রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

ত্রয়োদশ অধ্যায়

৬৩. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন এলাকা জলমগ্ন হবে?

ক. সাতক্ষীরা ও নোয়াখালী

খ. কুমিলস্না ও চাঁদপুর

গ. রাজবাড়ি ও মাদারিপুর

ঘ. রংপুর ও দিনাজপুর

উত্তর :ক. সাতক্ষীরা ও নোয়াখালী

৬৪. ভূমি দূষণের কারণ-

র. বন কেটে আবাদি জমি প্রস্তুতকরণ

রর. একই জমি অধিকবার ব্যবহার

ররর. গৃহস্থালির ধোঁয়া নিঃসরণ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

৬৫. পানি দূষণের কারণ--

র. কলকারখানা ও আবাসস্থলের বর্জ্য

রর. নৌযান থেকে তেল নিঃসরণ

ররর. ইটভাটার ধোঁয়া

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

৬৬. মাটি ও পানি দূষিত হয়-

র. রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে

রর. আবাসস্থল ও শিল্প ক্ষেত্রের বর্জ্যে

ররর. পরিবহন ও ইটভাটার ধোঁয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

৬৭. পানি দূষিত হলে এর ফলাফল-

র. জলজ উদ্ভিদ জন্মাতে বিঘ্ন সৃষ্টি হয়

রর. জলজ প্রাণীর আবাসস্থল নষ্ট হয়

ররর. ছোট ও বড় মাছের খাদ্যের অভাব হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৬৮. বনজঙ্গল কেটে ফেলায় খাদ্যশৃঙ্খল ভেঙে পড়েছে -

র. শৃগালের

রর. খরগোশের

ররর. বনবিড়ালের

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৬৯. মাটির ক্ষয় রোধ করা যায়--

র. বেশি করে গাছ লাগিয়ে

রর. তৃণভূমি সৃষ্টি করে

ররর. কৃষিজ উৎপাদন বাড়িয়ে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ক. র ও রর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭০ ও ৭১নং প্রশ্নের উত্তর দাও :

শীতপ্রধান দেশে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য কাচের ঘরের ভেতরে গাছপালা লাগানো হয়। একে গ্রিন হাউস বলে।

৭০. বায়ুমন্ডল, অনুচ্ছেদে উলিস্নখিত ঘর হলে দায়ী গ্যাস কোনটি?

ক. ঙ২ খ. ঈঙ২

গ. ঙ৩ ঘ. ঘ২

উত্তর : খ. ঈঙ২

৭১. উক্ত ইঙ্গিতকৃত প্রতিক্রিয়ার ফলে -

র. বায়ুমন্ডলের স্বাভাবিক তাপমাত্রা বাড়ছে

রর. বৃষ্টিপাত কমে যাচ্ছে

ররর. মাটি উদ্ভিদহীন হয়ে পড়ছে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

৭২. আমরা পরিবেশ থেকে কোন সম্পদ ব্যবহার করি?

ক. মানব খ. জলজ

গ. প্রাকৃতিক ঘ. বনজ

উত্তর :গ. প্রাকৃতিক

৭৩. আমাদের পরিবেশ টিকে থাকবে কোন পদক্ষেপ সফল হলে?

ক. প্রাকৃতিক সম্পদের ব্যবহার যথাযথ হলে

খ. পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা গেলে

গ. জনসংখ্যার ভারসাম্য রক্ষা করা গেলে

ঘ. অধিক গাছপালা লাগানো হলে

উত্তর :ক. প্রাকৃতিক সম্পদের ব্যবহার যথাযথ হলে

৭৪. পরিবেশ রক্ষা করার দায়িত্ব কাদের নিতে হবে?

ক. সরকারের খ. এনজিওর

গ. উন্নয়ন সহযোগীদের ঘ. সবার

উত্তর :ঘ. সবার

৭৫. পরিবেশের ভারসাম্য রক্ষার মূল উপাদান কোনটি?

ক. বনজ সম্পদ খ. মৎস্যসম্পদ

গ. জীববৈচিত্র্য ঘ. প্রাণিসম্পদ

উত্তর :গ. জীববৈচিত্র্য

৭৬. পৃথিবী থেকে জীববৈত্র্যি হ্রাস পাচ্ছে কেন?

ক. বাস্তুসংস্থান নষ্টের ফলে

খ. মানুষের অপরিণামদর্শী কর্মকান্ডের ফলে

গ. পরিবেশের ভারসাম্য স্থিতিশীল বলে

ঘ. বনজ সম্পদ কমে যাওয়ার ফলে

উত্তর :খ. মানুষের অপরিণামদর্শী কর্মকান্ডের ফলে

৭৭. বর্তমান হারে মানুষের অপরিণামদর্শী কর্মকান্ড চলতে থাকলে কত সালের মধ্যে পৃথিবী থেকে ২০-২৫% প্রাণী নিশ্চিহ্ন হয়ে যাবে?

ক. ২০২০ খ. ২০২৫

গ. ২০৩০ ঘ. ২০৩৫

উত্তর :খ. ২০২৫

৭৮. ২০২৫ সালের মধ্যে কত শতাংশ প্রাণী ও উদ্ভিদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে?

ক. ১০-১৫ খ. ১৫-২০

গ. ২০-২৫ ঘ. ২৫-৩০

উত্তর :গ. ২০-২৫

৭৯. জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাণীদের সরাসরি কী ক্ষতি হচ্ছে?

ক. আবাসস্থল ধ্বংস হচ্ছে

খ. খাদ্য সংকট দেখা দিয়েছে

গ. শিকারের ক্ষেত্র হারাচ্ছে

ঘ. বন উজাড় হয়ে যাচ্ছে

উত্তর :ক. আবাসস্থল ধ্বংস হচ্ছে

৮০. রয়েল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়?

ক. ভাওয়ালের গড়ে

খ. মধুপুর অঞ্চলে

গ. সুন্দরবনে

ঘ. জাতীয় উদ্যানে

উত্তর :গ. সুন্দরবনে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে