চর্তুদশ অধ্যায়
১৯. দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর :খ. তিন
২০. দুর্গতদের মাঝে খাবার বিতরণ ও আহতদের চিকিৎসা ব্যবস্থা দুর্যোগের কোন ধরণের কাজ?
ক. প্রতিরোধ খ. সাড়াদান
গ. প্রতিকার ঘ. পুনরুদ্ধার
উত্তর :খ. সাড়াদান
২১. 'স্পারসো' কীভাবে আবহাওয়া অদিপ্তরকে সাহায্য করছে?
ক. ভূ-উপগ্রহের মাধ্যমে
খ. অর্থনৈতিক সাহায্য প্রদানের মাধ্যমে
গ অবকাঠামো গঠনে
ঘ দুর্যোগ প্রশমনের প্রস্তুতি গ্রহণে
উত্তর :ক. ভূ-উপগ্রহের মাধ্যমে
নিচের অনুচ্ছেদটি পড়ে২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি ভোলার চর তজমুদ্দিনে ভয়াবহ মহাসেন সাইক্লোনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা ক্ষয়ক্ষতি রোধে এগিয়ে আসে।
২২. অনুচ্ছেদ অনুসারে সরকার ও বেসরকারি সংস্থার কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার কোন স্তরের অন্তর্ভুক্ত?
ক. প্রতিরোধ খ. প্রশমন
গ. সাড়াদান ঘ. পূর্বপ্রস্তুতি
উত্তর :গ. সাড়াদান
২৩. উক্ত এলাকায় বিভিন্ন কার্যক্রমের উদ্দেশ্য হলো-
র. জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হ্রাস করা
রর. ত্রাণ পৌঁছানো ও পুনর্বাসন নিশ্চিত করা
ররর. পুনরুদ্ধার কাজ ভালোভাবে করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
২৪. যা সমাজের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ক্ষতিসাধন করে তাকে কী বলা হয়?
ক. দুর্যোগ খ. বিপর্যয়
গ. দুর্যোগ ব্যবস্থাপনা ঘ. প্রশমন
উত্তর :ক. দুর্যোগ
২৫. বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি বছরব্যাপী পত্রিকার লিড নিউজে থাকে। এ ঘটনাগুলো একত্রে কী নামে পরিচিত?
ক. দুর্বিপাক খ. জলবায়ু
গ. বিপর্যয় ঘ. দুর্যোগ
উত্তর : ঘ. দুর্যোগ
২৬. বিপর্যয় কী?
ক. জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন
খ. আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা
গ. অর্থনৈতিক অবস্থার চরম অবনতি
ঘ. স্বাভাবিক কাজকর্মে মারাত্মক বিঘ্ন সৃষ্টি
উত্তর : খ. আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা
২৭. নিচের কোনটি দুর্যোগ নয় কিন্তু বিপর্যয়?
ক . বন্যা খ. ঘূর্ণিঝড়
গ. গ্রিনহাউস প্রতিক্রিয়া ঘ. জলোচ্ছ্বাস
উত্তর : গ. গ্রিনহাউস প্রতিক্রিয়া
২৮. বন্যা কী?
ক. বরফ গলা পানিপ্রবাহ
খ. বর্ষার আকাশে মেঘের আনাগোনা
গ. নদীর ধারণক্ষমতা বহির্ভূত পানিপ্রবাহ
ঘ. প্রচুর মৌসুমি বৃষ্টিপাত
উত্তর : গ. নদীর ধারণক্ষমতা বহির্ভূত পানিপ্রবাহ
২৯. বাংলাদেশে নদীর সংখ্যা কত?
ক. ৫০০ খ. ৬০০
গ. ৭০০ ঘ. ৮০০
উত্তর : গ. ৭০০
৩০. বাংলাদেশে মোট কতটি নদীর উৎসস্থল ভারতে?
ক. ৪৮ খ. ৫০
গ. ৫২ ঘ.৫৪
উত্তর : ঘ.৫৪
৩১. বাংলাদেশে বন্যা সংঘটনে প্রধান প্রাকৃতিক কারণ কোনটি?
ক. হিমালয়ের পানিপ্রবাহ খ. উজানে প্রচুর বৃষ্টি
গ. নদী ভরাট ঘ. জোয়ার-ভাটা
উত্তর : খ. উজানে প্রচুর বৃষ্টি
৩২. বন্যা সংঘটনের মানবসৃষ্ট কারণ নয় কোনটি?
ক. বৃক্ষ কর্তন খ. বাঁধ নির্মাণ
গ. অপরিকল্পিত নগরায়ণ ঘ. ভৌগোলিক অবস্থান
উত্তর : ঘ. ভৌগোলিক অবস্থান
৩৩. নিচের কোনটি বন্যার মানবসৃষ্ট কারণ?
ক. নদীর তলদেশ পলি দ্বারা আবৃত হওয়া
খ. গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ
গ. বঙ্গোপসাগরের তীব্র জোয়ারভাটা
ঘ. উজান থেকে নেমে আসা পানিপ্রবাহ
উত্তর : খ. গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ
৩৪. বাংলাদেশে কত ধরনের বন্যা দেখা দেয়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর : খ. তিন
৩৫. ঋতুভিত্তিক ম বিস্তৃতি ব্যাপক ম ক্ষতির হার বেশি ম পানির হ্রাস- বৃদ্ধির গতি ধীর; এটি বন্যার কোন শ্রেণিবিভাগের অন্তর্গত?
ক. স্বল্প স্থায়ী খ. আকস্মিক
গ. জোয়ার-ভাটাজনিত ঘ. মৌসুমি
উত্তর : ঘ. মৌসুমি
৩৬. বাংলাদেশের পার্বত্য এলাকায় কী ধরনের বন্যা দেখা যায়?
ক. আকস্মিক খ. মৌসুমি
গ. ঋতুভিত্তিক ঘ. জোয়ার-ভাটাজনিত
উত্তর : ক. আকস্মিক
৩৭. অমাবস্যা ও পূর্ণিমায় কোন ধরনের বন্যা ভয়াবহ রূপ নেয়?
ক. আকস্মিক খ. ঋতুভিত্তিক
গ. জোয়ার ভাটাজনিত ঘ. স্বল্প স্থায়ী
উত্তর : গ. জোয়ার ভাটাজনিত
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়