জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাঁটামস ক্লাব
প্রশ্ন : ব্র্যাডফোর্ড সিটি ফুটবল ক্লাবের ডাক নাম কী? উত্তর :বাঁটামস প্রশ্ন :কোন দল ১৯৯৩, ১৯৯৪ এবং ১৯৯৬ সালে আমেরিকান ফুটবল সুপারবোল জিতেছিল? উত্তর :ডালাস কাউবয়েজ প্রশ্ন :২০০০ এবং ২০০১ সালে কোন গ্রেহাউন্ড ডার্বি জিতেছিল? উত্তর :দ্রম্নত রেঞ্জার প্রশ্ন :কোন টেনিস খেলোয়াড় মারিয়া শারাপাভাকে-২০১২-৩,৬-০ গোলে হারিয়ে ২০১২ লেডিজ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে? উত্তর : ভিক্টোরিয়া আজারেঙ্কা প্রশ্ন : অস্ট্রেলিয়াকে ২০০৩-২০-এ পরাজিত করে ১৭ রাগবি বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডের হয়ে কে অতিরিক্ত সময়ের ড্রপ গোল করেছিলেন? উত্তর :জনি উইলকিনসন প্রশ্ন :১৮৯১ সালে জেমস নাইস্টিথ কোন ক্রীড়া গেমটি আবিষ্কার করেছিলেন? উত্তর :বাস্কেটবল প্রশ্ন :দেশপ্রেতীরা কতবার সুপার বাউলের ফাইনাল খেলায় অংশ নিয়েছে? উত্তর :১১ প্রশ্ন : উইম্বলডন ২০১৭ জিতেছিল ১৪তম বাছাই যারা ফাইনালে ভেনাস উইলিয়ামসকে আশ্চর্যজনকভাবে পরাজিত করেছিল। সে কে? উত্তর :গার্বি মুগুরুজা প্রশ্ন :অলিম্পিক কার্লিং দলে কতজন খেলোয়াড় রয়েছে? উত্তর :চার প্রশ্ন :২০২০ সাল পর্যন্ত, স্নুকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ী সর্বশেষ ওয়েলশম্যান কে ছিলেন? উত্তর :মার্ক উইলিয়ামস প্রশ্ন :কোন আমেরিকান শহরের মেজর লিগ বেসবল দলের নাম কার্ডিনালদের নামে রাখা হয়েছে? উত্তর :সেন্ট লুইস প্রশ্ন :২০০০ সালে গেমগুলোর পুনঃপ্রবর্তনের পর থেকে কোন দেশটি পাঁচটি স্বর্ণপদকসহ অলিম্পিক গ্রীষ্মকালীন গেমস সিঙ্‌েক্রানাইজড সাঁতারে আধিপত্য বিস্তার করেছে? উত্তর :রাশিয়া প্রশ্ন :কানাডিয়ান কনার ম্যাকডাভিড কোন খেলায় উদীয়মান নক্ষত্র? উত্তর :আইস হকি