শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

নবম অধ্যায়

আমাদের জীবনে প্রযুক্তি

৩৪. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?

ক. প্রশ্নকরণ খ. অনুমান

গ. পরীক্ষণ ঘ. পর্যবেক্ষণ

উত্তর :ঘ. পর্যবেক্ষণ

৩৫. বৈজ্ঞানিক পদ্ধতির শেষ ধাপ কোনটি?

ক. পর্যবেক্ষণ খ. পরীক্ষণ

গ. বিনিময় ঘ. সিদ্ধান্ত গ্রহণ

উত্তর :ঘ. সিদ্ধান্ত গ্রহণ

৩৬. নিচের কোনটি বিজ্ঞানের মূল কাজ?

ক. নতুন নতুন যন্ত্র উদ্ভাবন করা

খ. প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করা

গ. বাস্তব সমস্যার সমাধান করা

ঘ. জীবনমান উন্নত করা

উত্তর :গ. বাস্তব সমস্যার সমাধান করা

৩৭. কোনটি প্রযুক্তির মূল লক্ষ্য?

ক. নানা ঘটনার কারণ উদ্ভাবন

খ. বিভিন্ন ঘটনার মধ্যে সম্পর্ক স্থাপন

গ. প্রকৃতি ও বিশ্বজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন

ঘ. বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ

উত্তর :গ. প্রকৃতি ও বিশ্বজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন

৩৮. বাসাবাড়িতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

ক. দূরবীক্ষণ যন্ত্র খ. সেচপাশ

গ. মাইক্রোস্কোপ ঘ. রেফ্রিজারেটর

উত্তর :ঘ. রেফ্রিজারেটর

৩৯. কোনটির জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয়?

ক. বিপুল অর্থ খ. অঢেল ধনসম্পদ

গ. বিলাসিতা ঘ. প্রয়োজনবোধ

উত্তর :ঘ. প্রয়োজনবোধ

৪০. নিচের কোন দুটি নিবিড়ভাবে সম্পর্কিত?

ক. বিজ্ঞান ও প্রযুক্তি খ. জৈবপ্রযুক্তি ও দূরবীক্ষণ যন্ত্র

গ. কৃষিক্ষেত্র ও বৈশ্বিক উষ্ণায়ন ঘ. চিকিৎসাক্ষেত্র ও সরলযন্ত্র

উত্তর :ক. বিজ্ঞান ও প্রযুক্তি

৪১. গাড়ি তৈরিতে কোন বৈজ্ঞানিক জ্ঞানটি কাজে লাগে?

ক. আলোকশক্তি খ. তাপশক্তি

গ. রাসায়নিক শক্তি ঘ. বিদু্যৎশক্তি

উত্তর :গ. রাসায়নিক শক্তি

৪২. প্রাচীনকালে বিজ্ঞানের ভিত্তি ছিল কোনটি?

ক. জীবনকে সহজতর করা

খ. ব্যবহারিক জীবনের সমস্যা সমাধান করা

গ. পরিবেশকে নিয়ন্ত্রণ করা

ঘ. প্রকৃতি সম্পর্কে জানা

উত্তর : ঘ. প্রকৃতি সম্পর্কে জানা

৪৩. প্রযুক্তির উদ্ভাবন করা হয় কীভাবে?

ক. বৈজ্ঞানিক জ্ঞান দ্বারা খ. পূর্ব অভিজ্ঞতা দ্বারা

গ. পর্যবেক্ষণের মাধ্যমে ঘ. পরীক্ষণের মাধ্যমে

উত্তর :ক. বৈজ্ঞানিক জ্ঞান দ্বারা

৪৪. বিজ্ঞানীরা গবেষণার কাজে কোন পদ্ধতি অনুসরণ করেন?

ক. পরীক্ষণ পদ্ধতি খ. বৈজ্ঞানিক পদ্ধতি

গ. বিনিময় পদ্ধতি ঘ. পর্যবেক্ষণ পদ্ধতি

উত্তর :ঘ. পর্যবেক্ষণ পদ্ধতি

৪৫. প্রযুক্তি কী?

ক. যন্ত্রপাতির সমন্বয় খ. বিজ্ঞানের জ্ঞান

গ. বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ঘ. প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান

উত্তর :গ. বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ

৪৬. বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুমান কিসের উপর ভিত্তি করে করা হয়?

ক. পর্যবেক্ষণ খ. বিনিময়

গ. অনুমান ঘ. পূর্ব অভিজ্ঞতা

উত্তর :ঘ. পূর্ব অভিজ্ঞতা

৪৭. পাথরের হাতিয়ার, আগুন, পোশাক কিসের অন্তর্ভুক্ত?

ক. সরল প্রযুক্তি খ. সরল যন্ত্র

গ. বৈজ্ঞানিক পদ্ধতি ঘ. জটিল প্রযুক্তি

উত্তর :ক. সরল প্রযুক্তি

৪৮. বাষ্পীয় ইঞ্জিনের কিসের ক্ষমতাকে কাজে লাগানো হয়?

ক. পেট্রোলের দহন খ. জলীয় বাষ্প

গ. জ্বালানি কয়লা ঘ. প্রাকৃতিক গ্যাস

উত্তর :ক. পেট্রোলের দহন

৪৯. বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণায় কী ব্যবহার করেন?

ক. প্রযুক্তি খ. পূর্ব অভিজ্ঞতা

গ. সঠিক অনুমান ঘ. যথাযথ বিনিময়

উত্তর :খ. পূর্ব অভিজ্ঞতা

৫০. কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক সার কোনটির অন্তর্ভুক্ত?

ক. জৈব প্রযুক্তি খ. অজৈব প্রযুক্তি

গ. রাসায়নিক প্রযুক্তি ঘ. আধুনিক প্রযুক্তি

উত্তর :ক. জৈব প্রযুক্তি

৫১. বৈশ্বিক উষ্ণায়ন কোনটির কারণে ঘটে?

ক. প্রযুক্তির যত্রতত্র ব্যবহার

খ. রাসায়নিক সারের ব্যবহার

গ. কীটনাশকের ব্যবহার

ঘ. কয়লাভিত্তিক বিদু্যৎকেন্দ্র

উত্তর :ক. প্রযুক্তির যত্রতত্র ব্যবহার

৫২. এসিড বৃষ্টি হওয়ার কারণ কোনটি?

ক. প্রযুক্তির যত্রতত্র ব্যবহার

খ. রাসায়নিক সারের ব্যবহার

গ. কীটনাশকের ব্যবহার

ঘ. কয়লাভিত্তিক বিদু্যৎকেন্দ্র

উত্তর :খ. রাসায়নিক সারের ব্যবহার

৫৩. কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মূল কারণ কোনটি?

ক. খাদ্য চাহিদা পূরণ

খ. অধিক মুনাফা অর্জন

গ. ক্ষতিকর পোকা দমন

ঘ. কীটনাশকের ব্যবহার হ্রাস

উত্তর :খ. অধিক মুনাফা অর্জন

৫৪. বিজ্ঞান কী?

ক. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান খ. শক্তি সম্পর্কিত জ্ঞান

গ. জীব সম্পর্কিত জ্ঞান ঘ. জড় সম্পর্কিত জ্ঞান

উত্তর :ক. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান

৫৫. শাবল, কোদাল, লাঙল কী?

ক. অবৈজ্ঞানিক প্রযুক্তি খ. যান্ত্রিক প্রযুক্তি

গ. কৃষি যান্ত্রিক প্রযুক্তি ঘ. কৃষি জৈব প্রযুক্তি

উত্তর :খ. যান্ত্রিক প্রযুক্তি

৫৬. বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয় কীভাবে?

ক. যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে খ. জৈব প্রযুক্তির মাধ্যমে

গ. রাসায়নিক প্রযুক্তির মাধ্যমে ঘ. শিক্ষা প্রযুক্তির মাধ্যমে

উত্তর :খ. জৈব প্রযুক্তির মাধ্যমে

৫৭. ট্রাক্টর ও সেচ পাম্প কী?

ক. প্রাচীন কৃষি যন্ত্রপাতি খ. মধ্যযুগের কৃষি যন্ত্রপাতি

গ. আধুনিক কৃষি যন্ত্রপাতি ঘ. অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি

উত্তর :গ. আধুনিক কৃষি যন্ত্রপাতি

৫৮. আমরা কোনটি পুড়িয়ে বিদু্যৎ উৎপাদন করি?

ক. কয়লা খ. কাঠ

গ. খড় কুটো ঘ. বায়োগ্যাস

উত্তর :ক. কয়লা

৫৯. বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টি কিসের ক্ষতিকর প্রভাব?

ক. শব্দ দূষণ খ. পানি দূষণ

গ. বায়ু দূষণ ঘ. মাটি দূষণ

উত্তর :গ. বায়ু দূষণ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে