শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রবার্ট পিল

প্রশ্ন : মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?

উত্তর : চামড়া

প্রশ্ন : বছরে কত দিন থাকে?

উত্তর : ৩৬৫

প্রশ্ন : সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি বাড়ির নাম কী?

উত্তর : এস্কিমোসদের গুম্বজাকার কুটির

প্রশ্ন : পর্তুগালের রাজধানী কী?

উত্তর : লিসবন

প্রশ্ন : মানুষের শরীর দৈনিক কত শ্বাস নেয়?

উত্তর : ২০,০০০

প্রশ্ন : ১৮৪১ থেকে ১৮৪৬ সাল পর্যন্ত গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : রবার্ট পিল

প্রশ্ন : রুপোর জন্য রাসায়নিক প্রতীক কি?

উত্তর : অম

প্রশ্ন : বিখ্যাত উপন্যাস 'মবি ডিক' এর প্রথম লাইন কোনটি?

উত্তর : আমাকে ইসমাঈল বলে ডাকো

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম পাখি কী?

উত্তর : মৌমাছি (হামিংবার্ড)

প্রশ্ন : ৬৪ এর বর্গমূল কত?

উত্তর : ৮

প্রশ্ন : পুতুল, বার্বির পুরো নাম কী?

উত্তর : বারবারা মিলিসেন্ট রবার্টস

প্রশ্ন : ১১৮.১ ডেসিবেলে নিবন্ধিত পল হান কী রেকর্ডটি ধারণ করেন?

উত্তর : সবচেয়ে জোরে বার্প

প্রশ্ন : আল ক্যাপনের ব্যবসায়ের কার্ডটি কী ছিল তার পেশা?

উত্তর : একজন ব্যবহৃত আসবাব বিক্রয়কর্মী

প্রশ্ন : কোন মাসে ২৮ দিন আছে?

উত্তর : ফেব্রম্নয়ারি

প্রশ্ন : ডিজনির প্রথম পূর্ণ রঙের কার্টুন কী ছিল?

উত্তর : ফুল এবং গাছ

প্রশ্ন : ১৮১০ সালে খাবার সংরক্ষণের জন্য টিনের ক্যান আবিষ্কার করেন কে?

উত্তর : পিটার ডুরান্ড

প্রশ্ন : গডফাদারকে প্রথম প্রকাশিত হয়েছিল কোন বছরে?

উত্তর : ১৯৭২

প্রশ্ন : ফিলাডেলফিয়া (১৯৯৩) এবং ফরেস্ট গাম্প (১৯৯৪) ছবির জন্য কোন অভিনেতা সেরা অভিনেতার অস্কার জিতেছেন?

উত্তর : টম হ্যান্‌কস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে