শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

অধ্যায়-৩

প্রশ্ন : ইংরেজি 'সধঢ়' শব্দের বাংলা প্রতিশব্দ কী?

উত্তর : ইংরেজি 'সধঢ়' শব্দের বাংলা প্রতিশব্দ মানচিত্র।

প্রশ্ন : মানচিত্র কিসের প্রতিরূপ?

উত্তর : মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমারেখাসহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপ।

প্রশ্ন : মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়?

উত্তর : মানচিত্রে তিনটি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়।

প্রশ্ন : প্রতিভূ অনুপাত কাকে বলে?

উত্তর : ভগ্নাংশের আকারে দেওয়া মানচিত্রের যে স্কেলটির লব রাশি মানচিত্রের দূরত্ব এবং হর রাশি একই এককে ভূমির দূরত্ব প্রকাশ করে তাকে প্রতিভূ অনুপাত বলে।

প্রশ্ন : মানচিত্রে ১ : ১০০,০০০ লেখা কী বোঝায়?

উত্তর : মানচিত্রে ১ : ১০০,০০০ লেখা বোঝায় মানচিত্রে ১ একক ভূমি ১০০,০০০ এককের সমান।

প্রশ্ন : একটি মানচিত্র পাঠ করতে কিসের সাহায্য নিতে হয়?

উত্তর : একটি মানচিত্র পাঠ করতে নানা ধরনের প্রতীক চিহ্নের সাহায্য নিতে হয়।

প্রশ্ন : শহর পরিকল্পনার মানচিত্র কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?

উত্তর : শহর পরিকল্পনার মানচিত্র মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত।

প্রশ্ন : কত ইঞ্চিতে ১ মাইল?

উত্তর : ৬৩৩৬০ ইঞ্চিতে ১ মাইল।

প্রশ্ন : ভূসংস্থানিক মানচিত্রের আরেক নাম কী?

উত্তর : ভূসংস্থানিক মানচিত্রের আরেক নাম স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র।

প্রশ্ন : কোরোগ্রাফিক্যাল বা এটলাস মানচিত্রকে বাংলায় কী বলে?

উত্তর : কোরোগ্রাফিক্যাল বা এটলাস মানচিত্রকে বাংলায় ভূচিত্রাবলি মানচিত্র বলে।

প্রশ্ন : ভূসংস্থানিক মানচিত্রে কী কী সাংস্কৃতিক উপাদান দেখা যায়?

উত্তর : ভূসংস্থানিক মানচিত্রে রেলপথ, হাটবাজার, পোস্ট অফিস, সরকারি অফিস, খেলার মাঠ, মসজিদ, মন্দির প্রভৃতি সাংস্কৃতিক উপাদান দেখা যায়।

প্রশ্ন : ভূসংস্থানিক মানচিত্রে উচ্চভূমি ও মালভূমি প্রকাশে কী রং ব্যবহার করা হয়?

উত্তর : ভূসংস্থানিক মানচিত্রে উচ্চভূমি ও মালভূমি প্রকাশে হলুদ বা কমলা রং ব্যবহার করা হয়।

প্রশ্ন :পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখায় ভাগ করা হয়েছে?

উত্তর : পৃথিবীকে ৩৬০ক্ক দ্রাঘিমারেখায় ভাগ করা হয়েছে।

প্রশ্ন : মধ্যাহ্ন কখন হয়?

উত্তর : পৃথিবীর আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে অর্থাৎ সূর্য এবং সেই স্থানের কোণ যদি হয় ০ক্ক তখন ওই স্থানে মধ্যাহ্ন।

প্রশ্ন : কোন শহরের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়েছে?

উত্তর : যুক্তরাজ্যের লন্ডন শহরের অদূরে গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়েছে।

প্রশ্ন : বাংলাদেশের মধ্যখান দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমারেখা অতিক্রম করেছে?

উত্তর : বাংলাদেশের মধ্যখান দিয়ে ৯০ক্ক দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

প্রশ্ন : বাংলাদেশ থেকে গ্রিনিচের সময়ের পার্থক্য কত?

উত্তর : বাংলাদেশ থেকে গ্রিনিচের সময়ের পার্থক্য ৬ ঘণ্টা।

প্রশ্ন : পৃথিবীর আবর্তন কী?

উত্তর : পৃথিবী নিজ মেরুরেখায় বা অক্ষে অবিরাম পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই গতিকে পৃথিবীর আবর্তন বলে।

প্রশ্ন : মূল মধ্যরেখা কাকে বলে?

উত্তর : যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে দ্রাঘিমারেখা কল্পনা করা হয়েছে তাকে মূল মধ্যরেখা বলে।

প্রশ্ন : মধ্যাহ্নে সূর্যের অবস্থান থেকে কী নির্ণয় করা হয়?

উত্তর : মধ্যাহ্নে সূর্যের অবস্থান থেকে স্থানীয় সময় নির্ণয় করা হয়।

প্রশ্ন : জিপিএস দ্বারা কী জানা যায়?

উত্তর : জিপিএস দ্বারা কোনো একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায়।

অনুধাবনমূলক প্রশ্নোত্তর

প্রশ্ন : মানচিত্রে স্কেল কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়?

উত্তর : মানচিত্রে স্কেল যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় :

১. জরিপ কাজে স্কেল ব্যবহার করা হয়।

২. যে কোনো দৈর্ঘ্যের পরিমাপে স্কেল ব্যবহার করা হয়।

৩. মানচিত্রের নকশার আয়তন নির্ধারণে স্কেল ব্যবহার হয়।

৪. উচ্চতা নির্ণয়ে স্কেল ব্যবহার করা হয়।

৫. মানচিত্রের ওপর যেকোনো দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ে স্কেল ব্যবহার হয়।

প্রশ্ন : বৃহৎ স্কেলের মানচিত্র ও ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ দাও।

উত্তর : বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ :

১. নৌচলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট

২. বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট

৩. মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র

৪. ভূসংস্থানিক মানচিত্র ইত্যাদি।

ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ:

১. ভূচিত্রাবলির মানচিত্র

২. দেয়াল মানচিত্র ইত্যাদি।

প্রশ্ন :মানচিত্রে সাংকেতিক চিহ্ন কেন ব্যবহার করা হয়?

উত্তর : একটি মানচিত্রে সাংকেতিক চিহ্ন দেখে কোন অংশে কী দেখানো হয়েছে তা জানা যায় এবং এ থেকে আমরা মানচিত্র পাঠ করতে পারি। মানচিত্রে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে পাহাড়, মালভূমি, সমভূমি, হ্রদ প্রভৃতি প্রাকৃতিক বিষয়াবলি ছাড়াও রাস্তা, রেলপথ, বিমানবন্দর, বসতি এলাকা, শহর, নগর, খাল, সেতু, খেয়াঘাট প্রভৃতি বিষয়গুলো দেখানো হয়। সুতরাং মানচিত্রে ভূপ্রকৃতি, যোগাযোগ ব্যবস্থা, বসতি, কৃষিভূমি প্রভৃতি বিষয়াবলি সম্পর্কে ধারণা পেতে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে