পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি ৬০. কোনটির ব্যবহার নেশায় পরিণত হয়? ক. বিজ্ঞানের খ. প্রযুক্তির গ. দৈনন্দিন জিনিসপত্রের ঘ. খেলনার উত্তর :খ. প্রযুক্তির ৬১. সিদ্ধান্ত গ্রহণ করতে হলে কয়টি কাজ করতে হয়? ক. ৩ খ. ৪ গ. ২ ঘ. ৫ উত্তর :খ. ৪ ৬২. শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও যাতায়াত এগুলো কী? ক. প্রযুক্তির প্রকারভেদ খ. বিজ্ঞানের প্রকারভেদ গ. প্রযুক্তি ব্যবহারের নানাক্ষেত্র \হঘ. প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের নানা ক্ষেত্র উত্তর :গ. প্রযুক্তি ব্যবহারের নানাক্ষেত্র ৬৩. চাকা কী? ক. সরল প্রযুক্তি খ. কঠিন প্রযুক্তি গ. প্রাচীন প্রযুক্তি ঘ. অত্যাধুনিক প্রযুক্তি উত্তর : গ. প্রাচীন প্রযুক্তি দ্বাদশ অধ্যায় জলবায়ু পরিবর্তন ১. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস? ক. নাইট্রোজেন খ. অক্সিজেন গ. কার্বন-ডাইঅক্সাইড ঘ. হাইড্রোজেন উত্তর :গ. কার্বন-ডাইঅক্সাইড ২. জলবায়ু কীভাবে পরিবর্তিত হয়? ক. হঠাৎ খ. দ্রম্নত গ. মাঝে মাঝে ঘ. ধীরে ধীরে উত্তর :ঘ. ধীরে ধীরে ৩. কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে? ক. কয়লা ও তেলের ব্যবহার খ. সৌর শক্তির ব্যবহার গ. বনভূমি ধ্বংস ঘ. প্রাকৃতিক গ্যাসের ব্যবহার উত্তর : খ. সৌরশক্তির ব্যবহার ৪. নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয়? ক. ঘূর্ণিঝড় খ. হারিকেন গ. কালবৈশাখী ঘ. বন্যা উত্তর :খ. হারিকেন ৫. শীতকালে প্রচন্ড শীতে ঘরের মধ্যে অতিরিক্ত ঠান্ডা অনুভূত হয়। এমতাবস্থায় ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কী করবে? ক. ঘরের ভিতর ব্যায়াম করবে খ. দরজা জানালা খোলা রাখবে গ. রুমের এক প্রান্তে হিটার জ্বালাবে ঘ. রুমে কোন বাতি জ্বলবে না উত্তর : গ. রুমের এক প্রান্তে হিটার জ্বালাবে ৬. বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? ক. হিমালয় পর্বত হতে প্রচুর ঠান্ডা বায়ুর আগমন খ. প্রচুর ঝড় ও বন্যা গ. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঘ. বৃষ্টির অভাবে খরা উত্তর :গ. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ৭. আবাহওয়া ও জলবায়ুর ভিন্নতার কারণ হলো- ক. আবহাওয়ার খুব দ্রম্নত বা ঘনঘন পরিবর্তন হয় খ. আবহাওয়া খুব কমই পরিবর্তন হয় গ. আবহাওয়া দীর্ঘ সময় ধরে পরিবর্তন হয় ঘ. জলীয় বাষ্পের কারণে জলবায়ু পরিবর্তন হয় উত্তর :ক. আবহাওয়ার খুব দ্রম্নত বা ঘনঘন পরিবর্তন হয় ৮. তোমাদের এলাকায় বিশাল অঞ্চলজুড়ে বৃক্ষ নিধন করা হয়েছে। এর ফলাফল কোনটি? ক. অক্সিজেনের উৎপাদন বৃদ্ধি খ. কার্বন-ডাইঅক্সাইড শোষণ হ্রাস গ. কার্বন-ডাইঅক্সাইড উৎপাদন বৃদ্ধি ঘ. এলাকায় নির্মল বায়ু প্রবাহিত হওয়া উত্তর :খ. কার্বন-ডাইঅক্সাইড শোষণ হ্রাস ৯. বৈশ্বিক উষ্ণায়ন কমাতে তুমি কীভাবে অংশগ্রহণ করতে পার? ক. বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে খ. সৌরবিদু্যতের ব্যবহার কমিয়ে গ. বিদু্যৎ উৎপাদন হ্রাস করে ঘ. নির্দিষ্টস্থানে কলকারখানা স্থাপন করে উত্তর : ক. বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ১০. বর্তমান পৃথিবীতে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে তার সাথে তুমি নিজেকে কীভাবে খাপ খাওয়াবে? ক. নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে খ. বৈশ্বিক উষ্ণায়ন রোধের কর্মসূচি নিয়ে গ. জলবায়ু পরিবর্তনের হার কমানোর মাধ্যমে ঘ. পরিবর্তিত পরিস্থিতিতে অভিযোজনের মাধ্যমে উত্তর : ঘ. পরিবর্তিত পরিস্থিতিতে অভিযোজনের মাধ্যমে ১১. তোমার এলাকায় বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে উঠেছে। এখন তুমি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাবে কীভাবে? ক. নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহিত করে খ. জলবায়ুর পরিবর্তন সম্পর্কে গণসচেতনতা তৈরি করে গ. নতুন করে কলকারখানা স্থাপনে বাঁধা দিয়ে ঘ. কলকারখানায় জ্বালানির ব্যবহার কমিয়ে উত্তর : ক. নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহিত করে ১২. তোমাদের এলাকায় ছোট বড় অনেক কলকারখানা, বিদু্যৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। এলাকাটি কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক. বৈশ্বিক উষ্ণায়নে খ. বনায়ন প্রকল্পে গ. জ্বালানি সংরক্ষণে ঘ. বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে উত্তর : ক. বৈশ্বিক উষ্ণায়নে ১৩. শীতকালে উত্তরাঞ্চলে প্রচুর ঠান্ডা পড়ে। এর মূল কারণ কোনটি বলে তুমি মনে কর? ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. আবহাওয়ার পরিবর্তন গ. বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি ঘ. কালবৈশাখীর কারণে উত্তর :খ. আবহাওয়ার পরিবর্তন ১৪. মনে কর তুমি লন্ডনে বসবাস কর। তাহলে লন্ডনের আবহাওয়ার উপাদানগুলোর উলেস্নখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো- ক. আবহাওয়ার পরিবর্তন খ. অপমাত্রার পরিবর্তন গ. জলবায়ুর পরিবর্তন ঘ. জলবায়ু উত্তর :গ. জলবায়ুর পরিবর্তন ১৫. দিন দিন ঢাকার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যার ফলে শীতকালেও শীত অনুভূত হচ্ছে না। এর কারণ কোনটি? ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. আবহাওয়ার পরিবর্তন গ. জলবায়ুর পরিবর্তন ঘ. অবকাঠামোগত উন্নয়ন উত্তর :ক. বৈশ্বিক উষ্ণায়ন ১৬. ডেনমার্ক শীত প্রধান দেশ। ওই দেশে গ্রিন হাউজে গাছপালা কেমন থাকবে? ক. সতেজ খ. নিস্তেজ গ. উষ্ণ ও সজীব ঘ. সজীব উত্তর :গ. উষ্ণ ও সজীব হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়