জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :কাজী নজরুল ইসলামের গল্প সমূহ : উত্তর : ব্যথার দান (১৯২২), আখ্যান, রিক্তের বেদন (১৯২৪), শিউলিমালা (ছোট গল্প), হক সাহেবের হাসির গল্প প্রশ্ন :কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সমূহ : উত্তর : দুর্দিনের যাত্রী, যুগবাণী, রাজবন্দীর, জবানবন্দি, রুদ্রমঙ্গল প্রশ্ন :কাজী নজরুল ইসলামের নাটক সমূহ : উত্তর :ঝিলিমিলি, মধুমালা, ঝড়, পিলে পটকা পুতুলের বিয়ে, পুতুলের বিয়ে, আলেয়া প্রশ্ন : রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে- উত্তর :আধুনিক সময়ের 'হিটলার' হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রশ্ন : 'হিটলার' হিসেবে আখ্যায়িত করেছেন- উত্তর:ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। প্রশ্ন :বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- উত্তর : দ্বিতীয়, প্রথম স্থানে চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম। প্রশ্ন :২০২৩ সালে ঈঙচ-২৮ অনুষ্ঠিত হয়- উত্তর : সংযুক্ত আরব আমিরাত প্রশ্ন : ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- উত্তর :২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাতে প্রশ্ন :নিরাপদ শহর ২০২১-এর তালিকায়- উত্তর :প্রথম- আইসল্যান্ড, দ্বিতীয়- সংযুক্ত আরব আমিরাত, তৃতীয়- কাতার। প্রশ্ন :নিরাপদ শহর ২০২১-এর তালিকায়- উত্তর :বাংলাদেশের অবস্থান ১০৫তম। প্রশ্ন :বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক হয়- উত্তর : ২৮ ফেব্রম্নয়ারি, ২০২২। প্রশ্ন:দুটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হবে- উত্তর : নওগাঁ এবং ঠাকুরগাঁও জেলায়। প্রশ্ন :ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে- উত্তর : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান। প্রশ্ন : রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন- উত্তর : 'দোনেৎস্ক' ও 'লুহানস্ক'