বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

বায়ান্নের দিনগুলো

প্রশ্ন : অনশন শুরু করার কত দিন পরে বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছিলেন?

উত্তর :পাঁচ-ছয় দিন পরে।

প্রশ্ন :২১ শে ফেব্রম্নয়ারি বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি কীভাবে দিন কাটালেন?

উত্তর :উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে।

প্রশ্ন :ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসে কী দিচ্ছিল?

উত্তর :বিভিন্ন স্স্নোগান দিচ্ছিল।

প্রশ্ন :১৪৪ ধারা দিলেই কী হয়?

উত্তর :গোলমাল হয়।

প্রশ্ন :ছাত্রছাত্রী এক জায়গায় হয়ে কী করে?

উত্তর :স্স্নোগান দেয়।

প্রশ্ন :মাতৃভাষা আন্দোলনে কোন জাতি রক্ত দিয়েছে?

উত্তর :বাঙালি জাতি রক্ত দিয়েছে।

প্রশ্ন :২১ শে ফেব্রম্নয়ারি কোথায় গুলি হয়েছিল?

উত্তর :ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভিতরে।

প্রশ্ন : মানুষের পতন যখন আসে তখন কী হয়?

উত্তর : পদে পদে ভুল হতে থাকে।

প্রশ্ন : উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলে কার মতো নেতাও বাধা না পেয়ে ফিরে যেতে পারেননি?

উত্তর : কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর মতো নেতা।

প্রশ্ন :কার জনসমর্থন কোনোদিন বাংলাদেশে ছিল না?

উত্তর :খাজা নাজিমউদ্দিনের।

প্রশ্ন :কার বাড়ির ভিতরে ঢুকে ভীষণ মারধর করা হয়েছে?

উত্তর :ওসমান আলী সাহেবের।

প্রশ্ন :কোথায় ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে?

উত্তর :সমস্ত ঢাকা ও নারায়ণগঞ্জে।

প্রশ্ন :বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দিকে সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে কতবার দেখতে আসতেন?

উত্তর : পাঁচ-সাতবার দেখতে আসতেন।

প্রশ্ন : বঙ্গবন্ধু তাঁর লেখা চিঠি চারখানা ফরিদপুরে কার কাছে পৌঁছে দিতে বলেছিলেন?

উত্তর : এক আত্মীয়ের কাছে।

প্রশ্ন :বঙ্গবন্ধুর চোখের সামনে কাদের চেহারা ভাসছিল?

উত্তর :তাঁর বাবা-মা ও ভাই-বোনদের চেহারা ভাসছিল।

প্রশ্ন :কার দুনিয়ায় কেউ নেই?

উত্তর :বঙ্গবন্ধুর সহধর্মিণী রেণুর।

প্রশ্ন :কার ফরিদপুরে কেউ নেই?

উত্তর :বঙ্গবন্ধুর সহবন্দি মহিউদ্দিন সাহেবের।

প্রশ্ন :মহিউদ্দিন সাহেবের বাড়ি কোথায়?

উত্তর :বরিশালে।

প্রশ্ন :কী মারফত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার এসেছিল?

উত্তর :রেডিওগ্রাম মারফত।

প্রশ্ন : জেলে কে বঙ্গবন্ধুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন?

উত্তর :মহিউদ্দিন সাহেব।

প্রশ্ন :বঙ্গবন্ধুকে কে ডাবের পানি খাইয়ে অনশন ভঙ্গ করান?

উত্তর :বঙ্গবন্ধুর সহবন্দি মহিউদ্দিন সাহেব।

প্রশ্ন : কে জেলে আসার পূর্বদিন পর্যন্ত মুসলিম লীগের বিশিষ্ট সদস্য ছিলেন?

উত্তর :বঙ্গবন্ধুর সহবন্দি মহিউদ্দিন সাহেব।

প্রশ্ন :রাজনীতিতে কী দেখা গেছে?

উত্তর :রাজনীতিতে দেখা গেছে একই দলের লোকের মধ্যে মতবিরোধ হলে দুশমনি বেশি হয়।

প্রশ্ন :'বায়ান্নর দিনগুলো' রচনা অনুসারে কার সহ্যশক্তি খুব বেশি?

উত্তর :বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার।

প্রশ্ন :বঙ্গবন্ধুকে কীভাবে ফরিদপুর জেল গেটে নিয়ে যাওয়া হলো?

উত্তর :স্ট্রেচারে করে।

প্রশ্ন :জেল থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু কার বাড়িতে উঠলেন?

উত্তর :আলাউদ্দিন খান সাহেবের বাড়িতে।

প্রশ্ন : বঙ্গবন্ধুকে দেখতে কে রাস্তায় চলে এসেছিলেন?

উত্তর :বঙ্গবন্ধুর এক ফুফু।

প্রশ্ন : বঙ্গবন্ধুর ফুফুবাড়ি কোন গ্রামে?

উত্তর : নূরপুর গ্রামে।

প্রশ্ন : বঙ্গবন্ধুর বড় বোনের বাড়ি কোথায়?

উত্তর : মাদারীপুরের দত্তপাড়ায়।

প্রশ্ন : বঙ্গবন্ধুর মুক্তির খবর পেয়ে কোন ঘাটে কর্মীরা বসেছিল?

উত্তর :সিন্ধিয়াঘাটে।

প্রশ্ন :বঙ্গবন্ধুর ভাই খবর পেয়ে কোত্থেকে রওনা হলেন?

উত্তর :খুলনা থেকে।

প্রশ্ন :বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার কত দিন পর বাড়ি পৌঁছেছিলেন?

উত্তর :পাঁচদিন পর।

প্রশ্ন :বঙ্গবন্ধুর গলা ধরে তার জ্যেষ্ঠ কন্যা হাসু বা হাসিনা প্রথমেই কী বলল?

উত্তর :'আব্বা, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দিদের মুক্তি চাই।'

প্রশ্ন :বঙ্গবন্ধুর পরিবার ২১ শে ফেব্রম্নয়ারিতে কোথায় ছিল?

উত্তর :ঢাকায়।

প্রশ্ন :কে বঙ্গবন্ধুকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন?

উত্তর :বঙ্গবন্ধুর সহধর্মিণী।

প্রশ্ন :বঙ্গবন্ধুকে দেখতে সহকর্মীরা কোন কোন জায়গা থেকে এসেছিল?

উত্তর :গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকে।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে