জানার আছে অনেক কিছু
সাধারণ জ্ঞান
প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : রাশিয়ার রাজধানীর নাম-
উত্তর : মস্কো
প্রশ্ন : ইউক্রেনের রাজধানীর নাম-
উত্তর : কিয়েভ
প্রশ্ন : রাশিয়ার মুদ্রার নাম-
উত্তর : রুবল
প্রশ্ন : ইউক্রেনের মুদ্রার নাম-
উত্তর : হিরভনিয়া
প্রশ্ন : রাশিয়া ক্রিমিয়া দখল করে-
উত্তর : ২০১৪ সালে।
প্রশ্ন : ২০০৪ সালে কমলা বিপস্নব অনুষ্ঠিত হয়-
উত্তর : ইউক্রেনে
প্রশ্ন : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম-
উত্তর : রাশিয়া।
প্রশ্ন : দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট'র তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান-
উত্তর : ৭৫তম
প্রশ্ন : ২০২২ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হয়-
উত্তর : ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর।
প্রশ্ন : বর্তমানে মাথাপিছু আয়-
উত্তর : ২৫৯১ মার্কিন ডলার
প্রশ্ন : মাথাপিছু এউচ-
উত্তর : ২৪৬২ মার্কিন ডলার।
প্রশ্ন : বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়-
উত্তর : জার্মানিতে।
প্রশ্ন : দেশের তৈরি প্রথম রকেট-
উত্তর : ধূমকেতু
প্রশ্ন : ২০২২ সালে সন্ধান পাওয়া নতুন গ্যাসক্ষেত্র-
উত্তর : শরীয়তপুরে (বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র ২৮টি)
প্রশ্ন : দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম-
উত্তর : সুরসপ্তক (চালু ১২ জানয়ারি ২০২২)
প্রশ্ন : ২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায়-
উত্তর : ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।
প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম-
উত্তর : জঈঊচ(সদস্য ১৫টি)
প্রশ্ন : ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে -
উত্তর : বোর্নিও দ্বীপের কালিমানতানে।
প্রশ্ন : ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম-
উত্তর : নুসানতারা (নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।)