দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
অধ্যায়-৬ প্রশ্ন :পৃথিবীর পানিরাশির শতকরা কতভাগ সমুদ্রে রয়েছে? উত্তর : পৃথিবীর পানিরাশির শতকরা ৯৭ ভাগ সমুদ্রে রয়েছে। প্রশ্ন : পৃথিবীর পানিকে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তর : পৃথিবীর পানিকে লবণাক্ত ও মিঠা পানি এই দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রশ্ন :মহাসাগর কাকে বলে? উত্তর : বারিমন্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল পানিরাশিকে মহাসাগর বলে। প্রশ্ন :পৃথিবীতে কতটি মহাসাগর রয়েছে? উত্তর : পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে। প্রশ্ন :পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? উত্তর : পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশ্ন :দক্ষিণ মহাসাগরের অবস্থান লেখো। উত্তর : ৬০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে এন্টার্কটিকার হিমভাগ পর্যন্ত দক্ষিণ মহাসাগরের অবস্থান। প্রশ্ন :পৃথিবীর উত্তর মেরু কোন মহাসাগরে অবস্থান করছে? উত্তর : পৃথিবীর উত্তর মেরু উত্তর মহাসাগরে অবস্থান করছে। প্রশ্ন :এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত কোন মহাসাগর? উত্তর : এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভারত মহাসাগর। প্রশ্ন : হ্রদ কাকে বলে? উত্তর : চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত পানি রাশিকে হ্রদ বলে। প্রশ্ন :পানির মধ্যে প্রতি সেকেন্ডে শব্দ তরঙ্গের গতিবেগ কত? উত্তর : প্রতি সেকেন্ডে শব্দ তরঙ্গ পানির মধ্য দিয়ে প্রায় ১,৪৭৫ মিটার নিচে যায় এবং আবার ফিরে আসে। প্রশ্ন : সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর : সমুদ্রের তলদেশের ভূমিরূপকে পাঁচটি ভাগে ভাগ করা হয়। প্রশ্ন : মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত? উত্তর : মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা ১৫০ মিটার। প্রশ্ন : সমুদ্রে মহীঢালের গভীরতা কত? উত্তর : সমুদ্রে মহীঢালের গভীরতা ২০০ থেকে ৩,০০০ মিটার। প্রশ্ন : গভীর সমুদ্রের গড় গভীরতা কত মিটার? উত্তর : গভীর সমুদ্রের গড় গভীরতা ৫,৪০০ মিটারের অধিক। প্রশ্ন : পৃথিবীর গভীরতম খাত কোনটি? উত্তর : পৃথিবীর গভীরতম খাত গুয়াম দ্বীপের ৩২২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ম্যারিয়ানা খাত। প্রশ্ন : ম্যারিয়ানা খাতের গভীরতা কত? উত্তর : ম্যারিয়ানা খাতের গভীরতা প্রায় ১০,৮৭০ মিটার। প্রশ্ন : আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাতের গভীরতা কত? উত্তর : আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাতের গভীরতা ৮,৫৩৮ মিটার। প্রশ্ন : সমুদ্রস্রোতের প্রধান কারণ কী? উত্তর : সমুদ্রস্রোতের প্রধান কারণ বায়ুপ্রবাহ। প্রশ্ন : উষ্ণতার তারতম্য অনুসারে সমুদ্রস্রোতকে কয়ভাগে ভাগ করা হয়েছে? উত্তর : উষ্ণতার তারতম্য অনুসারে সমুদ্রস্রোতকে দুই ভাগে ভাগ করা হয়েছে- উষ্ণ স্রোত ও শীতল স্রোত। প্রশ্ন : বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত? উত্তর : বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার। প্রশ্ন : কক্সবাজারের উপকূলীয় এলাকায় কী পাওয়া গেছে? উত্তর : কক্সবাজারের উপকূলীয় এলাকায় পারমাণবিক খনিজ জিরকন, মোনাজাইট, ইলমেনাইট, ম্যাগনেটাইট, রিওটাইল ও লিউকক্সেন পাওয়া গেছে। প্রশ্ন : কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? উত্তর : ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। প্রশ্ন : সমুদ্রস্রোতের গতি কোথায় সবচেয়ে বেশি? উত্তর :সমুদ্রস্রোতের গতি সমুদ্রপৃষ্ঠে সবচেয়ে বেশি। প্রশ্ন : মাছের অতি প্রিয় খাদ্য কী? উত্তর : মাছের অতি প্রিয় খাদ্য পস্ন্যাংটন (এক প্রকার অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী)। প্রশ্ন : ভূপৃষ্ঠের তলদেশে পানি কোন অবস্থায় বিরাজ করে? উত্তর : ভূপৃষ্ঠের তলদেশে পানি তরল অবস্থায় বিরাজ করে। প্রশ্ন : ভগ্ন উপকূলবিশিষ্ট মহাসাগর কোনটি? উত্তর : ভগ্ন উপকূলবিশিষ্ট মহাসাগর আটলান্টিক মহাসাগর। প্রশ্ন :মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে কী বলে? উত্তর : মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ঢাল বলে। প্রশ্ন :পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? উত্তর :পৃথিবীর বৃহত্তম মহীসোপান ইউরোপের উত্তর-পশ্চিমে। প্রশ্ন :পানিতে কী করে ঘূর্ণন তৈরি হয়? উত্তর : বায়ুপ্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সঙ্গে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণের জন্য পানিতে ঘূর্ণন তৈরি হয়। প্রশ্ন : সমুদ্রের পানিরাশি কী করে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়? উত্তর : সমুদ্রের উপরের এবং নিমজ্জিত স্রোত একসঙ্গে সঞ্চালন স্রোত তৈরি করে, যার ফলশ্রম্নতিতে পানিরাশি একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়