চর্তুদশ অধ্যায়
৫৬. বাংলাদেশে বন্যা সৃষ্টি করে-
র. উজান অববাহিকা থেকে আসা পানি
রর. ভারীবর্ষণ
ররর. নদনদীর পানি ধারণক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ক. র ও রর
৫৭. বাংলাদেশে বন্যার ধরন-
র. দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবাহিত পাহাড়ি নদীতে আকস্মিক বন্যা
রর. বর্ষা ঋতুতে সংঘটিত মৌসুমি বন্যা
ররর. উপকূলীয় এলাকায় জোয়ার-ভাটাজনিত স্বল্পস্থায়ী বন্যা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:ঘ. র, রর ও ররর
৫৮. জোয়ার-ভাটাজনিত বন্যার বৈশিষ্ট্য হলো-
র. স্বল্পস্থায়ী
রর. সাধারণ উচ্চতা ৩ থেকে ৬ মিটার
ররর. অমাবস্যা ও পূর্ণিমায় ভয়াবহ রূপ নেয়
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
উত্তর:ঘ. র, রর ও ররর
৫৯. বাংলাদেশে প্রলয়ঙ্করী বন্যা সংঘটিত হয়-
র. ১৯৭৪ ও ১৯৮৪ সালে
রর. ১৯৮৮ ও ১৯৯৮ সালে
ররর. ১৯৭০ ও ২০০১ সালে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
৬০. বন্যানিয়ন্ত্রণের উদ্দেশ্য হলো-
র. ক্ষতির পরিমাণ হ্রাস করা
রর. উজানের পানির অনুপ্রবেশ বন্ধ করা
ররর. সতর্কীকরণ ব্যবস্থায় উন্নয়ন সাধন করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬১ ও৬২ নং প্রশ্নের উত্তর দাও :
পদ্মা, যমুনা ও মেঘনা নদীর অববাহিকা অঞ্চলের মোট আয়তন সাড়ে ১৫ লক্ষ কিলোমিটার, যার শতকরা ৭ ভাগ বাংলাদেশে অবস্থিত। অববাহিকা অঞ্চল থেকে পানিপ্রবাহ বঙ্গোপসাগরের দিকে এগিয়ে এলে বাংলাদেশে বন্যা হয়।
৬১. অনুচ্ছেদের ৩টি নদীর উৎস-
র. চীন ও নেপালে
রর. ভারত ও ভুটানে
ররর. আফগানিস্তান ও ইরানে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
৬২. অববাহিকার এ পানিপ্রবাহ দ্বারা বাংলাদেশে কী ধরনের বন্যা হয়?
ক. মৌসুমি খ. আকস্মিক
গ. স্থায়ী ঘ. পার্বত্য
উত্তর :ক. মৌসুমি
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৩ও ৬৪ নং প্রশ্নের উত্তর দাও :
বাংলাদেশের উজানে এবং এর অভ্যন্তরে বর্ষাকালে অতিবৃষ্টি হয়। এতে দেশের প্রধান নদনদী ও এর অববাহিকা এলাকায় পানির চাপ বেড়ে যায়। দেশ বন্যায় পস্নাবিত হয়।
৬৩. অনুচ্ছেদে সৃষ্ট বন্যা কোনটি?
ক. মৌসুমি খ. আকস্মিক
গ. স্বল্পস্থায়ী ঘ. পাহাড়ি
উত্তর :ক. মৌসুমি
৬৪. উক্ত বন্যার প্রভাবে-
র. মানুষের প্রাণহানি ঘটে
রর. বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়
ররর. মাঝে মাঝে সুনামি দেখা দেয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:গ. রর ও ররর
নিচে অনুচ্ছেদটি পড়ে ৬৫ ও ৬৬নং প্রশ্নের উত্তর দাও :
বন্যা নিয়ন্ত্রণে শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা খুবই ফলপ্রসূ। কিন্তু বাংলাদেশ এখনও এ কৌশল গ্রহণে উলেস্নখযোগ্য সাফল্য পায়নি।
৬৫. অনুচ্ছেদে বন্যা নিয়ন্ত্রণ কৌশলের মধ্যে বাংলাদেশে সাধারণত কোনটির প্রয়োগ রয়েছে?
ক. ড্রেজারের ব্যবহার খ. নদীর তীরে জঙ্গল সৃষ্টি
গ. বেড়িবাঁধ নির্মাণ ঘ. নদী শাসন
উত্তর : ক. ড্রেজারের ব্যবহার
৬৬. অনুচ্ছেদে প্রকৌশলগত ব্যবস্থাপনার মধ্যে পড়ে-
র. সমুদ্র উপকূলবর্তী এলাকায় পানির অনুপ্রবেশ
রর. ড্রেজারের মাধ্যমে নদীর পানি পরিবহন ক্ষমতা বৃদ্ধি
ররর. ভারত থেকে আসা পানি নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. রর ও ররর
৬৭. খরা কী?
ক. বায়ুমন্ডলে প্রয়োজনীয় আর্দ্রতার অভাব
খ. ভূগর্ভস্থ পানি ওঠানো বন্ধ হয়ে যাওয়া
গ. ধূলিময় মাটি ওড়া
ঘ. দীর্ঘস্থায়ী বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করা
উত্তর : ঘ. দীর্ঘস্থায়ী বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করা
৬৮. শুষ্ক ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?
ক. বন্যা খ. খরা
গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প
উত্তর :খ. খরা
৬৯. খরার কারণে বাংলাদেশে মারাত্মকভাবে কী ব্যাহত হয়?
ক. মিঠাপানির প্রাপ্তি
খ. খনিজ সম্পদ আহরণ
গ. ফসল উৎপাদন
ঘ. আবহাওয়ার সমভাবাপন্নতা
উত্তর :গ. ফসল উৎপাদন
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়