দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
চর্তুদশ অধ্যায়
৭০. বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চল কোনটি?
ক. দক্ষিণ-পূর্বাঞ্চল
খ. দক্ষিণ-পশ্চিমাঞ্চল
গ. উত্তর-পূর্বাঞ্চল
ঘ. উত্তর-পশ্চিমাঞ্চল
উত্তর : গ. উত্তর-পূর্বাঞ্চল
৭১. খরা মোকাবিলায় ফলপ্রসূ উপায় কী?
ক. মাটিতে জৈব সার প্রয়োগ করা
খ. নদনদীতে ড্রেজিংয়ের ব্যবস্থা করা
গ. ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো
ঘ. মাটি লতাগুল্ম দিয়ে আচ্ছাদিত করা
উত্তর : গ. ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো
৭২. কী কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়?
ক. বায়ুপ্রবাহ খ. আর্দ্রতা
গ. কেন্দ্রস্থলের ঘ. নিম্নচাপ
উত্তর:ঘ. নিম্নচাপ
৭৩. কোনো স্থানের কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করলে কী অবস্থা সৃষ্টি হয়?
ক. ঘূর্ণিঝড় খ. জলোচ্ছ্বাস
গ. খরা ঘ. হারিকেন
উত্তর :ক. ঘূর্ণিঝড়
৭৪. বাংলাদেশে আশ্বিন-কার্তিক মাসে কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়?
ক. ঘূর্ণিঝড় খ. বন্যা
গ. খরা ঘ. নদীভাঙন
উত্তর :ক. ঘূর্ণিঝড়
৭৫. বাংলাদেশে কোন সময় ঘূর্ণিঝড় হয়?
ক. চৈত্র-বৈশাখ
খ. আশ্বিন-কার্তিক
গ. পৌষ-মাঘ
ঘ. আষাঢ়-শ্রাবণ
উত্তর :ক. চৈত্র-বৈশাখ
৭৬. কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজের কারণে প্রচন্ড বেগে বাতাস প্রবাহিত হলে তাকে কী বলে?
ক. ঝড় খ. ঘূর্ণিঝড়
গ. সুনামি ঘ. সাইক্লোন
উত্তর : খ. ঘূর্ণিঝড়
৭৭. বর্ষাকালে ঘূর্ণিঝড় সংঘটনের যথার্থ কারণ কোনটি?
ক. প্রচন্ড উত্তাপ খ. প্রচুর বৃষ্টিপাত
গ. মৌসুমি বায়ু ঘ. হিমালয়ের বরফ গলা
উত্তর : গ. মৌসুমি বায়ু
৭৮. ঘূর্ণিঝড় কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ?
ক. স্থায়ী খ. সাময়িক
গ. নিয়মিত ঘ. সাধারণ
উত্তর :খ. সাময়িক
৭৯. আমাদের দেশে নদীভাঙনের কারণের সাথে নিচের কোনটি অসঙ্গতি প্রকাশ করে?
ক. নদীগর্ভে ফাটলের উপস্থিতি
খ. নদীগর্ভে শিলার উপাদান
গ. নদীর পানির লবণাক্ততা বৃদ্ধি
ঘ. রাসায়নিক দ্রব্যের উপস্থিতি
উত্তর :গ. নদীর পানির লবণাক্ততা বৃদ্ধি
৮০. বাংলাদেশের প্রায় কতটি নদী উপনদীতে বন্যা ও ভাঙনের ঘটনা ঘটে?
ক. ১১০ খ. ৪১০
গ. ৪৩১ ঘ. ৪৪৫
উত্তর :খ. ৪১০
৮১. বাংলাদেশের প্রত্যক্ষভাবে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা কত?
ক. ১.০ মিলিয়ন খ. ১.৫ মিলিয়ন
গ. ২.০ মিলিয়ন ঘ. ২.৫ মিলিয়ন
উত্তর :খ. ১.৫ মিলিয়ন
৮২. নদীভাঙনে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নেয় কত লোক?
ক. এক লক্ষ খ. দুই লক্ষ
গ. তিন লক্ষ ঘ. চার লক্ষ
উত্তর :গ. তিন লক্ষ
৮৩. প্রতি বছর বাংলাদেশে কত হেক্টর জমি নদীভাঙনে নিঃশেষ হয়ে যায়?
ক. ৫,০০০ খ. ৬,৫০০
গ. ৮,৭০০ ঘ. ৯,৮০০
উত্তর :গ. ৮,৭০০
৮৪. নদী ভাঙন বাংলাদেশে কোন ধরনের প্রক্রিয়া?
ক. স্বাভাবিক খ. অস্বাভাবিক
গ. চলমান ঘ. ঋতুভিত্তিক
উত্তর :গ. চলমান
৮৫. দেশের কতটি উপজেলায় নদীভাঙন সংঘটিত হয়?
ক. ৯০ খ. ১০০
গ. ১১০ ঘ. ১২৫
উত্তর :খ. ১০০
৮৬. প্রতি বছর কোন সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে নদীভাঙনে জমির মালিকগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
ক. জানুয়ারি থেকে এপ্রিল
খ. মার্চ থেকে জুন
গ. জুন থেকে সেপ্টেম্বর
ঘ. আগষ্ট থেকে অক্টোবর
উত্তর:গ. জুন থেকে সেপ্টেম্বর
৮৭. কোন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মানুষ ভূমিহীন হয়ে পড়ে?
ক. বন্যা খ. নদীভাঙন
গ. খরা ঘ. ঘূর্ণিঝড়
উত্তর :খ. নদীভাঙন
৮৮. কোন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মানুষ শহর-নগরে ভাসমান হিসেবে বাস করতে বাধ্য হয়?
ক. বন্যা খ. খরা
গ. ঘূর্ণিঝড় ঘ. নদীভাঙন
উত্তর:ঘ. নদীভাঙন
৮৯. শহর অঞ্চলে ভাসমান জীবনযাপন করতে বাধ্য হতে হয় কাদের?
ক. নদীভাঙন এলাকার মানুষদের
খ. খরাকবলিত এলাকার মানুষদের
গ. বন্যাকবলিত এলাকার মানুষদের
ঘ. ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের
উত্তর :ক. নদীভাঙন এলাকার মানুষদের
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়