পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
দ্বাদশ অধ্যায় ৫২. বায়ুমন্ডল হলো- ক. পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর খ. পৃথিবীকে ঘিরে থাকা পানির স্তর গ. পৃথিবীকে বেষ্টিত করে থাকা অক্সিজেনের স্তর ঘ. পৃথিবীকে বেষ্টিত করে থাকা নাইট্রোজেনের স্তর উত্তর :ক. পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর ৫৩. দিনের বেলায় সূর্যের আলো কোনটির ভিতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে ও ভূপৃষ্ঠ উত্তপ্ত করে? ক. পানিমন্ডল খ. বায়ুমন্ডলচ গ. তাপমন্ডল ঘ. আলোমন্ডল উত্তর :খ. বায়ুমন্ডল ৫৪. কখন ভূপৃষ্ঠে থেকে সূর্যের তাপ বায়ুমন্ডল ফিরে আসে? ক. সকালে খ. বিকালে গ. রাতেচ ঘ. সন্ধ্যায় উত্তর :গ. রাতে ৫৫. বৈশ্বিক উষ্ণায়নের মূল কারণ কী? ক. অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি খ. কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধিচ গ. জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি ঘ. নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি উত্তর :খ. কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধিচ ৫৬. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোন গ্যাস নির্গত হয়? ক. অক্সিজেন খ. কার্বন-ডাইঅক্সাইডচ গ. নাইট্রোজেন ঘ. বোরন উত্তর :খ. কার্বন-ডাইঅক্সাইড ৫৭. কার্বন-ডাইঅক্সাইড বেশি পরিমাণে কি ধরে রেখেছে? ক. আলো খ. তাপচ গ. বায়ু ঘ. শব্দ উত্তর :খ. তাপচ ৫৮. পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া কী? ক. বৈশ্বিক উষ্ণায়ন খ. জলবায়ু গ. আবহাওয়া ঘ. উষ্ণতা উত্তর :ক. বৈশ্বিক উষ্ণায়ন ৫৯. গ্রিন হাউজ প্রভাবের ফলে- ক. গাছপালা বৃদ্ধি পাচ্ছে খ. জলবায়ু পরিবর্তন হচ্ছে গ. পৃথিবীর তাপমাত্রা হ্রাস পাচ্ছে ঘ. পুকুরের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে উত্তর :খ. জলবায়ু পরিবর্তন হচ্ছে ৬০. প্রতিকূল অবস্থায় নিজেকে ধাপ খাইয়ে নেওয়ার উপায়কে কী বলা হয়? ক. অভিবাসন খ. পরিব্যাপ্তি গ. অভিক্ষেপণ ঘ. অভিযোজন উত্তর :ঘ. অভিযোজন ৬১. বায়ুমন্ডলে কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে কোনটি হয়? ক. জলবায়ুর পরিবর্তন খ. আবহাওয়ার পরিবর্তন গ. আর্দ্রতার পরিবর্তন ঘ. জলোচ্ছ্বাস উত্তর :ক. জলবায়ুর পরিবর্তনচ ৬২. বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে কোনটির পরিবর্তন প্রধান ভূমিকা পালন করে? ক. আর্দ্রতা খ. আবহাওয়া গ. জলবায়ু ঘ. জলোচ্ছ্বাস উত্তর :গ. জলবায়ু নবম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি ১. কোনটি সঠিক? ক. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই খ. বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয় গ. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে ঘ. প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই উত্তর :গ. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে ২. শিল্পবিপস্নব কখন হয়েছিল? ক. ১৭ শতক খ. ১৮ শতক গ. ১৯ শতক ঘ. ২০ শতক উত্তর :খ. ১৮ শতক ৩. কোনটি রাসায়নিক প্রযুক্তি? ক. সার খ. ট্রাক্টর গ. উচ্চ ফলনশীল উদ্ভিদ ঘ. সেচ পাম্প উত্তর :ক. সার ৪. নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? ক. অধ্যয়ন খ. অনুশীলন গ. লেখা ঘ. পর্যবেক্ষণ উত্তর :ঘ. পর্যবেক্ষণচ ৫. জহির একটি বৈদু্যতিক বাতি তৈরি করে, যা বিদু্যৎ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে জ্বলে ওঠে। এ ক্ষেত্রে জহির হলো- ক. প্রযুক্তিবিদ খ. বিজ্ঞানী গ. উদ্ভাবক ঘ. দার্শনিক উত্তর :গ. উদ্ভাবক ৬. মইন তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিষয়ে কৌতুহলী হয়ে উঠল। এটি বৈজ্ঞানিক পদ্ধতির কোন ধাপ? ক. অনুমান খ. পর্যবেক্ষণ গ. পরীক্ষণ ঘ. বিনিময় উত্তর :খ. পর্যবেক্ষণ ৭. আরাফ মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে চায়। তাকে ব্যবহার করতে হবে- ক. টেলিস্কোপ খ. মাইক্রোস্কোপ গ. দূরবীক্ষণ যন্ত্র ঘ. অণুবীক্ষণ যন্ত্র উত্তর :ক. টেলিস্কোপ ৮. জালালদের এলাকায় অবস্থিত রাসায়নিক কারখানা থেকে অনবরত কালো ধোঁয়া নির্গত হয়। এর প্রভাব কোনটি? ক. বায়ুদূষণ ও পানি দূষণ খ. মাটি দূষণ ও এসিড বৃষ্টি গ. বৈশ্বিক উষ্ণায়ন ও পানি দূষণ ঘ. বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টি উত্তর : গ. বৈশ্বিক উষ্ণায়ন ও পানি দূষণ ৯. মি. সালাউদ্দিন একজন বিজ্ঞানী। তিনি কী করেন? ক. যন্ত্রপাতির উদ্ভাবন খ. বাস্তব সমস্যার সমাধান গ. প্রযুক্তি আবিষ্কার ঘ. প্রকৃতি নিয়ে গবেষণা উত্তর : খ. বাস্তব সমস্যার সমাধান ১০. মনি বিদু্যৎ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে অনেক তথ্য উদঘাটন করেন। এ ক্ষেত্রে মনি হলো-- ক. বিজ্ঞানী খ. প্রযুক্তিবিদ গ. উদ্ভাবক ঘ. আবিষ্কারক উত্তর :ঘ. আবিষ্কারক হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়