলার রায় প্রদান করে।
প্রশ্ন :মায়ানমারের বিপক্ষে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশ কত নটিক্যাল মাইল রাষ্ট্রাধীন সমুদ্র এলাকা লাভ করে?
উত্তর : মিয়ানমারের বিপক্ষে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশ ১২ নটিক্যাল মাইল রাষ্ট্রাধীন সমুদ্র এলাকা লাভ করে।
প্রশ্ন : মিয়ানমারের বিপক্ষে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশ কত নটিক্যাল মাইল একান্ত অর্থনৈতিক অঞ্চল লাভ করে?
উত্তর : মিয়ানমারের বিপক্ষে দায়ের করা মামলার রায়ে বাংলাদেশ ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা একান্ত অর্থনৈতিক অঞ্চল লাভ করে।
প্রশ্ন :উপকূল থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত সাগরের তলদেশে বাংলাদেশের মহীসোপান রয়েছে?
উত্তর : উপকূল থেকে ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত সাগরের তলদেশে বাংলাদেশের মহীসোপান রয়েছে।
প্রশ্ন :ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য কত?
উত্তর : ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
প্রশ্ন :বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য কত?
উত্তর : বাংলাদেশ-মায়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার।
প্রশ্ন : বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত?
উত্তর : বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
প্রশ্ন :ভূপ্রকৃতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
উত্তর : ভূপ্রকৃতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা : ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ; ২. পস্নাইস্টোসিনকালের সোপানসমূহ ও ৩. সাম্প্রতিককালের পস্নাবন সমভূমি।
প্রশ্ন :টারশিয়ারি যুগের পাহাড়সমুহকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : টারশিয়ারি যুগের পাহাড়সমুহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা : ক. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং খ. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
প্রশ্ন : কিওক্রাডং পাহাড়ের উচ্চতা কত?
উত্তর : কিওক্রাডং পাহাড়ের উচ্চতা ১,২৩০ মিটার।
প্রশ্ন :তাজিনডং (বিজয়) পাহাড়ের উচ্চতা কত?
উত্তর : তাজিনডং (বিজয়) পাহাড়ের উচ্চতা ১,২৩১ মিটার।
প্রশ্ন : তাজিনডং পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তর : তাজিনডং পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত।
প্রশ্ন :বাংলাদেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা কত?
উত্তর : বাংলাদেশে উত্তর-উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা ৩০ থেকে ৯০ মিটার।
প্রশ :ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?
উত্তর : ভাওয়ালের গড় টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় অবস্থিত।
প্রশ্ন :সাম্প্রতিককালের পস্নাবন সমভূমির আয়তন কত?
উত্তর : সাম্প্রতিককালের পস্নাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার।
প্রশ্ন :সমুদ্র সমতল থেকে ময়মনসিংহের উচ্চতা কত?
উত্তর : সমুদ্র সমতল থেকে ময়মনসিংহের উচ্চতা ১৮ মিটার।
প্রশ্ন :সমুদ্র সমতল থেকে নারায়ণগঞ্জের উচ্চতা কত?
উত্তর : সমুদ্র সমতল থেকে নারায়ণগঞ্জের উচ্চতা ৮ মিটার।
প্রশ্ন :কোন কোন জেলা নিয়ে স্রোতজ সমভূমি গঠিত?
উত্তর : খুলনা ও পটুয়াখালি অঞ্চল এবং বরগুনা জেলার কিয়দংশ নিয়ে স্রোতজ সমভূমি গঠিত।
প্রশ্ন : কোন কোন অঞ্চল নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত?
উত্তর : ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে বদ্বীপ সমভূমি গঠিত।
প্রশ্ন :কোন কোন অঞ্চল বন্যা পস্নাবন সমভূমির অন্তর্গত?
উত্তর : ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, কুমিলস্না, নোয়াখালি ও সিলেট বন্যা পস্নাবন সমভূমির অন্তর্গত।
প্রশ্ন : কোন কোন জেলা পাদদেশীয় সমভূমির অন্তর্গত?
উত্তর : রংপুর ও দিনাজপুর পাদদেশীয় সমভূমির অন্তর্গত।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়