জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
পিটার শিলটন
প্রশ্ন : টেলর সুইফটের সর্বশেষ সফরের নাম কী? উত্তর : ইরাস টু্যর প্রশ্ন : ১৯৮৬ এফএ কাপ ফাইনালে কোন ক্লাব জিতেছে? উত্তর : লিভারপুল (তারা এভারটনকে ৩-১ হারায়) প্রশ্ন : কোন খেলোয়াড় তার খেলোয়াড়ী ক্যারিয়ারে ১২৫টি ক্যাপ জিতে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ক্যাপ জয়ের রেকর্ড রাখে? উত্তর : পিটার শিলটন প্রশ্ন : ১৯৯৪/১৯৯৫ প্রিমিয়ার লিগ মৌসুমে টটেনহাম হটস্পারের হয়ে তার ৪১টি লিগ শুরু হওয়ার সময় ১৯৯০, ২০ বা ২১? উত্তর : ২১ প্রশ্ন : ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড কে পরিচালনা করেছিলেন? উত্তর : গিয়েনফ্র্যানকো জোলার প্রশ্ন : স্টকপোর্ট কাউন্টি ডাক নাম কি? উত্তর : হ্যাটার্স (বা কাউন্টি) প্রশ্ন : আর্সেনাল হাইবারি থেকে কোন বছর আমিরাত স্টেডিয়ামে পাড়ি জমান? উত্তর : ২০০৬ প্রশ্ন : স্যার অ্যালেক্স ফার্গুসনের মাঝ নামটি কী? উত্তর : ফেরিত্তয়ালা প্রশ্ন : আপনি কি শেফিল্ড ইউনাইটেড স্ট্রাইকারের নাম বলতে পারেন যিনি ১৯৯২ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ে প্রিমিয়ার লীগে প্রথম গোল করেছিলেন? উত্তর : ব্রায়ান ডিন প্রশ্ন : কোন ল্যাঙ্কাশায়ার দল তাদের হোম গেমস ইউড পার্কে খেলে? উত্তর : বস্ন্যাকবার্ন রোভার্স প্রশ্ন : ১৯৭৭ সালে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব গ্রহণকারী ম্যানেজারের নাম বলতে পারবেন? উত্তর : রন গ্রিনউড প্রশ্ন : ১৯৬২ সালে কোন শিল্পী 'ক্যাম্পবেলের সু্যপ ক্যান' তৈরি করেছিলেন? উত্তর : অ্যান্ডি ডধৎযড়ষ প্রশ্ন : ১৯৫০ সালে 'ফ্যামিলি গ্রম্নপ' তৈরি করেছিলেন কে? উত্তর : হেনরি মুর