দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
চর্তুদশ অধ্যায় ৩৮. জোয়ার ভাটাজনিত বন্যা কোথায় দেখা যায়? ক. অববাহিকা এলাকায় খ. উপকূলীয় এলাকায় গ. উজানে ঘ. পার্বত্য এলাকায় উত্তর : খ. উপকূলীয় এলাকায় ৩৯. এলাকা পস্নাবিত হয়ে জীবন ও সম্পদের ক্ষতিসাধন, একে কী বলা হবে? ক. জলোচ্ছ্বাস খ. নদীভাঙন গ. ঘূর্ণিঝড় ঘ. বন্যা উত্তর : ঘ. বন্যা ৪০. বাংলাদেশে কত সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়? ক. ১৯৯৮ খ. ২০০৪ গ. ২০০৭ ঘ. ২০০৮ উত্তর : ক. ১৯৯৮ ৪১. বন্যার প্রধান কারণ কোনটি? ক. নদীতে জোয়ার সৃষ্টি খ. নদীর তলদেশ ভরাট গ. বর্ষায় ভারী বৃষ্টিপাত ঘ. অবাধে গাছপালা কর্তন উত্তর : গ. বর্ষায় ভারী বৃষ্টিপাত ৪২. বাংলাদেশের নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ কোনটি? ক. খরা খ. বন্যা গ. জলোচ্ছ্বাস ঘ. ভূমিকম্প উত্তর : খ. বন্যা ৪৩. বাংলাদেশের বন্যার ক্ষয়ক্ষতির সাথে উপকারও হয়। এর প্রমাণ বহন করে কোনটি? ক. পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে খ. জানমালের ক্ষতি হয় গ. জমিতে পলি জমা হয় ঘ. রাস্তাঘাটের ক্ষতিসাধিত হয় উত্তর : গ. জমিতে পলি জমা হয় ৪৪. বন্যা নিয়ন্ত্রণের জন্য তুমি কোনটি যথাযথ পদক্ষেপ মনে কর? ক. নদীর তীরে জঙ্গল পরিষ্কার করা খ. নদীর গতিপথ অপরিবর্তিত রাখা গ. নদীশাসন সুনিশ্চিত করা ঘ. পুকুর খনন না করা উত্তর : গ. নদীশাসন সুনিশ্চিত করা ৪৫. বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনার অন্তর্গত কোনটি? ক. দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি করা খ. ড্রেজারের মাধ্যমে নদীর পানির পরিবহণ ক্ষমতা বৃদ্ধি করা গ. নদীর দুই তীরে বেড়িবাঁধ দিয়ে নদীর পানি উপচেপড়া বন্ধ করা ঘ. পুকুর, নালা, বিল প্রভৃতি খনন করা এবং সেচের পানি সংরক্ষণ করা উত্তর : খ. ড্রেজারের মাধ্যমে নদীর পানির পরিবহণ ক্ষমতা বৃদ্ধি করা ৪৬. বন্যা নিয়ন্ত্রণের ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনার অন্তর্গত কোনটি? ক. ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ করা খ. নদী শাসনব্যবস্থা সুনিশ্চিত করা গ. নদীর দুই তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা ঘ. বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন করা উত্তর : ক. ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ করা ৪৭. শহর বেষ্টনীমূলক বাঁধ নির্মাণ কোন ধরনের বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্তর্গত? ক. সহজ প্রকৌশলগত খ. শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশলগত গ. সাধারণগত ঘ. জটিলগত উত্তর : ক. সহজ প্রকৌশলগত ৪৮. কোনটি সহজ প্রকৌশলগত বন্যানিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মধ্যে পড়ে? ক. জলাধার নির্মাণের মাধ্যমে পানিপ্রবাহকে নিয়ন্ত্রণ করা খ. নদীর তীরকে স্থায়ী ও সুদৃঢ় কাঠামোর সাহায্যে সংরক্ষণ করা গ. রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা ঘ. নদীর দুই তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা উত্তর : গ. রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা ৪৯. বাংলাদেশের প্রধান তিনটি নদীর অববাহিকা এলাকার দৈর্ঘ্য কত? ক. ১০,৪৩,৭৮৯ কিলোমিটার খ. ১৫,৫৪,০০০ কিলোমিটার গ. ১৭,৮৯,১২৩ কিলোমিটার ঘ. ১৯,৫৪,০০০ কিলোমিটার উত্তর : খ. ১৫,৫৪,০০০ কিলোমিটার ৫০. প্রধান তিনটি নদীর কত শতাংশ বাংলাদেশে অবস্থিত? ক. ৫ খ. ৬ গ.৭ ঘ. ৮ উত্তর : গ.৭ ৫১. প্রধান তিনটি নদীর কত শতাংশ পানি বাইরে থেকে আসে? ক. ৬০ খ. ৭০ গ. ৮০ ঘ. ৯০ উত্তর : গ. ৮০ ৫২. প্রধান তিনটি নদী দিয়ে আসা কত শতাংশ পানি বন্যার জন্য দায়ী? ক. ৬০ খ. ৭০ গ. ৮০ ঘ. ৯০ উত্তর : ঘ. ৯০ ৫৩. দুর্যোগের ফলে- র. বাস্তুতন্ত্রে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে রর. স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় ররর. জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: গ. রর ও ররর ৫৪. প্রাকৃতিক দুর্যোগ নিয়মিতই বাংলাদেশে ধনসম্পদ ও জানমালের ক্ষতিসাধন করে। যেমন- র. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস রর. বন্যা ও খরা ররর. ভূমিকম্প ও সুনামি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ক. র ও রর ৫৫. বাংলাদেশের বন্যার প্রাকৃতিক কারণগুলো হলো- র. হিমালয়ের বরফগলা পানিপ্রবাহ রর. বঙ্গোপসাগরের তীব্র জোয়ার-ভাটা ররর. নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষকর্তন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর পরবর্তী অংশ আগামী সংখ্যায়