শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি
রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

১১. শামসু অধিক ফলনশীল, পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদ চাষ করতে চায়। তাকে ব্যবহার করতে হবে-

ক. যান্ত্রিক প্রযুক্তি খ. রাসায়নিক প্রযুক্তি

গ. জৈব প্রযুক্তি ঘ. অজৈব প্রযুক্তি

উত্তর :গ. জৈব প্রযুক্তি

১২. কৃষক রব মোলস্না বেশি ফলনের আশায় তার জমিতে অধিক রাসায়নিক সার প্রয়োগ করেন। এর প্রভাব কোনটি?

ক. বায়ু দূষণ খ. জীবের ক্ষতি

গ. অধিক ফলন ঘ. স্বল্প সময়ে ফসল উৎপাদন

উত্তর :খ. জীবের ক্ষতি

১৩. রবিন প্রযুক্তি উদ্ভাবন করতে কোনটির ব্যবহার করবে?

ক. প্রাচীন ইতিহাসের জ্ঞান

খ. সাহিত্যের জ্ঞান

গ. বৈজ্ঞানিক জ্ঞান

ঘ. পূর্ব অভিজ্ঞতা

উত্তর :গ. বৈজ্ঞানিক জ্ঞান

১৪. একটি গাড়ি তৈরি করতে নূর উদ্দীনকে কোন বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহার করতে হবে?

ক. তাপ ও যান্ত্রিক শক্তি খ. জলীয় বাষ্প

গ. চৌম্বক শক্তি ঘ. আলো

উত্তর :ক. তাপ ও যান্ত্রিক শক্তি

১৫. সুমাইয়া জাদুঘরে গিয়ে পাথরের হাতিয়ার দেখতে পায়। এটি কী ধরনের প্রযুক্তি?

ক. আধুনিক খ. কৃষি

গ. সরল ঘ. অতিপ্রাচীন

উত্তর :ঘ. অতিপ্রাচীন

১৬. নাহিদ রেলগাডড়িতে চড়ে তার নানাবাড়ি যায়। এ গাড়িতে পূর্বে ব্যবহৃত হতো কোনটি?

ক. সার্চ ইঞ্জিন খ. বাষ্পীয় ইঞ্জিন

গ. বৈদু্যতিক ইঞ্জিন ঘ. মোটর ইঞ্জিন

উত্তর :খ. বাষ্পীয় ইঞ্জিন

১৭. রোজিনার বাবা জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করেন। এর ফলে কোনটি দূষিত হবে?

ক. মাটি খ. পানি

গ. মাটি ও পানি ঘ. বায়ু

উত্তর : গ. মাটি ও পানি

১৮. এক নাগাড়ে কতক্ষণ টেলিভিশন বা কম্পিউটার ব্যবহার করলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে?

ক. দুই ঘণ্টার বেশি খ. তিন ঘণ্টার বেশি

গ. আড়াই ঘণ্টার বেশি ঘ. এক ঘণ্টার বেশি

উত্তর :খ. তিন ঘণ্টার বেশি

১৯. আমরা খাতায় কলম দিয়ে লিখি। এখানে কোনটি ব্যবহৃত হয়েছে?

ক. বিজ্ঞান খ. প্রযুক্তি

গ. অভিজ্ঞতা ঘ. জ্ঞান

উত্তর :খ. প্রযুক্তি

২০. প্রযুক্তি বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। এর কারণ কী?

ক. জীবনের মানোন্নয়ন

খ. সমাজের স্থিতিশীলতা

গ. আত্মিক উন্নয়ন

ঘ. জীবনকে সাজানো

উত্তর :ক. জীবনের মানোন্নয়ন

২১. আফ্রিদির বাবা বিদেশ থেকে একটি দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আসেন। এটি কোন কাজে ব্যবহৃত হয়?

ক. ক্ষুদ্র বস্তু অনুসন্ধান

খ. পানিতে জীবাণু পর্যবেক্ষণ

গ. মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ

ঘ. শিশুদের খেলনা

উত্তর :গ. মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ

২২. পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি। এটি কী?

ক. অনুমান খ. পর্যবেক্ষণ

গ. প্রশ্নকরণ ঘ. বিনিময়

উত্তর :ক. অনুমান

২৩. আমরা কেন কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছি?

ক. কৃষি জমি উর্বর করার জন্য

খ. খাদ্য চাহিদা পূরণের জন্য

গ. খাদ্য ঘাটতির জন্য

ঘ. পরিবেশ দূষণের জন্য

উত্তর :খ. খাদ্য চাহিদা পূরণের জন্য

২৪. আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অন্যদের সাথে কী বিনিময় করি?

ক. প্রাপ্ত ফলাফল খ. সিদ্ধান্ত

গ. প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত ঘ. অনুমান

উত্তর :গ. প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত

২৫. নন্দিনীদের এলাকায় একটি কয়লাভিত্তিক বিদু্যৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এ থেকে কোনটি সৃষ্টি হতে পারে?

ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. খরা

গ. বন্যা ঘ. অনাবৃষ্টি

উত্তর :ক. বৈশ্বিক উষ্ণায়ন

২৬. ১৭০০ সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির অগ্রগতি ছিল খুব ধীর। এ সময় ব্যবহৃত হতো কোনটি?

ক. পাওয়ার টিলার

খ. ট্রাক্টর

গ. লাঙ্গল

ঘ. ফসল কাটার যন্ত্র

উত্তর :গ. লাঙ্গল

২৭. অমিতের বাবা একজন চিকিৎসক। এ ক্ষেত্রে তাঁর প্রয়োজনীয় প্রযুক্তি কোনটি?

ক. দূরবীক্ষণ যন্ত্র খ. এক্সরে

গ.কম্পিউটার ঘ. মোবাইল ফোন

উত্তর :খ. এক্সরে

২৮. কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয়?

ক. শিক্ষা খ. যাতায়াত

গ. কৃষি ঘ. দিন ও রাতের দৈর্ঘ্য

উত্তর : ঘ. দিন ও রাতের দৈর্ঘ্য

২৯. প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন?

ক. আর্থিক সামর্থ্য খ. দৈহিক সামর্থ

গ. বিজ্ঞানের জ্ঞান ঘ. বংশগত পরিচয়

উত্তর :গ. বিজ্ঞানের জ্ঞান

৩০. কোনটি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপস্নব এনেছে?

ক. লিপি খ. ছাপাখানা

গ. টেলিভিশন ঘ. কম্পিউটার

উত্তর :ঘ. কম্পিউটার

৩১. মানুষ কখন সামাজিক জীবন শুরু করেছে?

ক. প্রায় বিশ লাখ বছর আগে

খ. প্রায় পঞ্চাশ হাজার বছর আগে

গ. প্রায় পঁচিশ হাজার বছর আগে

ঘ. প্রায় দশ হাজার বছর আগে

উত্তর :ঘ. প্রায় দশ হাজার বছর আগে

৩২. কৃষি প্রযুক্তির অগ্রগতিকে কয়টি যুগে ভাগ করা যায়?

ক. ৪টি খ. ৫টি

গ. ৩টি ঘ. ৮টি

উত্তর :গ. ৩টি

৩৩. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি?

ক. কম্পিউটার

খ. ইন্টারনেট

গ. পাওয়ার টিলার

ঘ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার

উত্তর :ঘ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে