শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

বায়ান্নের দিনগুলো

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন সাহেব কিসের জন্য প্রস্তুত হচ্ছিলেন?

উত্তর : জেলের ভেতর অনশন ধর্মঘট করার জন্য প্রস্তুত হচ্ছিলেন।

প্রশ্ন : জেলের সুপারিনটেনডেন্টের নাম কী? জেলের

উত্তর : আমীর হোসেন।

প্রশ্ন : মোখলেসুর রহমান কোন পদে চাকরি করতেন?

উত্তর : ডেপুটি জেলার পদে।

প্রশ্ন : কোন আমলা খুবই লেখাপড়া করতেন?

উত্তর : ডেপুটি জেলার মোখলেসুর রহমান।

প্রশ্ন : ঢাকা থেকে শেখ মুজিব ও মহিউদ্দিনকে কোন জেলে পাঠানো হয়?

উত্তর : ফরিদপুর জেলে।

প্রশ্ন : সুবেদার কোথাকার ছিল?

উত্তর : সুবেদার ছিলেন একজন বেলুচি ভদ্রলোক।

প্রশ্ন : 'ইয়ে কেয়াবাত হ্যায়, আপ জেলখানা মে'-এর উত্তরে শেখ মুজিব কী বলেছিলেন?

উত্তর : তিনি বলেছিলেন 'কিসমত'।

প্রশ্ন : প্রবন্ধে কোন পার্কের কথা উলেস্নখ আছে?

উত্তর : ভিক্টোরিয়া পার্ক।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলেন?

উত্তর : চারটি চিঠি লিখেছিলেন।

প্রশ্ন : বাংলা ভাষার বিরুদ্ধে কারা ফতোয়া দিতেন?

উত্তর : মওলানা সাহেবরা বাংলা ভাষার বিরুদ্ধে ফতোয়া দিতেন।

প্রশ্ন : জেলের ভিতর দুজন কী জন্য প্রস্তুত হচ্ছিলেন?

উত্তর : অনশন ধর্মঘট পালন করার জন্য।

প্রশ্ন : দুজন আলোচনা করে কী ঠিক করেছিলেন?

উত্তর : যাই হোক না কেন, তারা অনশন ভাঙবেন না।

প্রশ্ন : মোখলেসুর রহমান সাহেব কোন দায়িত্বে ছিলেন?

উত্তর : রাজবন্দিদের ডেপুটি জেলার।

প্রশ্ন : সরকার বছরের পর বছর রাজবন্দিদের কীভাবে আটক রাখছে?

উত্তর : বিনা বিচারে আটক রাখছে।

প্রশ্ন : মোখলেসুর রহমান সাহেব কেমন লোক ছিলেন?

উত্তর : খুবই অমায়িক, ভদ্র ও শিক্ষিত লোক ছিলেন।

প্রশ্ন : 'বায়ান্নর দিনগুলো' রচনায় উলেস্নখকৃত কে খুব লেখাপড়া করতেন?

উত্তর : মোখলেসুর রহমান সাহেব।

প্রশ্ন : কত তারিখ সকালবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেটে নিয়ে যাওয়া হলো?

উত্তর : ১৫ ফেব্রম্নয়ারি সকালবেলা।

প্রশ্ন : বঙ্গবন্ধুর মালপত্র, কাপড়-চোপড় ও বিছানা নিয়ে কে হাজির হয়েছিল?

উত্তর : জমাদার সাহেব।

প্রশ্ন : কী চাপা থাকে না?

উত্তর : খবর চাপা থাকে না।

প্রশ্ন : ঢাকা জেল থেকে বঙ্গবন্ধুকে কোন জেলে পাঠানো হয়েছিল?

উত্তর : ফরিদপুর জেলে পাঠানো হয়েছিল।

প্রশ্ন : দিনের বেলায় কয়টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে?

উত্তর : বেলা এগারোটায়।

প্রশ্ন : কে রওনা দিতে দেরি করছিলেন?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : দেরি করতে করতে বঙ্গবন্ধু কয়টা বাজিয়ে দিলেন?

উত্তর : দশটা বাজিয়ে দিলেন।

প্রশ্ন : আর্মড পুলিশের সুবেদার পাকিস্তান হওয়ার সময় কোথায় ছিলেন?

উত্তর : গোপালগঞ্জে ছিলেন।

প্রশ্ন : কে বঙ্গবন্ধুকে খুবই ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন?

উত্তর : আর্মড পুলিশের সুবেদার সাহেব।

প্রশ্ন : আর্মড পুলিশের সুবেদার সাহেব বঙ্গবন্ধুকে কার বিপক্ষে কাজ করতে দেখেছেন?

উত্তর : পাকিস্তানের বিপক্ষে।

প্রশ্ন : বঙ্গবন্ধুদের নারায়ণগঞ্জের কোথায় নিয়ে যাওয়া হলো?

উত্তর : নারায়ণগঞ্জের থানায়।

প্রশ্ন : নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু কাকে খবর দিতে বললেন?

উত্তর : শামসুজ্জোহা সাহেবকে খবর দিতে বললেন।

প্রশ্ন : 'বায়ান্নর দিনগুলো' রচনায় উলেস্নখকৃত কার বাড়ি সকলেই চেনে?

উত্তর : খান সাহেব ওসমান আলী সাহেবের বাড়ি।

প্রশ্ন : ঢাকা-নারায়ণগঞ্জ রোডের উপরে নতুন কী হয়েছে?

উত্তর : একটা হোটেল হয়েছে।

প্রশ্ন : কতজন কর্মী নিয়ে জোহা সাহেব বসেছিলেন?

উত্তর : আট-দশজন কর্মী নিয়ে।

প্রশ্ন : কাদের ত্যাগ ও তিতিক্ষার কথা কোনো রাজনৈতিক কর্মী ভুলতে পারে না?

উত্তর : নারায়ণগঞ্জের কর্মীদের।

প্রশ্ন : কোন তারিখে নারায়ণগঞ্জে পূর্ণ হরতাল হয়?

উত্তর : ২১ শে ফেব্রম্নয়ারি।

প্রশ্ন : কাকে বিশ্বাসের ব্যাপারে নেতারা বঙ্গবন্ধুকে প্রশ্ন করলেন?

উত্তর : মহিউদ্দিন সাহেবকে।

প্রশ্ন : মানুষকে কী দিয়ে জয় করা যায়?

উত্তর : ব্যবহার, ভালোবাসা ও প্রীতি দিয়ে।

প্রশ্ন : মানুষকে কী দিয়ে জয় করা যায় না?

উত্তর : অত্যাচার, জুলুম ও ঘৃণা দিয়ে।

প্রশ্ন : নারায়ণগঞ্জের সহকর্মীরা কতক্ষণ অপেক্ষা করল?

উত্তর : জাহাজ না ছাড়া পর্যন্ত।

প্রশ্ন : নারায়ণগঞ্জ থেকে ছেড়ে এসে জাহাজ কোন ঘাটে ভিড়ল?

উত্তর : গোয়ালন্দ ঘাটে ভিড়ল।

প্রশ্ন : বঙ্গবন্ধু ও তাঁর সহযাত্রীরা কখন ফরিদপুর পৌঁছলেন?

উত্তর : রাত চারটায় ফরিদপুর পৌঁছলেন।

প্রশ্ন : বঙ্গবন্ধু কাকে তাঁর নাম বললেন?

উত্তর : চায়ের দোকানের মালিককে।

প্রশ্ন : ফরিদপুরের আওয়ামী লীগের কর্মীর নাম কী ছিল?

উত্তর : মহিউদ্দিন।

প্রশ্ন : ১৯৪৬ সালের ইলেকশনে বঙ্গবন্ধু ফরিদপুরে কী ছিলেন?

উত্তর : ওয়ার্কার ইনচার্জ ছিলেন।

প্রশ্ন : ফরিদপুরে আওয়ামী লীগ কর্মী মহির সাথে আলাপ করতে কে নিষেধ করেছিল?

উত্তর : আইবি'র লোক নিষেধ করেছিল।

প্রশ্ন : বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দি তাড়াতাড়ি ওষুধ খেলেন কেন?

উত্তর : পেট পরিষ্কার করার জন্য।

প্রশ্ন : অনশন শুরু করার কতদিন পর বঙ্গবন্ধু ও তাঁর সহবন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো?

উত্তর : দু'দিন পর।

প্রশ্ন : মহিউদ্দিন সাহেব যে-রোগে ভুগছিলেন সেটা কী?

উত্তর : পস্নুরিসিস।

প্রশ্ন : কত দিন পরে নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করল?

উত্তর : চারদিন পরে।

প্রশ্ন : বঙ্গবন্ধুর নাকে কী ছিল?

উত্তর : একটা ব্যারাম ছিল।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে