শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

দ্বাদশ অধ্যায়

জলবায়ু পরিবর্তন

৩৫. দৈনন্দিন জীবনে কোনটি কমিয়ে কার্বন-ডাইঅক্সাইড নির্গমন কমাতে পারি?

ক. গ্যাসের ব্যবহার খ. শক্তির ব্যবহার

গ. প্রাকৃতিক শক্তি ঘ. জীবাশ্ম জ্বালানি

উত্তর :খ. শক্তির ব্যবহার

৩৬. পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা নির্ণয় করে গড় করার মাধ্যমে কি নির্ণয় করতে পারি?

ক. পৃথিবীর গড় তাপমাত্রা খ. পৃথিবীর গড় উষ্ণতা

গ. পৃথিবীর গড় আর্দ্রতা ঘ. পৃথিবীর গড় জলবায়ু

উত্তর :ক. পৃথিবীর গড় তাপমাত্রা

৩৭. বায়ুচাপ খুব কমে গেলে কী দেখা যায়?

ক. ঝড় খ. বৃষ্টি

গ. তাপ প্রবাহ ঘ. শৈত প্রবাহ

উত্তর :ক. ঝড়

৩৮. বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর কি পরিবর্তন হতে যাচ্ছে?

ক. জলবায়ু খ. পানি

গ. তেল ঘ. গ্যাস

উত্তর :ক. জলবায়ু

৩৯. উঁচু পর্বতের চূড়ায় পানি কীরূপে থাকে?

ক. পানি খ. শিশির

গ. জলীয় বাষ্প ঘ. বরফ

উত্তর :ঘ. বরফ

৪০. নিচের কোন গ্যাসটি গ্রিন হাউজের প্রভাব বৃদ্ধি করে?

ক. হাইড্রোজেন খ. অক্সিজেন

গ. কার্বন-ডাইঅক্সাইড ঘ. নাইট্রোজেন

উত্তর :গ. কার্বন-ডাইঅক্সাইড

৪১. গ্রিন হাউজ কীভাবে কাজ করে?

ক. সূর্যের তাপকে বিকিরিত করে

খ. সূর্যের তাপকে আটকে রেখে

গ. সূর্যের আলোকে আটকে রেখে

ঘ. বায়ুমন্ডলের জলীয় বাষ্পকে ঘনীভূত করে

উত্তর :খ. সূর্যের তাপকে আটকে রেখে

৪২. রাতের বেলা ভূপৃষ্ঠের ছেড়ে দেওয়া কিছু তাপ কিসের কারণে আটকে পড়ে?

ক. গ্রিন হাউজ গ্যাস

খ. সূর্যের তাপ

গ. আর্দ্র আবহাওয়া

ঘ. উষ্ণ বায়ুমন্ডল

উত্তর : ক. গ্রিন হাউজ গ্যাস

৪৩. সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মূল কারণ কী?

ক. অধিক বৃষ্টিপাত

খ. বৈশ্বিক উষ্ণায়ন

গ. ঘন ঘন ভূমিকম্প

ঘ. নির্বিচারে পাহাড় কর্তন

উত্তর : খ. বৈশ্বিক উষ্ণায়ন

৪৪. বায়ুমন্ডলে কার্বন-ডাইঅক্সাইড নির্গত হয় কোথা থেকে?

ক. নবায়নযোগ্য শক্তি থেকে

খ. প্রখর সূর্যতাপ থেকে

গ. জীবাশ্ম জ্বালানি থেকে

ঘ. অতিরিক্ত জলীয়বাষ্প থেকে

উত্তর : গ. জীবাশ্ম জ্বালানি থেকে

৪৫. আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে কী বলা হয়?

ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. জলবায়ু

গ. গড় আবহাওয়া ঘ. গ্রিন হাউজ

উত্তর : খ. জলবায়ু

৪৬. আবহাওয়ার ভিন্নতা কী ধরনের ঘটনা?

ক. প্রাকৃতিক খ. স্বাভাবিক

গ. বিচ্ছিন্ন ঘ. অস্বাভাবিক

উত্তর : খ. স্বাভাবিক

৪৭. কোন স্থানের কোনটি হঠাৎ পরিবর্তন হয় না?

ক. আবহাওয়া খ. আর্দ্রতা

গ. জলবায়ুচ ঘ. উষ্ণতা

উত্তর : গ. জলবায়ু

৪৮. কিসের জন্য আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন ঘটছে?

ক. উষ্ণায়ন খ. বৈশ্বিক উষ্ণায়ন

গ. জলবায়ু পরিবর্তন ঘ. জলবায়ু

উত্তর : খ. বৈশ্বিক উষ্ণায়ন

৪৯. কোনটি বেড়ে যাওয়ার ফলে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক পরিবর্তন ঘটছে?

ক. অক্সিজেন খ. তাপমাত্রা

গ. আর্দ্রতা ঘ. জলবায়ু

উত্তর : খ. তাপমাত্রা

৫০. গ্রিন হাউজ কী?

ক. বাঁশের তৈরি ঘর খ. লোহার তৈরি ঘর

গ. কাঠের তৈরি ঘর ঘ. কাচের তৈরি ঘর

উত্তর : ঘ. কাচের তৈরি ঘর

৫১. জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা কে রাখে?

ক. গাছপালা খ. পশুপাখি

গ. মানুষ ঘ. ভূমিকম্প

উত্তর : গ. মানুষ

৫২. বায়ুমন্ডল হলো-

ক. পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর

খ. পৃথিবীকে ঘিরে থাকা পানির স্তর

গ. পৃথিবীকে বেষ্টিত করে থাকা অক্সিজেনের স্তর

ঘ. পৃথিবীকে বেষ্টিত করে থাকা নাইট্রোজেনের স্তর

উত্তর : ক. পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর

৫৩. দিনের বেলায় সূর্যের আলো কোনটির ভিতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে ও ভূপৃষ্ঠ উত্তপ্ত করে?

ক. পানিমন্ডল খ. বায়ুমন্ডল

গ. তাপমন্ডল ঘ. আলোমন্ডল

উত্তর : খ. বায়ুমন্ডল

৫৪. কখন ভূপৃষ্ঠ থেকে সূর্যের তাপ বায়ুমন্ডল ফিরে আসে?

ক. সকালে খ. বিকালে

গ. রাতে ঘ. সন্ধ্যায়

উত্তর : গ. রাতে

৫৫. বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ কী?

ক. অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি

খ. কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি

গ. জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি

ঘ. নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি

উত্তর : খ. কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি

৫৬. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস নির্গত হয়?

ক. অক্সিজেন খ. কার্বন-ডাইঅক্সাইড

গ. নাইট্রোজেন ঘ. বোরন

উত্তর : খ. কার্বন-ডাইঅক্সাইড

৫৭. কার্বন-ডাইঅক্সাইড বেশি পরিমাণে কি ধরে রেখেছে?

ক. আলো খ. তাপ

গ. বায়ু ঘ. শব্দ

উত্তর : খ. তাপ

৫৮. পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া কী?

ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. জলবায়ু

গ. আবহাওয়া ঘ. উষ্ণতা

উত্তর : ক. বৈশ্বিক উষ্ণায়ন

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে