শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন : আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়-

উত্তর : ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।

প্রশ্ন : জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ-

উত্তর : ফিনল্যান্ড।

প্রশ্ন : সবচেয়ে কম সুখী দেশ-

উত্তর : আফগানিস্তান

প্রশ্ন :সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান-

উত্তর : ৯৪ তম।

প্রশ্ন : তথ্যের ক্ষুদ্রতম একক ু

উত্তর : ডেটা

প্রশ্ন : ডেটা শব্দের অর্থ ু

উত্তর : ফ্যাক্ট

প্রশ্ন : বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই ু

উত্তর : ইনফরমেশন

প্রশ্ন : তথ্য =

উত্তর : উপাত্ত + প্রেক্ষিত + অর্থ

প্রশ্ন : তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত ু

উত্তর : তথ্য প্রযুক্তি

প্রশ্ন: ওঈঞ রহ ঊফঁপধঃরড়হ চৎড়মৎধস প্রকাশ করে ু

উত্তর :টঘঊঝঈঙ

প্রশ্ন :কম্পিউটারের ভেতর আছে ু

উত্তর : অসংখ্য বর্তনী

প্রশ্ন : তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে ু

উত্তর : কম্পিউটার

প্রশ্ন :কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে ু

উত্তর : ৪টি

প্রশ্ন :মনো এফএম ব্যান্ড চালু হয় ু

উত্তর :১৯৪৬ সালে

প্রশ্ন :স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় ু

উত্তর :১৯৬০ সালে

প্রশ্ন :সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি-

উত্তর : ৮৭.৫-১০৮.০ ঐু

প্রশ্ন :জধফরড় ঈড়সসঁহরপধঃরড়হ ঝুংঃবস এ ব্রডকাস্টিং ু

উত্তর : ৩ ধরনের

প্রশ্ন : চঅখ এর পূর্ণরূপ ু

উত্তর : চযধংব অষঃবৎহধঃরড়হ নু খরহব

প্রশ্ন : দেশে বেসরকারি চ্যানেল-

উত্তর :৪১টি

প্রশ্ন :পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক ু

উত্তর : ইন্টারনেট

প্রশ্ন : ইন্টারনেট চালু হয় ু

উত্তর :অজচঅঘঊঞ দিয়ে (১৯৬৯)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে