৮১. বাংলাদেশে কত জাতের সরীসৃপ আছে?
ক. ১৯ খ. ১১৯
গ. ১২৪ ঘ. ১৯০
উত্তর :গ. ১২৪
৮২. ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার কর্তৃক প্রকাশিত রেড ডাটা বুক-এ বাংলাদেশের কতটি প্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন বলে উলেস্নখ করা হয়েছে?
ক. ২১ খ. ২২
গ.২৩ ঘ. ২৪
উত্তর :গ.২৩
৮৩. বাংলাদেশের কত প্রজাতির প্রাণীর অস্তিত্ব বিপন্ন?
ক. ১৯ খ. ২৩
গ. ২৭ ঘ. ৩৯
উত্তর :গ. ২৭
৮৪. বাংলাদেশে কত জাতের প্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন?
ক. ১৯ খ. ২৩
গ. ৩৯ ঘ. ২৪
উত্তর :গ. ৩৯
৮৫. উনিশ শতকে কোনটি বাংলাদেশ থেকে নিশ্চি?হ্ন হয়ে যায়?
ক. কালো হাঁস খ. বন মোরগ
গ. ডোরাকাটা বাঘ ঘ. মায়া হরিণ
উত্তর :ক. কালো হাঁস
৮৬. কোন সংস্থা জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যক্রম গ্রহণ করেছে?
ক. ইউনিএইড খ. ইউনেস্কো
গ. জাতিসংঘ ঘ. জাতিপুঞ্জ
উত্তর :গ. জাতিসংঘ
৮৭. বন সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থা হচ্ছে-
র. পাহাড় ও খাস জমিতে বনের পরিমাণ বাড়ানো
রর. সড়ক, রেলপথ ও বাঁধের পাশে বনায়ন
ররর. কাঠভিত্তিক শিল্প-কারখানা স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
৮৮. বিভিন্ন পরিবেশ সংক্রান্ত সংস্থার সদস্য বাংলাদেশ। যেমন -
র. ইউনিসেফ রর. সাকেপ ররর. আঙ্কটাড
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. র ও রর
৮৯. জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রয়োজন-
র. জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ
রর. সমন্বিত ব্যবস্থা গ্রহণ
ররর. কার্যকর ব্যবস্থা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
৯০. ইতিমধ্যে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর মধ্যে আছে-
র. নীল গাই রর. রাজশকুন ররর. ঘড়িয়াল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
৯১. অস্তিত্ব হুমকির তালিকায় রয়েছে-
র. রয়েল বেঙ্গল টাইগার ও চিতাবাঘ
রর. হাতি ও অজগর
ররর. কুমির ও ঘড়িয়াল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
৯২. বনের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য রক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে-
র. সোনারচর বন্যপ্রাণী অভয়ারণ্য
রর. চাঁদপাই বন্যপ্রাণী অভয়ারণ্য
ররর. তাংমারি বন্যপ্রাণী অভয়ারণ্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ.র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৩ ও ৯৪নং প্রশ্নের উত্তর দাও :
আলম সাহেব গ্রাম থেকে ঢাকায় এসেছেন বেড়াতে। তিনি দেখলেন রাস্তার আশপাশে যেখানে সেখানে ময়লার স্তূপ পড়ে আছে। কিন্তু এগুলো অপসারণ করা হচ্ছে না।
৯৩. অনুচ্ছেদের ঘটনাটির ফলে কী হয়?
ক. বাস্তুসংস্থান নষ্ট
খ. প্রাকৃতিক বিপর্যয়
গ. মানুষের ভাগ্য বিপর্যয়
ঘ.পরিবেশের ভারসাম্য নষ্ট
উত্তর :ঘ.পরিবেশের ভারসাম্য নষ্ট
৯৪. অনুচ্ছেদে উলিস্নখিত স্তূপ ব্যবহার করা যায়--
র. জ্বালানি তৈরিতে
রর. বিদু্যৎ তৈরিতে
ররর. জৈব সার তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর:গ. রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে৯৫ ও ৯৬নং প্রশ্নের উত্তর দাও :
রুহুল সাতক্ষীরায় তার বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। সুন্দরবনে গিয়ে সে বিভিন্ন প্রজাতির জীবজন্তু ও গাছপালা দেখতে পায় যা ধীরে ধীরে পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে।
৯৫. রুহুলের দেখা বনভূমিতে কী গাছ পাওয়া যায়?
ক. কড়ই খ. শাল
গ. গোলপাতা ঘ. সেগুন
উত্তর :গ. গোলপাতা
৯৬. এ জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজন-
র. জাতীয় পর্যায়ে সমীক্ষা
রর. অভয়ারণ্য সৃষ্টি
ররর. গবেষণা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
৯৭. পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ কী?
ক. সম্পদের অধিক ব্যবহার
খ. উন্নয়ন কর্মকান্ড
গ. পরিবেশ দূষণ
ঘ. ভূমি ধস
উত্তর :গ. পরিবেশ দূষণ
৯৮. পরিবেশের ভারসাম্য নষ্টের ফলাফল -
র. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস
রর. জলাবদ্ধতা
ররর. উত্তপ্ততা ও শৈত্যপ্রবাহ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর