জানার আছে অনেক কিছু
প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের তিনটি নাটকের নাম-
উত্তর : ঝিলমিলি, আলেয়া, পুতুলের বিয়ে।
প্রশ্ন : নারী কবিতাটি-
উত্তর : নজরুলের লেখা।
প্রশ্ন : বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন : কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে কত নং বাঙালি পল্টনে যোগ দেন?
উত্তর :৪৯ নং।
প্রশ্ন :কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে কী নামে পরিচিত?
উত্তর :বিদ্রোহী কবি।
প্রশ্ন :রবীন্দ্রনাথ তাঁর কোন গীতিনাট্য কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?
উত্তর :বসন্ত।
প্রশ্ন : অগ্নিবীণা কাব্যগ্রন্থ নজরুল কাকে উৎসর্গ করেন?
উত্তর :বারীন্দ্র কুমার ঘোষকে।
প্রশ্ন : বাঁধন হারা উপন্যাস নজরুল কাকে উৎসর্গ করেন?
উত্তর :নলিনীকান্ত সরকারকে।
প্রশ্ন :কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে।
প্রশ্ন :প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কে?
উত্তর :কাজী নজরুল ইসলাম।
প্রশ্ন : কাজী নজরুল ইসলামের ৩টি অনুবাদ গ্রন্থ-
উত্তর : দীওয়ান-ই-হাফিজ, রুবাইয়াত-ই-হাফিজ ও
রুবাইয়াত্-ই-ওমর খৈয়াম
প্রশ্ন :কাজী নজরুল ইসলামের উপন্যাস সমূহ :
উত্তর : কুহেলিকা (১৯৩১), বাঁধনহারা (১৯২৭), মৃতু্যক্ষুধা (১৯৩০), জীবনের জয়যাত্রা (১৯৩৯)
প্রশ্ন :কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সমূহ :
উত্তর :অগ্নিবীণা (১৯২২), চক্রবাক (১৯২৯), চিত্তনামা, জিঞ্জির, ছায়ানট, ছিঙেফুল, দোলনচাঁপা (১৯২৩),ঝড়, নতুন চাঁদ, নির্ঝর, পুবের হাওয়া, প্রলয়শিখা, ফণি-মনসা (১৯২৭), বিষের বাঁশি (১৯২৪), ভাঙার গান, মরুভাস্কর (১৯৫১), সাম্যবাদী (১৯২৬), সিন্ধু-হিন্দোল (১৯২৭), শেষ সওগাত, সন্ধ্যা, সর্বহারা (১৯২৬)