দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
চর্তুদশ অধ্যায় ১. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার? ক. ২১০০ খ. ২২০০ গ. ২৩০০ ঘ. ২৪০০ উত্তর :গ. ২৩০০ ২. দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো- র. ক্ষতির পরিমাণ হ্রাস করা রর. ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা ররর. পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ঘ. র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : সম্প্রতি শ্যামনগর উপজেলায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ে জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রফিক ও তার বন্ধুরা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করে ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। ৩. রফিক ও তার বন্ধুরা যে কাজ করেছে তাকে কী বলা যায়? ক. প্রতিরোধ খ. প্রতিকার গ. সাড়াদান ঘ. পুনরুদ্ধার উত্তর :গ. সাড়াদান ৪. উলিস্নখিত প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হ্রাস করার উপায়- র. আশ্রয়কেন্দ্র নির্মাণ রর. দুর্যোগ সংক্রান্ত প্রশিক্ষণদান ররর. গণসচেতনতা বৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর :ঘ. র, রর ও ররর ৫. নদী ভাঙনের সাথে সম্পর্কিত নয় কোনটি? ক. জলবায়ু পরিবর্তন খ. বৃক্ষ নিধন গ.নদীর গতিপথ পরিবর্তন ঘ. পরিবেশের রুক্ষতা উত্তর:ঘ. পরিবেশের রুক্ষতা ৬. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের চিত্রটি লক্ষ কর : পূর্বপ্রস্তুতি ম পুনরুদ্ধার ম অ ম প্রতিরোধ ম প্রশমন 'অ' চিহ্নিত স্থানে কোনটি হবে? ক. আচরণ খ. সহযোগিতা গ. উন্নয়ন ঘ. প্রচারণা উত্তর :ঘ. প্রচারণা ৭. কোন সালে আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামির সৃষ্টি হয়? ক. ১৯৪১ খ. ১৯৪২ গ. ১৯৪৩ ঘ. ১৯৪৪ উত্তর : ঘ. ১৯৪৪ ৮. বাংলাদেশের আন্তর্জাতিক নদী কতগুলো? ক. ৭৫ খ. ৭৫ গ. ৫৮ ঘ. ৫৭ উত্তর :ঘ. ৫৭ ৯. কিসের কারণে এ দেশের আবহাওয়া আর্দ্র থাকে? ক. নদী খ. পাহাড় গ. বনভূমি ঘ. সাগর উত্তর :গ. বনভূমি ১০. দুর্যোগ কী ধরণের ঘটনা? ক. বিপর্যয়পূর্ব ঘটনা খ. বিপর্যয়কালীন ঘটনা গ. বিপর্যয়সময়ের ঘটনা ঘ. বিপর্যয় পরবর্তী ঘটনা উত্তর :ক. বিপর্যয়পূর্ব ঘটনা ১১. বিপর্যয় কী ধরনের ঘটনা? ক. দুর্যোগ পরবর্তী ঘটনা খ. একটি ধীরগতির ঘটনা গ. দুর্যোগকালীন ঘটনা ঘ. একটি আকস্মিক ও চরম ঘটনা উত্তর :ঘ. একটি আকস্মিক ও চরম ঘটনা ১২. ২০০০ সালের বন্যায় কত জমির ফসল নষ্ট হয়? ক. ০.৬৫ লক্ষ হেক্টর খ. ১.৮৪ লক্ষ হেক্টর গ. ২.০০ লক্ষ হেক্টর ঘ. ২.৫৪ লক্ষ হেক্টর উত্তর :খ. ১.৮৪ লক্ষ হেক্টর ১৩. বাংলাদেশের দুর্যোগের অন্যতম কারণ কী? ক. সামাজিক পরিবর্তন খ. ভৌগোলিক অবস্থান গ. পরিবেশের স্বাভাবিক প্রতিবন্ধকতা ঘ. পরিবেশের অস্বাভাবিক প্রতিকূলতা উত্তর :খ. ভৌগোলিক অবস্থান ১৪. গত তিন দশকে বাংলাদেশের কোন অংশে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে? ক. উত্তরাংশে খ. পশ্চিমাংশে গ. দক্ষিণাংশে ঘ. পূর্বাংশে উত্তর :ঘ. পূর্বাংশে ১৫. নদীভাঙন কখন বেশি হয়? ক. বর্ষাকালে খ. শীতকালে গ. গ্রীষ্মকালে ঘ. হেমন্তকালে উত্তর :ক. বর্ষাকালে ১৬. নদী ভাঙনের কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? ক. ঘূর্ণিঝড় খ. বৃষ্টিপাত গ. খরা ঘ. তীব্র শীত উত্তর :গ. খরা ১৭. প্রতিবছর বাংলাদেশ নদীভাঙনে কত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়? ক. ১৮০ খ. ২০০ গ. ২৫০ ঘ. ৩০০ উত্তর : খ. ২০০ ১৮. বাংলাদেশে ভূমিকম্পের কারণ বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? ক. গঠনগত খ. অবস্থানগত গ. বলয়গত ঘ. বৈশিষ্ট্যগত উত্তর :ক. গঠনগত হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়