রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কাজী নজরুল ইসলাম

প্রশ্ন :'রুদ্রমঙ্গল' কার লেখা?

উত্তর :কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন :'দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে'গানটির রচয়িতা কে?

উত্তর :কাজী নজরুল ইসলামের।

প্রশ্ন :'বিষের বাঁশি' কে রচনা করেন?

উত্তর :কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন :কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কি?

উত্তর :ধ্রম্নব।

প্রশ্ন : 'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর' কবিতাংশটি কোন কবির লেখা?

উত্তর :নজরুল ইসলামের।

প্রশ্ন :'নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে' ত্রাসে কেঁপে তরণীর পাপী যত নিঃস্বে'। কবিতাংশটি কোন কবির?

উত্তর :নজরুলের।

প্রশ্ন:নজরুল প্রতিভা কার লেখা?

উত্তর :কাজী আবদুল ওয়াদুদ।

প্রশ্ন :কাজী নজরুল ইসলাম কবে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাৎ করেন?

উত্তর :১৯২১ সালের অক্টোম্বর মাসে।

প্রশ্ন :কাজী নজরুল ইসলাম কতবার ঢাকায় আসেনে?

উত্তর : ১৩ বার, প্রথমবারের মতো এসেছিলেন ১৯২৬ সালে।

প্রশ্ন :কাজী নজরুল ইসলাম কত বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন?

উত্তর :৫ বার।

প্রশ্ন :মুসলিম ও হিন্দু ঐতিহ্যকে একীভূত করার উদ্দেশ্যে কাজী নজরুল তাঁর ছেলের নাম কী রাখেন?

উত্তর :কৃষ্ণ মোহাম্মদ।

প্রশ্ন :'যাকে হাত দিয়ে মালা দিতে পার নি'- এই বিখ্যাত গানের চরণটি নজরুল কাকে উদ্দেশ্য করে রচনা করেছেন?

উত্তর :নার্গিসকে।

প্রশ্ন :নার্গিসের বাড়ি কোথায়?

উত্তর :কুমিলস্না জেলার দৌলতপুরে।

প্রশ্ন :কাজী নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর :বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়।

প্রশ্ন :কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?

উত্তর :সঞ্চিতা।

প্রশ্ন :কাজী নজরুল ইসলামের প্রেমমূলক রচনা কোনটি?

উত্তর :শিউলীমালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে