অনুধাবনমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন: 'এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিন্ত নই'- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর : 'এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিন্ত নই'-উক্তিটি দ্বারা পাখির বুদ্ধিমত্তা যে কম তা বোঝানো হয়েছে।
মহাজাগতিক কাউন্সিল কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে দুজন কিউরেটর বিশ্বব্রহ্মান্ড ঘুরে পৃথিবীতে এসেছিল। সর্বশ্রেষ্ঠ প্রাণী নির্বাচনের দায়িত্ব ছিল তাদের উপর। তাদের বিবেচনায় এক সময় পাখি আসে। কিন্তু পাখি আকাশে উড়তে পারলেও এদের বুদ্ধিমত্তা সম্পর্কে কিউরেটরদ্বয় নিশ্চিন্ত নয়। তাই তারা পাখিকে সঙ্গে নিতে রাজি হলো না।
প্রশ্ন : 'এদের দীর্ঘ সময় খেতে হয়'- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর : 'এদের দীর্ঘ সময় খেতে হয়'- উক্তিটি দ্বারা তৃণভোজী প্রাণী হরিণকে বোঝানো হয়েছে।
মহাজাগতিক কাউন্সিল কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হয়ে দুজন কিউরেটর বিশ্বব্রহ্মান্ড ঘুরে পৃথিবীতে এসেছিল। সর্বশ্রেষ্ঠ প্রাণী নির্বাচনের দায়িত্ব ছিল তাদের উপর। তাদের বিবেচনায় এক সময় হরিণ প্রাণীটি আসে। কিন্তু হরিণ হলো তৃণভোজী প্রাণী। বেশির ভাগ সময় এটি ঘাস, লতাপাতা খেয়ে কাটায়। তা ছাড়া নমুনা হিসেবে যদি হরিণকে সঙ্গে নেওয়া হয় তবে তার দীর্ঘ সময় খাওয়া দাওয়ার জন্য তাকে সংরক্ষণ করা কঠিন হবে কিউরেটরদ্বয় মনে করে।
প্রশ্ন : 'তুমি কি সত্যিই বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী?'- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর : 'তুমি কি সত্যিই বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী?'- উক্তিটি দ্বারা মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণার জন্য দুজন কিউরেটরের মধ্যে তর্ক চলছিল তা বোঝানো হয়েছে।
মানুষকে উচ্চশ্রেণির বুদ্ধিমান প্রাণী বলা হয়। কিন্তু তারপরও তারা তাদের নির্বুদ্ধিতার জন্য পরিবেশকে দূষিত করছে, গাছপালা কেটে উজাড় করছে বনভূমি। দুই বিলিয়ন বছর পূর্বে জন্মগ্রহণ করেই তারা পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তারপরও তারা কেমন করে শ্রেষ্ঠত্বের দাবি রাখে। এই নিয়েই দুজন কিউরেটরের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
আমার পথ
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন :কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর : বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?
উত্তর : পিতার নাম কাজী ফকির আহমদ।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?
উত্তর : মাতার নাম জাহেদা খাতুন।
প্রশ্ন : বাংলাদেশের বিদ্রোহী কবি বলা হয় কাকে?
উত্তর : বাংলাদেশের বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে।
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় কবি বলা হয় কাকে?
উত্তর : কাজী নজরুল ইসলামকে।
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৯১৭ খ্রিষ্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন।
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ৪৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন।
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম কত সালে মৃতু্যবরণ করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃতু্যবরণ করেন।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত।
প্রশ্ন : 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিক তাঁর পথ চলার আগে কাকে সালাম জানাচ্ছেন?
উত্তর : 'আমার পথ' প্রবন্ধের প্রাবন্ধিক তাঁর পথ চলার আগে 'তাঁর সত্যকে' সালাম জানাচ্ছেন।
প্রশ্ন : 'আমার পথ' প্রবন্ধের কোন ভয় প্রাবন্ধিককে বিপথে নিয়ে যাবে না?
উত্তর : রাজভয়-লোকভয় প্রাবন্ধিককে বিপথে নিয়ে যাবে না।
প্রশ্ন : অন্তরে কোনো 'আমার পথ' প্রবন্ধের ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না?
উত্তর : অন্তরে 'আমার পথ' প্রবন্ধের মিথ্যার ভয় না থাকলে বাইরের কোনো ভয়ই কিছু করতে পারে না।
প্রশ্ন : কে বাইরের ভয় পায়?
উত্তর : যার ভেতরে ভয় সে বাইরের ভয় পায়।
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম এর মতে, কী চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে?
উত্তর : নিজেকে চিনলে মানুষের মনে আপনা-আপনি একটা জোর আসে।
প্রশ্ন : অনেক সময় কী দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়?
উত্তর : অনেক সময় বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়।
প্রশ্ন : অতিরিক্ত বিনয় মানুষকে কী করে?
উত্তর : অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে।
প্রশ্ন : গান্ধীজি তাঁর দেশবাসীকে কী শেখাচ্ছিলেন?
উত্তর : গান্ধীজি তার দেশবাসীকে স্বাবলম্বন শেখাচ্ছিলেন।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের মতে, অন্তরে কী থাকলে বাইরের গোলামি ভাব থেকে রেহাই পাওয়া যায় না?
উত্তর : অন্তরে গোলামির ভাব থাকলে বাইরের গোলামিভাব থেকে রেহাই পাওয়া যায় না।
প্রশ্ন : প্রাবন্ধিকের মতে, কী চিনলে আত্মনির্ভরতা আসে?
উত্তর : আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।
প্রশ্ন : নজরুলের মতে, নিজে কী থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেও দেশ উদ্ধার হবে না?
উত্তর : নিজে থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেও দেশ উদ্ধার হবে না।
প্রশ্ন : 'আমার পথ' প্রবন্ধে কাকে নিজের ভগবান মনে করা ভন্ডামি নয়?
উত্তর : নিজ আত্মাকে নিজের ভগবান মনে করা ভন্ডামি নয়।
প্রশ্ন : কী থাকলে মানুষের ধর্মের বৈষম্যের ভাব থাকে না?
উত্তর : আদম সত্যের মিল থাকলে মানুষের ধর্মের বৈষম্যের ভাব থাকে না।
প্রশ্ন : নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে কী বলা হয়?
উত্তর : নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে কর্ণধার বলা হয়।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়