শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

চর্তুদশ অধ্যায়

৮৭. খরা সৃষ্টির কারণ হিসেবে বিবেচিত হয়-

র. বায়ুমন্ডলে রুক্ষ ও শুষ্কভাব

রর. বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস

ররর. পর্যাপ্ত বৃক্ষনিধন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

৮৮. অনাবৃষ্টি বা খরার প্রভাবে-

র. দুর্ভিক্ষ দেখা দেয়

রর. পানির অভাব হয়

ররর. অগ্নিকান্ডের উপদ্রব বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

৮৯. বাংলাদেশে ঘূর্ণিঝড় সংঘটিত হয়-

র. আশ্বিন-কার্তিক মাসে

রর. চৈত্র-বৈশাখ মাসে

ররর. পৌষ-মাঘ মাসে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ক. র ও রর

৯০. ঘূর্ণিঝড়ের সঙ্গে পরিচিত জনগোষ্ঠীর বসবাস এলাকা-

র. চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ

রর. সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া

ররর. উরিরচর, চরজব্বার, চর আলেকজান্ডার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

৯১. আমাদের দেশে নদীভাঙনের কারণে-

র. বিপুল জনগোষ্ঠী ঘরবাড়ি হারায়

রর. আবাদি জমি নদীগর্ভে তলিয়ে যায়

ররর. আবহাওয়ায় চরমভাব বিরাজ করে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

৯২. নদীভাঙনে ক্ষতিগ্রস্ত উপাদানসমূহ হলো-

র. চাষযোগ্য জমি ও পারিবারিক সম্পদ

রর. বসতবাড়ি ও গাছপালা

ররর. গবাদি পশু ও বৈদু্যতিক টাওয়ার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও :

আরজু মিয়া চাষ করতে পারছে না। মাটি ফেটে চৌচির। জমিতে পানি দিবে কী, তার নিজের খাওয়ার পানিই নেই।

৯৩. উক্ত দুর্যোগের প্রভাব কী?

ক. অসময়ে বৃষ্টিপাত খ. পানির তীব্র অভাব

গ. কালবৈশাখীর ঝড় ঘ. ঋতু পরিবর্তন

উত্তর: খ. পানির তীব্র অভাব

৯৪. আরজু মিয়া যে প্রাকৃতিক দুর্যোগের শিকার তার কারণ হিসেবে বিবেচিত-

র. অনেকদিন বৃষ্টিহীন অবস্থা বিরাজ করা

রর. মাটির রুক্ষরূপ গ্রহণ করা

ররর. মারাত্মক খাদ্য ঘাটতি দেখা দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :

ঘূর্ণিঝড় কী, কীভাবে সৃষ্টি হয় এসব প্রশ্ন অমিতের মনে অনেকদিন ধরে। একদিন তার চাচা বিষয়টি বুঝিয়ে দিলেন।

৯৫. অনিক চাচার কাছে ঝড় সম্পর্কে কী জানবে?

ক. সাগর থেকে আসা প্রচন্ড ঝড়

খ. ঘূর্ণন আকারের প্রচন্ড ঝড়

গ. হিমালয় পর্বত থেকে আসা ধূলিঝড়

ঘ. ঋতু বদলের সময়কার প্রচন্ড ঝড়

উত্তর: খ. ঘূর্ণন আকারের প্রচন্ড ঝড়

৯৬. উক্ত দুর্যোগটি সৃষ্টি হয়-

র. একটি স্থানের কেন্দ্রস্থলে নিম্নচাপ তৈরি হলে

রর. এর চারপাশে উচ্চচাপ বিরাজ করলে

ররর. জলীয়বাষ্প অতিমাত্রায় শীতল হলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ক. র ও রর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৭ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও :

যমুনা নদীর তীরে বাড়ি ছিল সায়মার। আজ সে নিঃস্ব হয়ে ঢাকার এক বস্তিতে থাকে। বাসাবাড়িতে কাজ করে।

৯৭. উক্ত দুর্যোগ রোধের উপায় কী?

ক. নদীর তীরে বৃক্ষরোপণ করা

খ. নদীর প্রবাহপথে বাধা সৃষ্টি করা

গ. নদীর পানি দূষণ বন্ধ করা

ঘ. নৌ চলাচলে সাবধান থাকা

উত্তর : ক. নদীর তীরে বৃক্ষরোপণ করা

৯৮. সায়মা যে দুর্যোগের শিকার তার কারণ হলো-

র. জলবায়ুর পরিবর্তন

রর. নদীর গতিপথ পরিবর্তন

ররর. বৃক্ষনিধন

নিচের কোনটি সঠিক?

ক. র খ. র ও রর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৯৯. বাংলাদেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, এমন দুর্যোগ কোনটি?

ক. বন্যা খ. খরা

গ.ঘূর্ণিঝড় ঘ. ভূমিকম্প

উত্তর : ঘ. ভূমিকম্প

১০০. বাংলাদেশের পূর্বাংশে উত্তর-দক্ষিণে বিস্তৃত পাহাড়গুলোকে কাদের সমগোত্রীয় বলে ধরা হয়?

ক. তিব্বত ও ইরানের পার্বত্য এলাকার

খ. হিমালয় পর্বতের

গ. সাগরের তলদেশের পাহাড়ের

ঘ. আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের

উত্তর :ঘ. আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে