শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

দ্বাদশ অধ্যায়

জলবায়ু পরিবর্তন

১৭. বৈশ্বিক উষ্ণায়নের জন্য কিছু কিছু গ্যাস দায়ী বলে বিবেচনা করা হয়। সেগুলো হলো-

ক. আর্গন খ. কার্বন

গ. অক্সিজেন ঘ. কার্বন-ডাইঅক্সাইড

উত্তর:ঘ. কার্বন ডাইঅক্সাইড

১৮. বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে-

ক. বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে

খ. মেরু অঞ্চলের বরফ গলছে

গ. ফসল উৎপাদন বাড়ছে

ঘ. পানিতে মাছ বেশি পাওয়া যাচ্ছে

উত্তর :খ. মেরু অঞ্চলের বরফ গলছে

১৯. জলবায়ু পরিবর্তনের জন্য সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ কোনটি বলে তুমি বিবেচনা কর?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. কার্বন-ডাইঅক্সাইড ঘ. কার্বন

উত্তর :গ. কার্বন-ডাইঅক্সাইড

২০. কিছুদিন আগে বাংলাদেশের উপর দিয়ে মহাসেন ঝড় প্রবাহিত হয়। এর থেকে কোনটি উপলব্ধি করা যায়?

ক. জলবায়ুর পরিবর্তন খ. ভূমিকম্প

গ. বজ্রপাত ঘ. কুয়াশা

উত্তর :ক. জলবায়ুর পরিবর্তন

২১. সূর্যের আলোর কিছু অংশ প্রতিফলিত হয় এবং বাকিটা তাপ হিসেবে পৃথিবীতে থেকে যায়। উপরোক্ত ঘটনাটি তুমি অন্য কোন ঘটনার সাথে তুলনা করতে পারবে?

ক. গ্রিন হাউজ খ. কাচের আলমারি

গ. দালান ঘর ঘ. বায়ুমন্ডল

উত্তর :ক. গ্রিন হাউজ

২২. দৈনন্দিন জীবনে বিভিন্ন জ্বালানি পোড়ানো হয়। এর ফলে কোন গ্যাস নির্গত হচ্ছে?

ক. বায়োগ্যাস খ. কার্বন-ডাইঅক্সাইড

গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন

উত্তর :খ. কার্বন ডাইঅক্সাইড

২৩. গ্রিন হাউজ প্রভাবের কারণে পৃথিবী উষ্ণ হচ্ছে। নিচের কোন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এটি কমানো সম্ভব?

ক. বৃক্ষরোপণ খ. মরুকরণ

গ. আশ্রয়কেন্দ্র স্থাপন ঘ. বনজঙ্গল কেটে ফেলা

উত্তর :ক. বৃক্ষরোপণ

২৪. বাংলাদেশ থেকে লন্ডনে বসবাসের জন্য অপি গিয়েছে। সেখানে তার কোনটি করতে হবে?

ক. বসবাস খ. অর্থ উপার্জন

গ. গৃহনির্মাণ ঘ. অভিযোজন

উত্তর :ঘ. অভিযোজন

২৫. জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। এর ফলে কোনটি সৃষ্টি হয়?

ক. প্রাকৃতিক দুর্যোগ খ. ফসলের উৎপাদন বৃদ্ধি

গ. পানিতে মাছ বৃদ্ধি ঘ. প্রাকৃতিক সমস্যা সমাধান

উত্তর :ক. প্রাকৃতিক দুর্যোগ

২৬. দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ, এর মোকাবিলায় কোনটি থাকা প্রয়োজন?

ক. অসর্তকতা খ. পূর্ব-প্রস্তুতি

গ. অসচেতনা ঘ. আশ্রয়কেন্দ্র নির্মাণ

উত্তর :খ. পূর্ব-প্রস্তুতি

২৭. কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দিন দিন বাড়ছে। এগুলো আমরা কোথা থেকে পাই?

ক. গাছ খ. জীবাশ্ম জ্বালানি

গ. কৃত্রিমভাবে ঘ. কারখানা

উত্তর :খ. জীবাশ্ম জ্বালানি

২৮. সুন্দরবনে অনেক উদ্ভিদ বাঁচতে পারে যা অন্য স্থানে পারে না। এর কারণ তুমি কোনটি মনে কর?

ক. লবণাক্ত পরিবেশে বাঁচার অভিযোজন ক্ষমতার জন্য

খ. মাটিতে জন্মায় বলে

গ. উর্বরতার জন্য

ঘ. মরুভূমির জন্য

উত্তর :ক. লবণাক্ত পরিবেশে বাঁচার অভিযোজন ক্ষমতার জন্য

২৯. রূম্পার মা পানের বাটা নিয়ে আসতে বলল। সে চুনের পানিতে ফু দিলে পানি ঘোলা হয়ে গেল। সে তার মাকে জিজ্ঞাসা করলে মা জবাব দেন এটি বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী একটি গ্যাস। এর নাম কী?

ক. জলীয় বাষ্প খ. মিথেন

গ. কার্বন-ডাইঅক্সাইড ঘ. অক্সিজেন

উত্তর :গ. কার্বন-ডাইঅক্সাইডচ

৩০. নাফিসা গ্রিন হাউজ প্রভাবের কথা শুনেছে। যার ফলে বায়ুমন্ডলে কোনটি বেড়ে যাচ্ছে?

ক. তাপমাত্রা খ. তাপ

গ. আর্দ্রতা ঘ. জলীয় বাষ্প

উত্তর :ক. তাপমাত্রা

৩১. পৃথিবীর বায়ুমন্ডলে থাকা একটি গ্যাসকে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী করা হয়। এ গ্যাসটি কী?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. কার্বন-ডাইঅক্সাইড ঘ. আর্গন

উত্তর :গ. কার্বন-ডাইঅক্সাইড

৩২. একটি গ্যাসের নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণায়ন রোধ করা যায়। এই গ্যাসটি কী?

ক. অক্সিজেন খ. কার্বন-ডাইঅক্সাইড

গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন

উত্তর :খ. কার্বন-ডাইঅক্সাইডচ

৩৩. বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের উপকূলীয় অঞ্চলে কোন প্রভাবটি পড়তে শুরু করেছে?

ক. চিংড়ি চাষে মারাত্মক ব্যাঘাত ঘটছে

খ. লোকজন দূষিত পানি পানে বাধ্য হচ্ছে

গ. মিঠা পানির উৎস লবণাক্ত হয়ে যাচ্ছে

ঘ. তীব্র পানি সংকট দেখা যাচ্ছে

উত্তর :গ. মিঠা পানির উৎস লবণাক্ত হয়ে যাচ্ছে

৩৪. বায়ুমন্ডলে কার্বন-ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ কমিয়ে কোনটি কমাতে পারি?

ক. আবহাওয়া পরিবর্তনের ঝুঁকি

খ. আর্দ্রতা পরিবর্তনের ঝুঁকি

গ. উষ্ণতা পরিবর্তনের ঝুঁকি

ঘ. জলবায়ু পরিবর্তনের ঝুঁকিচ

উত্তর :ঘ. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে